TRENDING:

IAS, IPS তৈরি করেন তিনি...! 'রাজনীতির' ময়দানে ডাহা ফেল, তবুও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল 'ওঝা স্যার'

Last Updated:
Viral Awadh Ojha: IAS, IPS বানান! বিএ, এমএ, এলএলবি, এমফিল, পিএইচডি ডিগ্রি তাঁর ঝুলিতে, 'রাজনীতির' ময়দানে কী ফল করলেন 'UPSC-র কোচিং দেওয়া ওঝা স্যার?
advertisement
1/8
IAS, IPS তৈরি করেন তিনি...! 'রাজনীতির' ময়দানে ডাহা ফেল, তবুও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল
দিল্লি নির্বাচনের ফলাফল ২০২৫ : সিভিল সার্ভিসের প্রস্তুতির জন্য তরুণদের শিক্ষা দেন, উদ্বুদ্ধ করেন তিনি। অথচ রাজনীতির পাঠশালায় এসে সম্পূর্ণ ব্যর্থ। আম আদমি পার্টির (Awadh Ojha AAP) টিকিটে পদপদগঞ্জ বিধানসভা আসন থেকে রাজনীতিতে প্রবেশ করেন অবোধ ওঝা। এই আসনে গণনার সবকটি রাউন্ডের শেষে দেখা গেল বিজেপির রবীন্দ্র সিং নেগি ২৮০৭২ ভোটে জয়ী হয়েছেন।
advertisement
2/8
মোট তেরো রাউন্ড গণনার পর, রবীন্দ্র সিং নেগি মোট ৭৪০৬০ ভোট পেয়েছেন, যেখানে অবোধ ওঝা পেয়েছেন ৪৫৯৮৮ ভোট। কার্যত বিপুল ভোটের ব্যবধানে নির্বাচনে একরকম গো হারান হেরেছেন অবোধ।
advertisement
3/8
ভোট গণনার প্রাথমিক ট্রেন্ড থেকেই পিছিয়ে ছিলেন ওঝা। তাঁর ফল দেখে কটাক্ষ করে সোশ্যাল মিডিয়ায় এক ব্যবহারকারী লেখেন, 'মনে হচ্ছে স্যার রাজা হতে পারবেন না'। বস্তুত সম্প্রতি ভোট প্রচারের সময় ওঝা একটি বিবৃতি দিয়ে এমনই মন্তব্য করেছিলেন, যা নিয়ে নেটিজেনদের চরম ট্রোলের মুখে পড়তে হয় তাঁকে।
advertisement
4/8
UPSC কোচিং স্যার অবোধ ওঝা রাজনীতির ময়দানে পা রাখেন কবে?ওঝা গত ২ ডিসেম্বর, ২০২৪ সালে আম আদমি পার্টিতে যোগ দেন। দলে যোগদানের পর থেকেই তাঁকে নিয়ে জল্পনা চলছিল যে তিনি দিল্লি বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
advertisement
5/8
নিরাশ করেনি দল। এই নির্বাচনে AAP অবধকে পদপদগঞ্জ বিধানসভা আসন থেকে প্রার্থী করেছিল, কিন্তু শেষরক্ষা হল না। ফল প্রকাশ্যে আসতেই দেখা গেল নির্বাচনে হেরে গিয়েছেন এই 'উচ্চশিক্ষিত' আপ প্রার্থী।
advertisement
6/8
অবোধ ওঝার জীবন: ওঝা উত্তর প্রদেশের বাসিন্দাঅবোধ ওঝা মূলত উত্তর প্রদেশের গোন্ডার বাসিন্দা। অবোধ ওঝার পুরো নাম অবোধ প্রতাপ ওঝা, কিন্তু ইউপিএসসির প্রস্তুতি নেওয়া প্রার্থীদের মধ্যে তিনি 'ওঝা স্যার' নামেই পরিচিত। ওঝা স্যার গত ২২ বছর ধরে ইউপিএসসি এবং অন্যান্য সিভিল সার্ভিস পরীক্ষার জন্য তরুণদের প্রস্তুত করে চলেছেন তাঁর কোচিং সেন্টারে। সোশ্যাল মিডিয়ায় তাঁর ফলোয়ারের সংখ্যাও লক্ষাধিক।
advertisement
7/8
অবোধ ওঝার জীবন: জমি বিক্রি করে UPSC-র জন্য প্রস্তুতি নিয়েছিলেন অবোধ।১৯৮৪ সালের ৩ জুলাই জন্ম। অবোধ ওঝার বাবা প্রসাদ ওঝা পেশায় একজন পোস্টমাস্টার ছিলেন। কিন্তু বরাবরই তিনি পড়াশোনার প্রতি অত্যন্ত সচেতন ছিলেন। অবোধের বাবা তাঁর ৫ একর জমি বিক্রি করে প্রথমে তাঁর স্ত্রীকে শিক্ষিত করে তোলেন এবং তাঁকে আইনজীবী বানান। এর পর তিনি অবোধ ওঝাকে পড়াশোনার জন্য দিল্লি পাঠান।
advertisement
8/8
ছেলের পড়াশোনার জন্য অর্থের জোগাড় করতে রীতিমতো বেগ পেতে হয় তাঁকে। বিক্রি করতে হয়েছিল জমি। এরপর অবোধ ওঝা ইউপিএসসি প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ হন কিন্তু মেইন পরীক্ষায় পাশ করতে পারেননি অবোধ। এরপর তিনি এলাহাবাদের একটি কোচিং সেন্টারে শিক্ষকতা শুরু করেন। ইউপিএসসি ক্র্যাক করতে না পারলে কী হবে, অবধ ওঝার ডিগ্রির বহর শুনলে চমকে যাবেন আপনিও। বিএ, এমএ, এলএলবি, এমফিল, পিএইচডি করেছেন বর্তমান এই আপ নেতা।
বাংলা খবর/ছবি/দেশ/
IAS, IPS তৈরি করেন তিনি...! 'রাজনীতির' ময়দানে ডাহা ফেল, তবুও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল 'ওঝা স্যার'
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল