Who Is Aaftab: 'ফেমিনিস্ট', 'ফুড ব্লগার', 'লিঙ্গ আন্দোলনকর্মী'! ফ্রিজে প্রেমিকার ৩৫ টুকরো? আফতাব পুনাওয়ালার পরিচয় অনেক...
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
Last Updated:
Who is Aaftab: আমেরিকান ক্রাইম ড্রামা 'ডেক্সটার' থেকে অনুপ্রেরণা নিয়েই নাকি জঘন্য অপরাধ ঘটিয়েছে আফতাব যা নাড়িয়ে দিয়েছে গোটা দেশকে।
advertisement
1/11

নিজের লিভ-ইন পার্টনার শ্রদ্ধা ওয়াকারকে খুন করার কথা নিজে স্বীকার করেছে ধৃত 'প্রেমিক' আফতাব আমিন পুনাওয়ালা। পুলিশি জেরায় একের পর এক চাঞ্চল্য়কর তথ্য জানিয়েছে আফতাব। ২৬ বছর বয়সি তরুণী শ্রদ্ধা ওয়াকারকে নৃশংসভাবে খুন করে লিভ-ইন পার্টনার আফতাব আমীন পুনাওয়ালা। শুধু তাই নয় প্রেমিকার দেহকে ৩৫ টুকরো করে সেই অংশগুলি দিল্লি জুড়ে সে ছড়িয়ে ফেলে বলেও অভিযোগ।
advertisement
2/11
আমেরিকান ক্রাইম ড্রামা 'ডেক্সটার' থেকে অনুপ্রেরণা নিয়েই নাকি এই জঘন্য অপরাধ ঘটিয়েছে আফতাব যা নাড়িয়ে দিয়েছে গোটা দেশকে। অভিযুক্ত আফতাবের মৃত্যুদণ্ডের দাবি করেছেন শ্রদ্ধা ওয়াকারের বাবা বিকাশ ওয়াকার।
advertisement
3/11
গত ১৮ মে ঝগড়ার পর আফতাব তার সঙ্গী শ্রদ্ধাকে শ্বাসরোধ করে হত্যা করে বলে অভিযোগ। এরপর কিছু গুগলিং করার পর, সে প্রেমিকার শরীরকে টুকরো টুকরো করে কেটে অংশগুলি সংরক্ষণ করার জন্য একটি ৩০০ লিটারের ফ্রিজ কিনে তাতে রাখে বলেও অভিযোগ। কে এই আফতাব আমিন পুনেওয়ালা? কী পরিচয় তার? নিউজ ১৮ এর অনুসন্ধানে বেরিয়ে এল তাৎপর্যপূর্ণ তথ্য।
advertisement
4/11
আফতাব পুনাওয়ালার শিক্ষা ও কর্মসংস্থান: মহারাষ্ট্রের ভাসাই স্কুলে পড়াশোনা শেষ করে এলএস রাহেজা কলেজ থেকে বিএমএস ডিগ্রি নিয়ে স্নাতক হন পুনাওয়ালা। এরপর হোটেল ম্যানেজমেন্ট নিয়েও পড়াশোনা করে এই যুবক এবং কয়েক বছর শেফ হিসেবেও কাজ করে। সেই সময়ই কীভাবে মাংস কাটতে হয় সে সম্পর্কে দুই সপ্তাহের প্রশিক্ষণ নেয় আফতাব, আর সেই ট্রেনিংই ওয়াকারের শরীর কাটাতে ব্যবহার করে বলেই গোয়েন্দাদের দাবি।
advertisement
5/11
আফতাব শ্রদ্ধা ওয়াকারের আলাপ কোথায়? জানা যাচ্ছে, পুনাওয়ালা এবং ওয়াকার একটি অনলাইন ডেটিং অ্যাপ বাম্বলে একে অপরের সঙ্গে পরিচিত হন। পরে তারা মুম্বাইতে একই কল সেন্টারে কাজ শুরু করে এবং প্রেমে পড়ে। কিন্তু তাদের পরিবার এই সম্পর্কের বিষয়ে আপত্তি জানিয়েছিল কারণ তারা ভিন্ন ধর্মের ছিল, ওই দম্পতিকে মুম্বই ছাড়তে হয়েছিল পরিবারের চাপেই, এমনটাই জানাচ্ছে সংবাদ সংস্থা পিটিআই। জানা যাচ্ছে, গত মে মাসেই আফতাব ও শ্রদ্ধা দিল্লির ছত্তরপুর পাহাড়ি এলাকায় চলে যায়।
advertisement
6/11
ব্যবসা করতে চেয়েছিলেন আফতাব: পুনাওয়ালার পারিবারিক বন্ধু সূত্রে জানা যাচ্ছে যে বরাবরই একটু অন্য মনে থাকা আফতাব জীবনে কী করবেন তা নিয়ে বিভ্রান্ত ছিলেন। সেই পারিবারিক বন্ধুর কথায়, "কিন্তু এটা বিশ্বাস করা কঠিন যে এই ধরণের এক জঘন্য হত্যাকাণ্ড করেছে সে," এমনটাই ওই পারিবারিক বন্ধুকে উদ্ধৃত করে জানাচ্ছে টাইমস অফ ইন্ডিয়া। অভিযুক্তের পরিবার এবং বন্ধুরা জানিয়েছেন, সে বরাবরই একজন সাধারণ ছাত্র ছিল এবং কখনও কোনও সাতেপাঁচে থাকেনি।
