Cyclone Michaung Update: ফুঁসছে ঘূর্ণিঝড় মিচাউং! কবে কোথায় আছড়ে পড়বে এই দুর্যোগ, জানুন আবহাওয়ার আপডেট
- Published by:Arpita Roy Chowdhury
- news18 bangla
- Written by:Bangla Digital Desk
Last Updated:
Cyclone Michaung Update: দক্ষিণ আন্দামান সাগরে ঘনীভূত হয়েছে নিম্নচাপটি৷ সেটি উত্তর পশ্চিম দিকে সরে এসে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে পৌঁছবে৷ আজ, বুধবার গভীর নিম্নচাপে পরিণত হবে৷
advertisement
1/8

শীতের আগমনীর পাশাপাশি চোখ রাঙাচ্ছে ঘূর্ণিঝড়ও৷ দিল্লির মৌসম অফিস থেকে জানানো হয়েছে বঙ্গোপসাগরে জন্ম নিতে চলেছে নতুন ঘূর্ণিঝড়৷
advertisement
2/8
দক্ষিণ আন্দামান সাগরে ঘনীভূত হয়েছে নিম্নচাপটি৷ সেটি উত্তর পশ্চিম দিকে সরে এসে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে পৌঁছবে৷ আজ, বুধবার গভীর নিম্নচাপে পরিণত হবে৷
advertisement
3/8
আরও উত্তর পশ্চিমে সরে ১ ডিসেম্বর ঘূর্ণিঝড়ের আকার নেবে গভীর নিম্নচাপটি৷ বঙ্গোপসাগরের পরিস্থিতির উপর নজর রেখেছেন বিশেষজ্ঞরা৷
advertisement
4/8
আসন্ন ঘূর্ণিঝড়ের নাম হওয়ার কথা মিচাউং৷ এই নামকরণ করেছে মায়ান্মার৷ তবে ঘূর্ণিঝড় তৈরি না হওয়া পর্যন্ত সরকারিভাবে এই নাম ঘোষণা করবে না মৌসম ভবন৷
advertisement
5/8
ঠিক কোথায় আছড়ে পড়বে ঘূর্ণিঝড় মিচাউং, তা এখনও নিশ্চিত করে বলা যায়নি৷ তবে এর জন্য বাংলার শীতকালীন পরিস্থিতি সাময়িকভাবে ব্যাহত হতে পারে বলে ধারণা আবহবিদদের৷
advertisement
6/8
ঘূর্ণিঝড়ের জেরে বাংলায় উত্তুরে হাওয়ার বদলে ঢুকতে পারে জোলো বাতাস৷ বেড়ে যেতে পারে সর্বনিম্ন তাপমাত্রা৷
advertisement
7/8
আবহাওয়ার অস্থিরতার জেরে অনেক সময়েই ঘূর্ণিঝড়ের গতিপথ দ্রুত পরিবর্তিত হয়ে যেতে পারে৷ সম্প্রতি মিধিলি আচমকাই পশ্চিমবঙ্গ উপকূলের অনেক দূর থেকে ঘুরে গিয়ে আছড়ে পড়েছিল বাংলাদেশে৷
advertisement
8/8
তবে মিচাউং নিয়ে সবরকম সতর্কতামূলক পদক্ষেপ করছেন আবহবিদরা৷ ইতিমধ্যেই আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জ এবং দক্ষিণ বঙ্গোপসাগরীয় এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি ও ঝোড়ো বাতাসের সতর্কতা জারি করা হয়েছে৷ সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে ওই এলাকার মৎস্যজীবীদের৷