TRENDING:

West Bengal Weather: কবে বৃষ্টি? আসছে প্রবল গরম? জরুরি আবহাওয়ার পূর্বাভাস হাওয়া অফিসের...

Last Updated:
West Bengal Weather: মেঘমুক্ত পরিষ্কার আকাশ। বসন্তের আবহাওয়া বাংলায়। সকালে সন্ধ্যায় হালকা শীতের আমেজ আরো কয়েকটা দিন।
advertisement
1/5
কবে বৃষ্টি? আসছে প্রবল গরম? জরুরি আবহাওয়ার পূর্বাভাস হাওয়া অফিসের...
কেমন থাকবে বাংলার আবহাওয়া? হাওয়া অফিস বলছে, মেঘমুক্ত পরিষ্কার আকাশ। বসন্তের আবহাওয়া বাংলায়। সকালে সন্ধ্যায় হালকা শীতের আমেজ আরও কয়েকটা দিন। বেলা বাড়লে বাড়বে উষ্ণতা। আপাতত ঝড় বৃষ্টির কোন সম্ভাবনা নেই বলে পূর্বাভাস আলিপুর আবহাওয়া দপ্তরের। কলকাতায় সকালে সামান্য ধোঁয়াশা পরে পরিষ্কার আকাশ। মেঘমুক্ত পরিষ্কার আকাশ। তবে শীতবস্ত্রের আর প্রয়োজন নেই শহরে। গরম বাড়বে কিছুটা বাড়বে তাপমাত্রা।
advertisement
2/5
বুধবার সকালেও শহরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২০ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের তুলনায় ২ ডিগ্রি সেলসিয়াস কম। সোমবার বিকেলে কলকাতা শহরে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.৩ ডিগ্রি সেলসিয়াস। এই সময়ের স্বাভাবিক তাপমাত্রার তুলনায় ২ ডিগ্রি নিচে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ২৭ থেকে ৮৯ শতাংশ। গত ২৪ ঘন্টায় কোন বৃষ্টি হয়নি শহরে।
advertisement
3/5
উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ ঝড় বৃষ্টির কোন সম্ভাবনা নেই আগামী চার পাঁচ দিন। সকালে ও সন্ধ্যায় শীতের আমেজ হালকা। বেলা বাড়লে তাপমাত্রা বাড়বে সঙ্গে গরম। আপাতত জলীয়বাষ্প কম থাকায় অস্বস্তির সূচক নিচে থাকবে। জেলায় জেলায় শীতের আমেজ কিছুটা বেশি হলেও কলকাতা সহ শহর ও শহরতলীতে শীতের আমেজ খুব সামান্যই অনুভূত হবে। সেখানে শীতবস্ত্রের আর প্রয়োজন হবে না।
advertisement
4/5
মঙ্গলবার রাতে পশ্চিমী ঝঞ্ঝা ঢুকেছে উত্তর-পশ্চিম ভারতে। পশ্চিমী ঝঞ্ঝা ১২ অথবা ১৩ মার্চ ঢুকতে পারে এই এলাকায়। একটি ঘূর্ণাবর্ত রয়েছে দক্ষিণ-পূর্ব আরব সাগরের কেরালা উপকূলে। কেরালার এই ঘূর্ণাবর্ত থেকে একটি অক্ষরেখা কঙ্কন পর্যন্ত বিস্তৃত , যা কর্নাটকের উপর দিয়ে গেছে। এছাড়াও ঘূর্ণাবর্ত রয়েছে গুজরাট এবং বাংলাদেশের উপর।
advertisement
5/5
পশ্চিমী ঝঞ্ঝা নতুন করে উত্তর-পশ্চিম ভারতে ঢুকেছে। এর প্রভাবে উপরের প্রতিবার পর্যন্ত হালকা তুষারপাত ও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা উত্তর-পশ্চিম ভারতের হিমালয় সংলগ্ন রাজ্যগুলিতে। জম্মু কাশ্মীর, লাদাখ, মুজাফফরাবাদ, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ডে হালকা তুষারপাতের সম্ভাবনা। এই রাজ্যগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড় এই রাজ্যগুলিতে। অক্ষরেখার প্রভাবে এবং ঘূর্ণাবর্তের জেরে আগামী চার পাঁচ দিন বৃষ্টি কেরল এবং কর্ণাটক উপকূল এলাকায়। বৃহস্পতি শুক্রবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং দমকা ঝড়ো হাওয়া বইবে মহারাষ্ট্র, গুজরাট, রাজস্থান এবং মধ্যপ্রদেশ সংলগ্ন এলাকায়।
বাংলা খবর/ছবি/দেশ/
West Bengal Weather: কবে বৃষ্টি? আসছে প্রবল গরম? জরুরি আবহাওয়ার পূর্বাভাস হাওয়া অফিসের...
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল