‘777’ Trending : ৭৭৭, আজ ১১ ডিসেম্বর হঠাৎ গুগলে ট্রেন্ডিং এই নম্বর! কোন রহস্য লুকিয়ে আছে তিন অঙ্কের এই বিশেষ সংখ্যায়?
- Published by:Suman Majumder
Last Updated:
“777” is trending : এয়ার ফ্রান্স সম্প্রতি তাদের উন্নত ৭৭৭-৩০০ইআর ব্যবহার করে নতুন দূরপাল্লার রুট ঘোষণা করেছে। এই ঘোষণার পরই গুগল-এ “৭৭৭” নিয়ে সার্চ-এর পরিমাণ হঠাৎ বেড়ে যায়।
advertisement
1/7

অনেকেই লক্ষ্য করেছেন, আজ হঠাৎ করে গুগলে “৭৭৭” সংখ্যাটি ট্রেন্ড করতে শুরু করেছে। প্রথমে মনে হচ্ছিল, কোনও রহস্যময় বা মজার কিছু এই ট্রেন্ডিং-এর কারণ। তবে এর পিছনে লুকিয়ে রয়েছে অন্য রহস্য।
advertisement
2/7
এই ট্রেন্ড-এর সঙ্গে আসলে বিমানে ভ্রমণের একটি ব্যাপার জড়িত। এটি বোয়িং ৭৭৭-৩০০ইআর বিমানটির সঙ্গে সম্পর্কযুক্ত। অনেকেই এই ব্যাপারটা সম্পর্কে জানেন না।
advertisement
3/7
এয়ার ফ্রান্স সম্প্রতি তাদের উন্নত ৭৭৭-৩০০ইআর ব্যবহার করে নতুন দূরপাল্লার রুট ঘোষণা করেছে। এই ঘোষণার পরই গুগল-এ “৭৭৭” নিয়ে সার্চ-এর পরিমাণ হঠাৎ বেড়ে যায়।
advertisement
4/7
অনেকে ভাবছেন ৭৭৭ সংখ্যাটি কোনও ম্যাজিক বা লাকি সংখ্যা। অনেকে এটির সঙ্গে কোনও পুরনো ঘটনার যোগসূত্র খোঁজার চেষ্টাও করছেন।
advertisement
5/7
ফরাসি বিমান সংস্থা এয়ার ফ্রান্স তাদের পরিষেবায় চারটি নতুন রুট ঘোষণা করেছে। চারটি নতুন শহরে ‘লা প্রিমিয়ার ফ্লাইট’-এর উড়ান পরিষেবা চালু করছে। মার্কিন যুক্তরাষ্ট্রের তিনটি শহর আটলান্টা, বোস্টন, হিউস্টন এবং ইজ়রায়েলের তেল আভিভ রুটে পরিষেবা দেওয়া হবে।
advertisement
6/7
বোয়িং ৭৭৭-৩০০ইআর। এয়ার ফ্রান্স তাদের নতুন প্রিমিয়াম বিমান পরিষেবায় যুক্ত করছে এই বিশেষ বিমান। ফলে আজকের দিনে ৭৭৭ সংখ্যাটিং হঠাৎ করেই গুগলে ট্রেন্ড করতে শুরু করেছে।
advertisement
7/7
প্যারিসের শার্ল দ্য গল বিমানবন্দর থেকে প্রিমিয়াম উড়ান উড়বে চারটি রুটে। লা প্রিমিয়ার স্যুট এবং বিজ়নেস ক্লাস কেবিন থাকবে এই বিমানে।