TRENDING:

Weather Update: বঙ্গোপসাগরে ঘনাচ্ছে ঘূর্ণাবর্ত! আগামী কয়েকদিন সাপটে বৃষ্টি এই সব জেলায়, শুক্রবার থেকে ভোলবদল

Last Updated:
রবিবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি চলবে অরুণাচল প্রদেশ, অসম, মেঘালয়, মণিপুর, মিজোরাম ও নাগাল্যান্ড, ত্রিপুরায়। আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টায় আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে ভারী বৃষ্টির সম্ভাবনা। রবিবার পর্যন্ত ভারী বৃষ্টি হতে পারে মধ্যপ্রদেশ, ছত্তীসগড়, উত্তরাখণ্ড, তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশ এবং ইয়ানাম এলাকায়। আগামী ২৪ ঘণ্টায়, তামিলনাড়ুতে গরম এবং অস্বস্তিকর আবহাওয়া।
advertisement
1/9
বঙ্গোপসাগরে ঘনাচ্ছে ঘূর্ণাবর্ত! আগামী কয়েকদিন সাপটে বৃষ্টি চলবে এই সব জেলায়
রাজ্যজুড়ে একাধিক দুর্যোগ৷ একদিকে বঙ্গোপসাগরে ঘনাচ্ছে ঘূর্ণাবর্ত, অন্যদিকে, উত্তরবঙ্গে সক্রিয় মৌসুমি অক্ষরেখা৷ এর জেরে আজও ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গের উপরের দিকের জেলাগুলিতে। এদিকে, দক্ষিণবঙ্গে শুক্রবার পর্যন্ত হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা।
advertisement
2/9
আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, বর্তমানে মৌসুমি অক্ষরেখা হিমালয়ের পাদদেশ সংলগ্ন এলাকায় অবস্থান করছে। ঘূর্ণাবর্ত অবস্থান করছে উত্তর-পূর্ব ও পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে। এই ঘূর্ণাবর্ত আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টায় উত্তর বঙ্গোপসাগরে নিম্নচাপে পরিণত হবে। সূত্রের খবর, এই নিম্নচাপের অভিমুখ হবে ওড়িশা উপকূল। এর প্রভাবে ওড়িশায় ভারী বৃষ্টির সতর্কতা। এ ছাড়া, আরও একটি ঘূর্ণাবর্ত রয়েছে উত্তরপ্রদেশ সংলগ্ন এলাকায়। উত্তর-দক্ষিণ অক্ষরেখা রয়েছে কর্ণাটক থেকে কোমরিন এলাকা পর্যন্ত। উত্তর-পশ্চিম ভারতে রয়েছে পশ্চিমি ঝঞ্ঝা।
advertisement
3/9
উত্তরবঙ্গে আরও ২৪ ঘণ্টা ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দার্জিলিং, কালিম্পঙ, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা। শুক্রবার থেকে বৃষ্টি কমবে উত্তরবঙ্গে। বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে উপরের দিকের জেলাগুলিতে। রবিবারের পর বৃষ্টি বাড়তে পারে উত্তরবঙ্গে। মঙ্গল, বুধবার নাগাদ আবারও ভারী বৃষ্টির পূর্বাভাস থাকছে উত্তরবঙ্গের উপরের দিকের জেলাগুলিতে।
advertisement
4/9
দক্ষিণবঙ্গে আজও বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। বজ্রবিদ্যুৎ সহ মূলত হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনা উপকূলের এই দুই জেলায়। বিক্ষিপ্তভাবে দু-এক পশলা ভারী বৃষ্টি হতে পারে বীরভূম, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া জেলায়।
advertisement
5/9
আগামিকালও বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে। শুক্রবারের পর বৃষ্টির পরিমাণ কমবে দক্ষিণবঙ্গে। তাপমাত্রা উল্লেখযোগ্য ভাবে না বাড়লেও সামান্য বাড়তে পারে। বাতাসে প্রচুর জলীয় বাষ্প থাকায় জনিত অস্বস্তি অনেকটাই বাড়বে। শুক্রবার থেকে তাপমাত্রা বাড়বে দক্ষিণবঙ্গে, বাড়বে আর্দ্রতা জনিত অস্বস্তিও।
advertisement
6/9
কলকাতায় আংশিক মেঘলা আকাশ। আগামী ২৪ ঘণ্টায় দু-এক পশলা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা। এরপর থেকে বৃষ্টির সম্ভাবনা কমবে; তাপমাত্রা সামান্য বাড়বে। বাতাসে জলীয় বাষ্প থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি অনেকটাই বাড়বে।
advertisement
7/9
কলকাতায় আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রা থেকে এক ডিগ্রি সেলসিয়াস বেশি। গতকাল বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.৩ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রা থেকে ১ ডিগ্রি সেলসিয়াস বেশি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৬৩ থেকে ৯৫ শতাংশ। গত ২৪ ঘণ্টায় বৃষ্টি হয়েছে ৪.২ মিলিমিটার। আগামী ২৪ ঘণ্টায় তাপমাত্রা থাকবে ২৭ থেকে ৩১ ডিগ্রি সেলসিয়াস।
advertisement
8/9
চলতি সপ্তাহে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে ওড়িশায়। শুক্রবার ভারী থেকে অতি ভারী; প্রবল বৃষ্টি হতে পারে শুক্রবার ওড়িশার বিভিন্ন এলাকায়। ঝাড়খণ্ডে ও আগামী ২৪ ঘণ্টায় ভারী বৃষ্টির পূর্বাভাস।
advertisement
9/9
রবিবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি চলবে অরুণাচল প্রদেশ, অসম, মেঘালয়, মণিপুর, মিজোরাম ও নাগাল্যান্ড, ত্রিপুরায়। আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টায় আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে ভারী বৃষ্টির সম্ভাবনা। রবিবার পর্যন্ত ভারী বৃষ্টি হতে পারে মধ্যপ্রদেশ, ছত্তীসগড়, উত্তরাখণ্ড, তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশ এবং ইয়ানাম এলাকায়। আগামী ২৪ ঘণ্টায়, তামিলনাড়ুতে গরম এবং অস্বস্তিকর আবহাওয়া।
বাংলা খবর/ছবি/দেশ/
Weather Update: বঙ্গোপসাগরে ঘনাচ্ছে ঘূর্ণাবর্ত! আগামী কয়েকদিন সাপটে বৃষ্টি এই সব জেলায়, শুক্রবার থেকে ভোলবদল
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল