মাসে ১ কোটি টাকা আয় ছিল বিকাশ দুবের, কীভাবে অর্থ খরচ করত কানপুরের ডন?
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
Last Updated:
ইডি সূত্রের দাবি, বিপুল উপার্জন থাকলেও খুব একটা বিলাসবহুল জীবনযাপন করতেন না বিকাশ৷
advertisement
1/7

মাসে প্রায় এক কোটি টাকা উপার্জন করতেন কানপুরের ডন বলে পরিচিত বিকাশ দুবে৷ গত ১০ জুলাই পুলিশের সঙ্গে এনকাউন্টারে মৃত্যু হয় বিকাশের৷
advertisement
2/7
ইডি-র সূত্র উল্লেখ করে একটি হিন্দি দৈনিকে বিকাশ দুবের উপার্জন নিয়ে এমনই দাবি করা হয়েছে৷ কিন্তু কীভাবে বিকাশ এই বিপুল অর্থ খরচ করতেন, তার হদিশ পেতে বেশ সমস্যায় পড়েছেন তদন্তকারীরা৷
advertisement
3/7
কারণ ইডি সূত্রের দাবি, বিপুল উপার্জন থাকলেও খুব একটা বিলাসবহুল জীবনযাপন করতেন না বিকাশ৷ খুব একটা দামি পোশাক যেমন তিনি পরতেন না, সেরকম বিদেশেও খুব একটা যেতেন না৷ দামি জিনিসপত্র কেনারও শখ ছিল না বিকাশের৷
advertisement
4/7
ইডি-র কাছে থাকা তথ্য অনুযায়ী, বিকাশ দুবের মাসিক উপার্জন ছিল ৯০ লক্ষ থেকে ১ কোটি ২০ লক্ষের মধ্যে৷
advertisement
5/7
কিন্তু তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলিতেও খুব বেশি অর্থের থাকার প্রমাণ মেলেনি৷ বিকাশের টাকার সন্ধান পেতে তাঁর ঘনিষ্ঠ কয়েকজনের ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্যও খতিয়ে দেখছে পুলিশ৷ বিকাশের কয়েকটি আর্থিক লেনদেনও খতিয়ে দেখছে পুলিশ৷ Photo- News 18 creative
advertisement
6/7
তদন্তকারীদের ধারণা, বিকাশের হয়ে তাঁর টাকা তার ঘনিষ্ঠ কয়েকজন ব্যবসায়ী অন্য কোথাও খাটাতেন৷ সেরকম বেশ কয়েকজন ব্যবসায়ীর তালিকা তৈরি করছে ইডি৷
advertisement
7/7
জুলাই মাসের ৩ তারিখে অহপরণ এবং খুনের চেষ্টার অভিযোগে বিকাশকে গ্রেফতার করতে যায় পুলিশ৷ তখনই বিকাশের দলবল পুলিশের উপরে হামলা চালায়৷ সেই ঘটনায় আট পুলিশকর্মী নিহত হন৷ এর পর পুলিশি অভিযানে বিকাশের বেশ কয়েকজন ঘনিষ্ঠ পুলিশি অভিযানে মারা যায়৷ মধ্যপ্রদেশে ধরা পড়ার পর গত ১০ জুলাই কানপুর আনার পথে পুলিশের সঙ্গে এনকাউন্টারে বিকাশ দুবেরও মৃত্যু হয়৷