Holi Celebration 2023: শ্মশানেই চুটিয়ে খেলা হয় হোলি, রঙের বদলে থাকে চিতাভস্ম, কোথায় জানেন কি...
- Published by:Satabdi Adhikary
Last Updated:
রঙ্গবাড়ি একাদশীর দিন অনুষ্ঠিত এই হোলিতে ১০ কুইন্টালেরও বেশি ছাই পোড়ানো হয়। আয়োজকেরা জানান, এবারে ৮ কুইন্টাল চিতাভস্ম ছাড়াও ৫০ কেজি গোলাপ ফুল ব্যবহার করা হয়েছে এই হোলি খেলায়।
advertisement
1/6

শ্মশান। শব্দটাকে যেন জড়িয়ে রয়েছে ভয়, বিষাদ, দুঃখ, ব্যথা। প্রিয়জনকে শেষ বিদায় জানানোর বেদনা। এমন জায়গায় কি কোনও দিন হোলির মতো আনন্দ উৎসব পালন করা সম্ভব?
advertisement
2/6
উত্তরটা যে হ্যাঁ, তা বলাই বাহুল্য। কারণ, সত্যি সত্যিই ভারতে এমন শ্মশান রয়েছে যেখানে ধুমধাম করে পালিত হয় হোলির আনন্দ উৎসব।
advertisement
3/6
কিন্তু, শুধু রং দিয়ে নয়। এই হোলি খেলার জন্য ব্যবহার করা হয় মানুষের চিতাভস্মও।
advertisement
4/6
শ্মশানের জ্বলন্ত চিতার মাঝে হোলি খেলেন আউগড় ও আঘোরি সন্ন্যাসীরা। তবে শুধু তাঁরাই নন। এই হোলি একবারের জন্য চাক্ষুষ করতে দেশ বিদেশ থেকে আসেন পর্যটকেরাও।
advertisement
5/6
রঙ্গবাড়ি একাদশীর দিন অনুষ্ঠিত এই হোলিতে ১০ কুইন্টালেরও বেশি ছাই পোড়ানো হয়। আয়োজকেরা জানান, এবারে ৮ কুইন্টাল চিতাভস্ম ছাড়াও ৫০ কেজি গোলাপ ফুল ব্যবহার করা হয়েছে এই হোলি খেলায়। হোলি খেলার আগে মহাদেবকে নিয়ে বেরিয়েছে শোভাযাত্রা।
advertisement
6/6
রঙ্গবাড়ি একাদশীর দিন বেনারসের মহাকর্ণিকা ঘাটে এই হোলির অনুষ্ঠান উদযাপিত হয়। আগে শুধু মণিকর্ণিতাতেই এই হোলি খেলা হত। এখন হরিশ্চন্দ্র ঘাটেও হয় খেলা