TRENDING:

Waqf Amendment Act: 'মামলাটা আমার হাতে থাকবে না', ওয়াকফ মামলায় বললেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি! শুনলেনই না মামলা, কেন জানেন?

Last Updated:
Waqf Amendment Act: সোমবার বিচারপতি সঞ্জীব খান্না বলেন, ''দুটো বিষয়ে বলার রয়েছে। আমি কোনও রায় বা অন্তর্বর্তী নির্দেশ স্থগিত রাখতে চাই না।''
advertisement
1/7
'মামলাটা আমার হাতে থাকবে না', ওয়াকফ মামলায় বললেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি!
নয়াদিল্লি: পূর্ব নির্ধারিত থাকলেও সোমবার ওয়াকফ মামলা শুনলেন না সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না। মামলাটি পাঠানো হল শীর্ষ আদালতের পরবর্তী প্রধান বিচারপতির বেঞ্চে। এই মামলার পরবর্তী শুনানি হবে ১৫ মে।
advertisement
2/7
সোমবার বিচারপতি সঞ্জীব খান্না বলেন, ''দুটো বিষয়ে বলার রয়েছে। আমি কোনও রায় বা অন্তর্বর্তী নির্দেশ স্থগিত রাখতে চাই না। মামলাটি সঠিক দিনেই শোনা উচিত। মামলাটা আমার হাতে থাকবে না। আমরা মামলাটি বিচারপতি বিআর গাভাইয়ের বেঞ্চে পাঠাচ্ছি।’’
advertisement
3/7
প্রসঙ্গত, সুপ্রিম কোর্টের পরবর্তী প্রধান বিচারপতি হিসাবে বিচারপতি হচ্ছেন বিআর গাভাই। আগামী ১৪ মে নতুন প্রধান বিচারপতি শপথ নেবেন তিনি।
advertisement
4/7
পশ্চিমবঙ্গ থেকে ওয়াকফ নিয়ে মামলা করেছেন তৃণমূল সাংসদ মহুয়া মিত্র, বিধায়ক হুমায়ুন কবীর, নওশাদ সিদ্দিকি। এ ছাড়া মামলা করেন মিমের সাংসদ আসাদউদ্দিন ওয়েইসি। গত ১৭ এপ্রিল এই মামলার শুনানিতে সুপ্রিম কোর্টকে কেন্দ্রের সলিসিটর জেনারেল তুষার মেহতা আশ্বাস দেন, ওই আইন নিয়ে হলফনামা দেওয়ার জন্য সাত দিন সময় দেওয়া হোক।
advertisement
5/7
এই সময়ের মধ্যে ওয়াকফ কাউন্সিল এবং বোর্ডে কোনও নিয়োগ করা হবে না। ইতিমধ্যে কোনও রাজ্য বা কেন্দ্রীয় সরকার নিয়োগ করে থাকলে তা বাতিল করা হবে। এমনকি শুনানি চলাকালীন ওয়াকফ সম্পত্তির চরিত্র পরিবর্তন করা যাবে না। সোমবার আদালত কী জানায় সে দিকে নজর ছিল সকলের। কিন্তু সেই শুনানি এদিন হল না।
advertisement
6/7
বিচারপতিদের বেঞ্চ জানিয়ে দিল, বিস্তারিত শোনার পরেই ওয়াকফ আইন নিয়ে নির্দেশিকা দেওয়া হবে। সেই কারণেই মামলার পরবর্তী শুনানি ধার্য হয়েছে ১৫ মে, সুপ্রিম কোর্টের পরবর্তী প্রধান বিচারপতি বিআর গাভাইয়ের নেতৃত্বাধীন বেঞ্চে।
advertisement
7/7
সংসদের দু’কক্ষে পাশ হয় ওয়াকফ সংশোধনী বিল, ২০২৫। গত ৮ এপ্রিল রাষ্ট্রপতি এই বিলে স্বাক্ষর করায় সেটি আইনে পরিণত হয়। যদিও সংশোধিত ওয়াকফ আইনের সাংবিধানিক বৈধতা নিয়ে প্রশ্ন তুলে সুপ্রিম কোর্টে একগুচ্ছ মামলা হয়েছে। সেই মামলায় গত ২৫ এপ্রিল নিজেদের বক্তব্য জানিয়ে হলফনামা জমা দিয়েছিল কেন্দ্রীয় সরকার। কিন্তু সেই শুনানি আর এগোল না।
বাংলা খবর/ছবি/দেশ/
Waqf Amendment Act: 'মামলাটা আমার হাতে থাকবে না', ওয়াকফ মামলায় বললেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি! শুনলেনই না মামলা, কেন জানেন?
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল