Weather Updates | IMD Alert: রাতেই নামবে বজ্র-বিদ্যুৎসহ বৃষ্টি! ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া! জানুন কোথায় জারি হল সতর্কতা!
- Published by:Piya Banerjee
- news18 bangla
Last Updated:
Weather Updates | IMD Alert: ৩০ থেকে ৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া! শিলাবৃষ্টি থেকে বজ্র-বিদ্যুৎসহ বৃষ্টি নামবে রাতেই! জেনে নিন কোথায় কোথায় জারি হল সতর্কতা! দেশের এই অংশে বিশেষ সতর্কতা!
advertisement
1/5

গরমে জীবন জেরবার। পশ্চিমবঙ্গে এবার মাত্রাতিরিক্ত গরম পড়েছে। তবে এই মঙ্গলবার পর্যন্ত বৃষ্টি হওয়ার কথা ছিল। কিন্তু সেভাবে বৃষ্টি হয়নি। জানা যাচ্ছে ফের চড়া হবে রোদ। আর এর মাঝেই আইএমডি-র আবহাওয়ার খবর ফের স্বস্তি আনতে চলেছে। photo source collected
advertisement
2/5
আইএমডি রিপোর্ট অনুযায়ী আজ রাতেই ঝেঁপে নামবে বৃষ্টি। শুধু বৃষ্টি নয় সেই সঙ্গে ঝোড়ো হাওয়া, বজ্র-বিদ্যুৎসহ বৃষ্টি, শিলাবৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। বিক্ষিপ্ত মেঘ জমাট বেঁধেছে আকাশে। সেই মতোই সতর্কতা জারি করা হয়েছে। photo source collected
advertisement
3/5
রিপোর্টে বলা হয়েছে মধ্যপ্রদেশ, মারাঠওয়াডা, পূর্ব রাজস্থানসহ বেশ কিছু জায়গায় সতর্কতা জারি হয়েছে। আজ রাতেই প্রবল বৃষ্টির সম্ভাবনা। photo source collected
advertisement
4/5
এছাড়াও উত্তর-প্রদেশের দক্ষিণ-ভাগ, পশ্চিমী হিমালয়ান অর্থাৎ জম্মু কাশ্মীর, হিমাচল প্রদেশ উত্তরাখন্ডের উত্তরদিক সহ তামিলনাড়ুর এবং কেরালার বেশ কিছু অংশে ভারী বৃষ্টির সম্ভাবনা। photo source collected
advertisement
5/5
এছাড়াও রিপোর্টে বলা হয়েছে ঝোড়ো হাওয়া ও শিলাবৃষ্টি বেশ বড় আকার নিতে পারে! এই সব অঞ্চলে আজ রাতেই স্বস্তি মেলার সম্ভাবনা! photo source collected