TRENDING:

Hotel Room CCTV: হোটেলের ঘরে স্ত্রীয়ের সঙ্গে...CCTV ফুটেজ চেয়ে আদালতে গেল স্বামী! আদালত কী বলল জানেন...শুনে অবাক হয়ে গেলেন স্বামী

Last Updated:
এখানেই শেষ নয়, ওই সেনাকর্তা নাকি জানতেও পেরেছিলেন, তাঁর স্ত্রী তাঁর প্রেমিকের সঙ্গে হোটেলের ওই রুমে থেকেছেন৷ Generated image
advertisement
1/6
হোটেলের ঘরে স্ত্রীয়ের সঙ্গে...CCTV ফুটেজ চেয়ে আদালতে গেল স্বামী! আদালত কী বলল জানেন...
এক সেনাকর্তা ও তাঁর স্ত্রী৷ দু’জনের মধ্যেই বৈবাহিক সম্পর্ক নিয়ে দীর্ঘদিন ধরেই টানাপড়েন চলছিল৷ এর মাঝেই সে জানতে পারে, তাঁর স্ত্রী হোটেলে একটা রুম বুক করেছে৷৷ Generated image
advertisement
2/6
[caption id="" align="alignnone" width="1200"] এখানেই শেষ নয়, ওই সেনাকর্তা নাকি জানতেও পেরেছিলেন, তাঁর স্ত্রী তাঁর প্রেমিকের সঙ্গে হোটেলের ওই রুমে থেকেছেন৷ Generated image</dd> <dd>[/caption]
advertisement
3/6
[caption id="" align="alignnone" width="1200"] সেই হোটেলের CCTV ফুটেজ চেয়ে আদালতের দ্বারস্থ হয়েছিলেন ওই ব্যক্তি৷ দাবি জানিয়েছিলেন, তাঁর স্ত্রীকে ফুঁসলিয়ে নিয়ে যাচ্ছে তাঁর প্রেমিক৷ ওই হোটেলের ফুটেজ দেখলেই পরিষ্কার হয়ে যাবে সব কথা৷ Generated image</dd> <dd>[/caption]
advertisement
4/6
ওই ব্যক্তির আবেদনের উত্তরে উল্লেখযোগ্য রায় দিয়েছে দিল্লি কোর্ট৷ রায়ে দিল্লি কোর্ট কী বলেছে জানেন? Generated image
advertisement
5/6
[caption id="" align="alignnone" width="1200"] পাটিয়ালা হাউজ কোর্টের সিভিল জাজ বৈভব প্রতাপ সিং এক্ষেত্রে জোর দিয়েছেন, যে কোনও মানুষের ‘ব্যক্তিগত গোপনীয়তা রক্ষা’র অধিকারের কথা৷ আদালত জানিয়েছে, ‘‘নিজের গোপনীয়তা রক্ষার অধিকার এবং হোটেলে একা থাকার মতো বিষয় নিয়ে তথ্য না দেওয়ার বিষয়ে কোনও আইনি জোর খাটে না৷ এ বিষয়ে হোটেলগুলি তাঁদের গেস্টদের তথ্য না দেওয়া ও গোপনীয়তা রক্ষার করার জন্য দায়বদ্ধ৷’’ তাই CCTV ফুটেজ বা বুকিং ডিটেইলস হোটেল না-ই দিতে পারে৷ Generated image</dd> <dd>[/caption]
advertisement
6/6
[caption id="" align="alignnone" width="1200"] আদালত গ্রাহাম গ্রিনের 'দ্য এন্ড অফ দ্য অ্যাফেয়ার' উপন্যাসটিও উদ্ধৃত করে বলেছে যে, ভারতীয় সংসদও ঔপনিবেশিক দণ্ডবিধি বাতিল করে 'ভারতীয় ন্যায় সংহিতা' প্রণয়ন করেছে এবং ব্যভিচারের অপরাধকে সেখানে বহাল রাখেনি, যা দেখায় যে ‘আধুনিক ভারতে লিঙ্গ-অসম্মান এবং পুরুষতান্ত্রিক ধারণার কোনও জায়গা নেই।’ Generated image</dd> <dd>[/caption]
বাংলা খবর/ছবি/দেশ/
Hotel Room CCTV: হোটেলের ঘরে স্ত্রীয়ের সঙ্গে...CCTV ফুটেজ চেয়ে আদালতে গেল স্বামী! আদালত কী বলল জানেন...শুনে অবাক হয়ে গেলেন স্বামী
Open in App
হোম
খবর
ফটো
লোকাল