TRENDING:

ভিআইপি-দের মতো যত্ন পায় এই গাছ! ২৪ ঘণ্টা সুরক্ষায় থাকে পুলিশ, খরচ লাখ লাখ টাকা

Last Updated:
Tree Gets VVIP Treatment : একটা গাছের জন্য ২৪ ঘণ্টা পুলিশ মোতায়েন! জেনে নিন ভারতের কোথায় রয়েছে সেই গাছ।
advertisement
1/5
ভিআইপি-দের মতো যত্ন পায় এই গাছ! ২৪ ঘণ্টা সুরক্ষায় থাকে পুলিশ, খরচ লাখ লাখ টাকা
ভিভিআইপি-দের মতো যত্ন পায় একটি গাছ। ২৪ ঘণ্টা এই গাছের নিরাপত্তায় থাকে পুলিশ। নজর রাখা হয় সিসিটিভিতে।
advertisement
2/5
যে গাছটি এমন যত্ন পায় সেটি হল বোধিবৃক্ষ। এটি মধ্যপ্রদেশের রাইসিন জেলায় অবস্থিত। শ্রীলঙ্কার তৎকালীন রাষ্ট্রপতি মাহিন্দা রাজাপাকসে ২১শে সেপ্টেম্বর, ২০১২-এ সোখানে স্থাপন করেছিলেন। বৌদ্ধ ধর্মে অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হয় এই গাছ।
advertisement
3/5
গাছটিকে বাঁচাতে সেটির চারপাশে ১৫ ফিটের বেড়া বসানো হয়েছে। ২৪ ঘণ্টা নিরাপত্তারক্ষী মোতায়েন রয়েছে। সাঁচি পৌরসভা, পুলিশ, রাজস্ব ও উদ্যানপালন দফতর সব সময় নজর রাখে। গাছের পাতা ঝরে পড়লে সঙ্গে সঙ্গে পৌঁছে যান কর্মকর্তারা। প্রতি ১৫ দিন পর পর এর মেডিক্যাল টেস্ট করা হয় এবং সেই অনুযায়ী সার ও জল দেওয়া হয়।
advertisement
4/5
সাঁচি রাইসিনে মানুষের ঘোরার জায়গা। অনেক আগে এখানে একটি বৌদ্ধ বিশ্ববিদ্যালয়ও প্রতিষ্ঠিত হয়েছিল। বিশ্ববিদ্যালয়ের পাহাড়েই এই গাছ লাগানো হয়েছে। শ্রীলঙ্কার রাষ্ট্রপতি যখন এই গাছটি রোপণ করেছিলেন, তখন মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহানও তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন। এমন পরিস্থিতিতে মধ্যপ্রদেশ সরকার প্রতি বছর ১২ থেকে ১৫ লক্ষ টাকা খরচ করে শুধু এই গাছের সুরক্ষার জন্য।
advertisement
5/5
বৌদ্ধদের বিশ্বাস, বোধিবৃক্ষের নিচে গৌতম বুদ্ধ বোধি লাভ করেছিলেন। সম্রাট অশোককে শান্তির পথ দেখাতেও বোধিবৃক্ষের ভূমিকা রয়েছে। যেহেতু এই জায়গাটি সাঁচি থেকে ৮ কিলোমিটার দূরে, তাই অনেকেই এই গাছ দেখতে যান।
বাংলা খবর/ছবি/দেশ/
ভিআইপি-দের মতো যত্ন পায় এই গাছ! ২৪ ঘণ্টা সুরক্ষায় থাকে পুলিশ, খরচ লাখ লাখ টাকা
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল