TRENDING:

World Longest Dancer: বিশ্বের সবচেয়ে 'দীর্ঘ সময়' নাচ ভারতীয় কিশোরীর! টানা কত 'ঘণ্টা' নেচে ওয়ার্ল্ড রেকর্ড? চমকে যাবেন শুনলে!

Last Updated:
World Longest Dancer: নতুন নতুন ক্ষেত্রে বিশ্বরেকর্ড। ভারতীয় মেয়েদের চমক বারবারই ঝলসে উঠছে বিশ্ব মানচিত্রে। এবার কার্যত ম্যারাথন নাচ নেচে বিশ্বের রেকর্ড ভাঙলেন ভারতীয় নাগরিক। একটানা নেচে দেশের প্রতিনিধিত্ব করার স্বপ্ন ছিল তার। যেমন কথা তেমন কাজ।
advertisement
1/9
বিশ্বের সবচেয়ে 'দীর্ঘ সময়' নাচ ভারতীয় কিশোরীর! কত 'ঘণ্টা' নেচে ওয়ার্ল্ড রেকর্ড?
একের পর এক নতুন নতুন ক্ষেত্রে বিশ্বরেকর্ড। ভারতীয় মেয়েদের চমক বারবারই ঝলসে উঠছে বিশ্ব মানচিত্রে। এবার কার্যত ম্যারাথন নাচ নেচে বিশ্বের রেকর্ড ভাঙলেন ভারতীয় নাগরিক। একটানা নেচে দেশের প্রতিনিধিত্ব করার স্বপ্ন ছিল তার। যেমন কথা তেমন কাজ।
advertisement
2/9
টানা নাচ করে গিয়েছেন পাঁচ দিন। অসাধারণ প্রতিভায় তাক লাগিয়েছে ভারতীয় এই কিশোরী। ১২৭ ঘণ্টা টানা কত্থক নাচ করে নাম তুলেছে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে।
advertisement
3/9
নাচ, গান হোক কিংবা শিল্পকলা, বিশ্বের অঙ্গনে ভারতীয়দের জয়জয়কার বারবারই। বিভিন্ন প্রতিভায় বারে বারেই অবাক করেছে দেশবাসী। আর এবার সেই মুকুটে জুড়ল আরও এক পালক।
advertisement
4/9
ভারতীয় ঘরানার ক্লাসিক্যাল নাচেই বিশ্ব রেকর্ড গড়ল এদেশের এক কিশোরী। ১৬ বছরের কিশোরী শ্রুস্তি সুধির জগতপ এখন সোশ্যাল মিডিয়ায় অন্যতম সেনসেশন। বিশ্বরেকর্ড করার জন্য সে টানা নাচ করেছে পাঁচদিন।
advertisement
5/9
শ্রুস্তি আসামান্য প্রতিভায় হতবাক করে দিয়েছেন সকলকে। দীর্ঘতম নাচের ম্যারাথনে এতদিনের সমস্ত রেকর্ড ভেঙে দিয়েছে শ্রুস্তি। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের তরফে তাঁর সাফল্য শেয়ার করা হয়েছে।
advertisement
6/9
শ্রুস্তি গত ২৯ মে তার নাচ শুরু করে। শেষ হয় জুনের ৩ তারিখে। সাফল্যের পর গিনেস ওয়ার্ল্ড রেকর্ড কর্তৃপক্ষকে শ্রুস্তি জানায় যে ভারতী সংস্কৃতিকে তুলে ধরার জন্যে সে কত্থক নাচ করে। নাচের মাধ্যমে ভারতের প্রতিনিধিত্ব করাই তাঁর ছিল স্বপ্ন।
advertisement
7/9
মাসের পর মাস কঠোর পরিশ্রম করেছে শ্রুস্তি। নাচের চর্চার প্রস্তুতিতে কোনও খামতি রাখেনি সে। টানা ১৫ মাসের দীর্ঘ অনুশীলনের মধ্যে দিয়ে যেতে হয়েছে তাঁকে। বিশ্ব রেকর্ড গড়ার আগে প্রতিদিন শ্রুতি ৪ ঘণ্টা মেডিটেশন, ৬ ঘণ্টা নাচ এবং ৩ ঘণ্টা অন্যান্য অনুশীলন করেছে। রোজই ভোর ৩ টের সময় ঘুম থেকে উঠে যেত কিশোরী। রাতে ঘুমের জন্য বরাদ্দ ছিল খুব বেশি হলে পাঁচ ঘণ্টা।
advertisement
8/9
গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে শ্রুস্তির নাচের বিচারক ছিলেন দাঙারিকর। তাঁর কথায়, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের নিয়ম অনুযায়ী, টানা নাচের সময়ে শ্রুস্তির পাঁচ মিনিটের বিরতি নেওয়ার অনুমতি ছিল। বেশিরভাগ সময়ে কিশোরী মধ্যরাতে বিরতি নিত। আর সেই সময়ে সে কখনও পাওয়ার ন্যাপ নিত। আবার কখনও বাবা-মায়ের সঙ্গে কথা বলত।
advertisement
9/9
উল্লেখ্য, এর আগে গোটা বিশ্বে টানা নাচের রেকর্ডটি দখলে ছিল এক নেপালি তরুণীর। ২০১৮ সালে বন্দনা নেপাল নামে ওই তরুণী টানা ১২৬ ঘণ্টা নেচে বিশ্ব রেকর্ড গড়েছিলেন।
বাংলা খবর/ছবি/দেশ/
World Longest Dancer: বিশ্বের সবচেয়ে 'দীর্ঘ সময়' নাচ ভারতীয় কিশোরীর! টানা কত 'ঘণ্টা' নেচে ওয়ার্ল্ড রেকর্ড? চমকে যাবেন শুনলে!
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল