প্রিয়াঙ্কা ফ্যাক্টরে চাপে পড়ে গিয়েছে বিজেপি, তাই এভাবে আক্রমণ করতে হচ্ছে...অমিতকে কটাক্ষ কংগ্রেসের
Last Updated:
advertisement
1/4

প্রিয়াঙ্কা গান্ধির লিপস্টিক নিয়ে অমিত শাহের মন্তব্য। আর এ নিয়েই জাতীয় রাজনীতিতে বিতর্কের ঝড়। কংগ্রেসের দাবি, প্রিয়াঙ্কা ফ্যাক্টরে চাপে পড়ে গিয়েছে বিজেপি। তাই এভাবে আক্রমণ করতে হচ্ছে।
advertisement
2/4
অমিত শাহ বলেছিলেন, ‘‘ প্রিয়ঙ্কা লিপস্টিক লাগিয়ে জল খাচ্ছেন, সেটাও মিডিয়া দেখায়। এটা আমাদের কাছে কোনও বড় বিষয় নয়। প্রিয়ঙ্কা বারো বছর ধরে রাজনীতিতে। এটা তেরো বছর.....এছাড়াও যদি কিছু থাকে লিপস্টিক নিয়ে সেটা লাগিও ৷ ’’
advertisement
3/4
নিউজ18 নেটওয়ার্কের ‘অ্যাজেন্ডা ইন্ডিয়া’ অনুষ্ঠান। রবিবার, এই মঞ্চে, বিজেপির সর্বভারতীয় সভাপতির মন্তব্য ঘিরেই তুমুল বিতর্ক হয়। বিজেপিকে নিশানা করে তোপ দেগেছে কংগ্রেস। তাদের দাবি, এবার প্রিয়ঙ্কা পূর্ব উত্তরপ্রদেশের দায়িত্ব পাওয়ার পর থেকেই চাপে বিজেপি। প্রিয়াঙ্কা যতই উত্তরপ্রদেশে গিয়ে প্রচারে ঝড় তুলছেন, ততই চিন্তা বাড়ছে গেরুয়া শিবিরের। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছেছে যে এখন লিঙ্গ বৈষম্যমূলক ভাষা ব্যবহার করে আক্রমণ করতে হচ্ছে খোদ বিজেপি সভাপতিকে।
advertisement
4/4
অমিত শাহকে নিশানা করে সুর চড়িয়েছেন কংগ্রেস মুখপাত্র প্রিয়াঙ্কা চতুর্বেদী। ট্যুইটারে তিনি লিখেছেন, অমিত শাহজি, প্রিয়াঙ্কাজি কোন রঙের লিপস্টিক লাগান তা নিয়ে কোনও সাংবাদিকই রিপোর্ট করেননি। মহিলাদের সম্পর্কে আপনারা কী ভাবেন তা ফের সামনে এল। এটা লিঙ্গ বৈষম্যমূলক ভাবনা। ভাবনা বদলালেই দেশ বদলাবে।