বর-কনে ছাড়াই হয়ে গেল বিয়ে! পেট পুরে খেলেন অতিথিরা, চারিদিকে পুলিশ! হচ্ছেটা কী? জানলে চমকাবেন!
- Published by:Tias Banerjee
- news18 bangla
Last Updated:
Wedding ceremony without bride and groom: বর-কনে নেই। এমন বিয়ে কেউ দেখেছেন! এমনই এক ঘটনায় চাঞ্চল্য ছড়াল, কী ঘটেছিল ঠিক? জানলে চমকাবেন।
advertisement
1/6

বিয়ের অনুষ্ঠান হচ্ছে। এদিকে বর-কনে নেই। এমন কেউ দেখেছেন! এমনই এক ঘটনায় চাঞ্চল্য ছড়াল, কী ঘটেছিল ঠিক? জানলে চমকে যাবেন।
advertisement
2/6
অতিথিরা তখন মেতে রয়েছেন ভোজে। কিন্তু চারদিকে পুলিশে পুলিশে ছয়লাপ! হচ্ছেটা কী? আসলে অনুষ্ঠানটি ছিল ভালিমা বা বিয়ের। সেখানে উপস্থিত থাকতে পারলেন না পাত্র-পাত্রী। কারণ জারি রয়েছে কড়া নিষেধাজ্ঞা।
advertisement
3/6
পাত্রের নাম সলমন ওয়ালিমা। উত্তরপ্রদেশের মিরাটে, জেলা থেকে নির্বাসিত করা হয়েছে সেই ব্যক্তিকে। ক্রিমিনাল রেকর্ড রয়েছে ওই গ্যাংস্টারের নামে, এমনই খবর পুলিশ সূত্রে। মিরাটের কোতোয়ালি থানার পুলিশ দিনভর রইল পাহারায়।
advertisement
4/6
বহু টানাপড়েনের পর সকালের বদলে রাতে হল বিয়ের অনুষ্ঠান। পুলিশ নজর রেখেছিল, যাতে সলমন না এসে পড়ে। ২১ নভেম্বর সলমনকে ৬ মাসের জন্য জেলা থেকে নির্বাসিত করা হয়েছে।
advertisement
5/6
সলমন জেলা ছেড়ে চলে যায়। এদিকে বিয়ের অনুষ্ঠানে সবাইকে আমন্ত্রণ জানানো হয়ে গিয়েছে। মিরাটের সদর থানা এলাকার ক্যাসেল ভিউ মণ্ডপে সলমনের বিয়ের অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। পুলিশের বিরুদ্ধে বিয়ের অনুষ্ঠান হতে না দেওয়ার অভিযোগ করলেও সন্ধ্যা নাগাদ অবশেষে বিয়ের অনুষ্ঠান হয়ে গেল
advertisement
6/6
সলমনের পরিবার অবশ্য এতেই খুশি, বর-কনে না থাকলেও অনুষ্ঠান ভালভাবেই মিটেছে। নিমন্ত্রিতদের খুশি করাই যে বড় ঝক্কি! পুলিশকেও ধন্যবাদ জানালেন তাঁরা।