উপরাষ্ট্রপতি পদে সিপি রাধাকৃষ্ণনের শপথ গ্রহণ..., অনুষ্ঠানের মধ্যমণি কে ছিলেন জানেন?
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
Last Updated:
Vice President Swearing In: দেশের ১৫তম উপরাষ্ট্রপতি হিসেবে বৃহস্পতিবার শপথ গ্রহণ করেন সিপি রাধাকৃষ্ণণ। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু তাঁকে শপথ বাক্য পাঠ করান। তবে এদিনের অনুষ্ঠানের কার্যত মধ্যমণি ছিলেন প্রাক্তন উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়।
advertisement
1/6

দেশের ১৫তম উপরাষ্ট্রপতি হিসেবে বৃহস্পতিবার শপথ গ্রহণ করেন সিপি রাধাকৃষ্ণণ। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু তাঁকে শপথ বাক্য পাঠ করান। তবে এদিনের অনুষ্ঠানের কার্যত মধ্যমণি ছিলেন প্রাক্তন উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়।
advertisement
2/6
এদিন পদত্যাগের পর প্রথমবারের মতো জনসমক্ষে আসেন জগদীপ ধনখড়। শপথ অনুষ্ঠানে ভেঙ্কাইয়া নাইডু, হামিদ আনসারি, মহারাষ্ট্র ও মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী-সহ অনেক বিশিষ্ট ব্যক্তি উপস্থিত ছিলেন।
advertisement
3/6
তবে এদিন নবনির্বাচিত উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন বা প্রাক্তন উপরাষ্ট্রপতি ভেঙ্কাইয়া নাইডু, হামিদ আনসারিরা ধনখড়ের সঙ্গে কথা বললেও কোনও সৌজন্য আলাপচারিতা অবশ্য চোখে পড়েনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গে।
advertisement
4/6
বিরোধী দলের এক সাংসদ জানান, স্বাস্থ্যের জন্য প্রদত‍্যাগ করা ধনখড়কে এদিন অসুস্থর বদলে আগের থেকে অনেকটাই সুস্থ ও চনমনে দেখায়।
advertisement
5/6
উল্লেখ্য, শপথ গ্রহণ অনুষ্ঠানে এদিন রাজ্যসভার বিরোধী দলনেতা মল্লিকার্জুন খার্গেকে বসানো হয় শপথ গ্রহণ অনুষ্ঠানের দর্শক আসনের দ্বিতীয় সারিতে। তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার দলনেতা ডেরেক ও ব্রায়েন-সহ বাকি বিরোধী দলের নেতা বা সংসদদের বসানো হয় পঞ্চম সারিতে।
advertisement
6/6
তবে এদিন শপথগ্রহণ অনুষ্ঠানে যোগ দেননি বিরোধী দলনেতা রাহুল গান্ধি। উপস্থিত ছিলেন না তৃণমূলের লোকসভা দলনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। তৃণমূলের প্রতিনিধিত্ব করেছেন ডেরেক ও ব্রায়েন। শপথ গ্রহণ অনুষ্ঠানে অবশ‍্য যোগ দেয়নি ডিএমকে।