advertisement
7/11
আফতাব পুনাওয়ালা- দ্য ফুড ব্লগার ২৯ বছর বয়সি আফতাব ইনস্টাগ্রামে একটি ফুড ব্লগ অ্যাকাউন্ট পরিচালনা করতেন। hungrychokro_escapades ব্যবহারকারী নামের অ্যাকাউন্টটিতে 28,500 ফলোয়ার রয়েছে এবং এতে অনেক ভারতীয় এবং চাইনিজ খাবারের বেশ কিছু ছবি রয়েছে। অ্যাকাউন্টটি অবশ্য ফেব্রুয়ারি ২০২২ থেকে নিষ্ক্রিয় রয়েছে। তার ফেসবুক ফিডে আরও দেখা যায় যে তিনি বেশ কয়েকটি রেস্তোরাঁয় গিয়েছিলেন।
advertisement
8/11
আফতাব পুনাওয়ালা- 'পরিবেশপ্রেমিক এবং উদারপন্থী' ২০১৫ সালে, আফতাব তার ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্ট শেয়ার করে যেখানে একটি ছোট মেয়েকে একটি প্ল্যাকার্ড ধারণ করতে দেখা যাচ্ছে যাতে লেখা ছিল, "এই দীপাবলিতে আপনার অহংকার ফাটাবে না আতশবাজি।" এছাড়া পরে, তার ফেসবুক অ্যাকাউন্টে জল সংরক্ষণের একটি সংবাদ প্রতিবেদনও শেয়ার করেছিলেন আফতাব।
advertisement
9/11
২০১৭ সালে, আফতাব মুম্বাইয়ের জলবায়ু বাঁচাতে এবং অরণ্য বাঁচাতে ফেসবুকে একটি পোস্ট শেয়ার করে। CHANGE.ORG পোস্টটি শেয়ার করে আফতাব। আরে ফরেস্ট এবং সঞ্জয় গান্ধি জাতীয় উদ্যানে একটি মুম্বই মেট্রো কার শেড বন্ধ করার জন্য মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে, বর্তমান ডেপুটি সিএম দেবেন্দ্র ফড়নভিসের কাছে আবেদনের জন্য স্বাক্ষর চেয়ে এই পোস্ট করে আফতাব।
advertisement
10/11
আফতাব পুনাওয়ালা- 'নারীবাদী' এবং 'LGBTQ+ সমর্থক' ২০১৫ সালে, পুনাওয়ালা মহিলাদের বিরুদ্ধে অ্যাসিড হামলা বন্ধ করার বিষয়ে বলিউড অভিনেতা জন আব্রাহামের ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্ট শেয়ার করে। ২০১৫ সালের জুন মাসে তার প্রোফাইল ছবি পরিবর্তন করার সময় LGBTQ+ এর একজন সমর্থক বলে নিজেকে গর্বিত দাবি করে। তিনি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে তার ছবিতে একটি রংধনু ফিল্টার যোগ করে লিঙ্গ আন্দোলনকর্মী হিসেবে নিজেকে দেখিয়েছে আফতাব।
advertisement
11/11
আফতাব পুনাওয়ালার একাধিক সম্পর্ক এছাড়াও জেরায় আফতাব স্বীকার করেছে সে বেশ কয়েকজন মহিলার সঙ্গে সম্পর্কে লিপ্ত হয় এবং শ্রদ্ধার ছিন্ন বিচ্ছিন্ন দেহ ফ্রিজে থাকা অবস্থাতেও একই বাড়িতে তাদের সঙ্গে শারীরিক সম্পর্ক করে। একজন ঊর্ধ্বতন পুলিশ আধিকারিক CNN-News18 কে বলেছেন, পুনাওয়ালা শ্রদ্ধার সঙ্গে সম্পর্কে থাকাকালীনই ডেটিং অ্যাপ ব্যবহার করে যাচ্ছিল লাগাতার। আর সেটিই তার এবং তার লিভ-ইন পার্টনারের মধ্যে তিক্ততার বীজ বপন করেছিল। ঘন ঘন বেড়ে চলেছিল মারামারি, সংঘর্ষ, তিক্ত বাদ অনুবাদ এবং অবশেষে তারই জেরে সম্ভবত প্রেমিকার হত্যা। নাম প্রকাশে অনিচ্ছুক ওই পুলিশ আধিকারিক আরও অভিযোগ করেন, শ্রদ্ধা ওয়াকারও অন্য পুরুষদের সঙ্গে যোগাযোগ করার জন্য একই অ্যাপ ব্যবহার করেছিলেন।