Abdominal pain after c section delivery: সন্তানজন্মের পরেও তলপেটে ব্য়থা, স্তন্যপান করাতে পারছিলেন না তরুণী! পেট থেকে যা বেরোল..
- Published by:Ratnadeep Ray
- news18 bangla
Last Updated:
Abdominal pain after c section delivery: সিজার করে সন্তানের জন্ম দিয়েছিলেন তরুণী। তিন মাস কেটে যাওয়ার পরেও কিছুতেই কমছিল না যন্ত্রণা। কোনও ওষুধেই ব্য়থা কমছিল না যুবতীর। অপারেশন করে চিকিৎসক যা দেখলেন...
advertisement
1/6

সিজার করে সন্তানের জন্ম দিয়েছিলেন তরুণী। তিন মাস কেটে যাওয়ার পরেও কিছুতেই কমছিল না যন্ত্রণা। কোনও ওষুধেই ব্য়থা কমছিল না যুবতীর।
advertisement
2/6
ঘটনাটি ঘটেছে রাজস্থানে। কোনও উপায় না দেখে জোধপুরের এইমসে গিয়েছিলেন তরুণই। সেখানে ডাক্তার তলপেটে যা দেখলেন জানলেই চমকে উঠবেন।
advertisement
3/6
রাজস্থানের দিদওয়ানা-কুচামান জেলার ঘটনা। মহিলা সন্তানজন্মের জন্য সিজার করান তিন মাস আগে। সেই সময়ে ভুল করে তলপেটে একটি তোয়ালে রেখেই সেলাই করে দেন চিকিৎসক।
advertisement
4/6
কিন্তু তার পরেই বাড়ি আসার পরেই শুরু হয় তলপেটে যন্ত্রণা, স্থানীয় চিকিৎসককে দেখিয়েও মিলছিল না সমাধান। দ্বিতীয় বার অপারেশন করে দেখা যায় মহিলার তলপেটে রয়েছে একটি সার্জিকাল তোয়ালে।
advertisement
5/6
ঘটনা নিয়ে রাজস্থান হাই কোর্টের দ্বারস্থ হন সেই মহিলা। সেখানে তাঁর আইনজীবী জানান, টানা যন্ত্রণার ফলে সন্তানকে স্তন্যপানও করাতে পারছিলেন না মহিলা।
advertisement
6/6
রাজস্থানের দিদওয়ানার চিফ মেডিক্যাল এবং হেলথ অফিসার তিন সদস্যের কমিটি গঠন করে রিপোর্ট তলব করেছেন।