TRENDING:

Vande Bharat Express: মাত্র ৩৮০ টাকাতেই শখ পূরণ! বন্দে ভারত এক্সপ্রেসে ভ্রমণ! দেখুন ট্রেনের রুট, ভাড়া, সময়সূচি

Last Updated:
বিহারের রাজধানী পটনা এবং পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতার মধ্যেও যাত্রা শুরু করেছে দেশের এই মুহূর্তের সর্বাধিক জনপ্রিয় ট্রেন বন্দে ভারত এক্সপ্রেস। যাত্রার উদ্বোধন করেছেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই অত্যাধুনিক ট্রেনে ভ্রমণের জন্য এখনও পর্যন্ত সর্বনিম্ন ভাড়া রাখা হয়েছে ৩৮০ টাকা। ট্রেনের রুট, ভাড়া এবং সময় যাবতীয় জেনে নিন আজ এই প্রতিবেদনে।
advertisement
1/11
মাত্র ৩৮০ টাকাতেই শখ পূরণ! বন্দে ভারত এক্সপ্রেসে ভ্রমণ! দেখুন ট্রেনের রুট, ভাড়া
গত রবিবার অর্থাৎ ২৪ সেপ্টেম্বর একসঙ্গে দেশের ৯টি রুটে নতুন ৯টি বন্দে ভারত এক্সপ্রেসের সূচনা হয়েছে। এই নয়টি বন্দে ভারতের মধ্যে আবার দুটি বন্দে ভারত পেয়েছে বাংলা। যার মধ্যে একটি যাতায়াত করবে পটনা ও হাওড়ার মধ্যে এবং অন্য একটি যাতায়াত করবে রাঁচি ও হাওড়ার মধ্যে।
advertisement
2/11
হাওড়া পটনা বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনটিতে সম্পূর্ণ যাত্রার জন্য যাত্রীদের ভাড়া হিসাবে যে টাকা খরচ করতে হবে তা হল, পটনা থেকে হাওড়ার সিসি চেয়ার কারের জন্য খরচ পড়বে ১৫০৫ টাকা।
advertisement
3/11
পটনা থেকে হাওড়ার ইসি অর্থাৎ এক্সিকিউটিভ ক্লাসের জন্য ভাড়া পড়বে ২৭২৫ টাকা। আর পটনা থেকে দুর্গাপুরের সিসি চেয়ার কারের ভাড়া ১০১০ টাকা, এক্সিকিউটিভ ক্লাসের ক্ষেত্রে ভাড়া হবে ১৯১৫ টাকা।
advertisement
4/11
একইভাবে পটনা থেকে আসানসোলের সিসি চেয়ার কারের ভাড়া ৯৫৫ টাকা এবং এক্সিকিউটিভ চেয়ার কারের ভাড়া ১৭৯০ টাকা। পটনা থেকে জামতারার ভাড়া ক্লাস অনুযায়ী ৮৮০ টাকা এবং ১৬৫০ টাকা।
advertisement
5/11
পটনা থেকে জসিডির ভাড়া শ্রেণী অনুযায়ী যথাক্রমে ৭৬৫ টাকা এবং ১৪২০ টাকা। পটনা থেকে লাকসারাইয়ের ভাড়া ক্লাস অনুযায়ী যথাক্রমে ৫৯০ টাকা এবং ১ হাজার ৭০ টাকা। পটনা থেকে মোকামার ভাড়া ক্লাস অনুযায়ী যথাক্রমে ৫৫০ টাকা এবং ৯৮০ টাকা।
advertisement
6/11
পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা এবং বিহারের রাজধানী হাওড়াকে সংযুক্ত করতে বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন চালু হয়েছে ইতিমধ্যেই। যদিও এটি দেশের সবচেয়ে ব্যয়বহুল যাত্রীবাহী ট্রেন। কিন্তু আপনি চাইলে সেমি হাই স্পিড এই ট্রেনে মাত্র ৩৮০ টাকায় ভ্রমণ করতে পারবেন।
advertisement
7/11
জানিয়ে রাখি, আপনি যদি পটনা থেকে এই ট্রেনে কোথাও যেতে চান, তাহলে আপনি ৩৮০ টাকার টিকিট দিয়েই যেতে পারেন। আপনি ৩৮০ টাকার টিকিট কেটেই পটনা থেকে পাটনা সাহিব পর্যন্ত যেতে পারেন। তাও চেয়ার কারে।
advertisement
8/11
আর আপনি যদি পটনা থেকে পটনা সাহিব পর্যন্ত এক্সিকিউটিভ ক্লাসের টিকিট কেনেন, তাহলে আপনাকে এর জন্য ৭০৫ টাকা খরচ করতে হবে। এক হাজার টাকা খরচ করতে পারলে এক্সিকিউটিভ ক্লাসে পটনা থেকে মোকামা যেতে পারেন আপনি অনায়াসে। তবে চেয়ার কারে মোকামার জন্য আপনাকে মাত্র ৫৫০ টাকা দিতে হবে।
advertisement
9/11
অন্যদিকে হাওড়া স্টেশন থেকে এই ট্রেনে চড়লে আপনাকে ন্যূনতম ৬০০ টাকা ভাড়া দিতে হবে। মাত্র এইটুকু খরচ করেই আপনি চেয়ার কারে দুর্গাপুর যেতে পারবেন। আপনি যদি দুর্গাপুর এক্সিকিউটিভ ক্লাসে যান তবে এর জন্য আপনাকে ১১৪৫ টাকা খরচ করতে হবে।
advertisement
10/11
এই ট্রেনটি পটনা থেকে হাওড়া এবং হাওড়া থেকে পটনা প্রায় ছয় থেকে সাড়ে ছয় ঘণ্টার মধ্যে দূরত্ব অতিক্রম করবে। ২২৩৪৮ পটনা-হাওড়া বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন পটনা থেকে সকাল ৮ টায় ছাড়বে এবং হাওড়া পৌঁছবে দুপুর ২:৩৫ এ।
advertisement
11/11
অর্থাৎ পটনা থেকে হাওড়া যেতে ট্রেনটির সময় লাগবে ৬ ঘণ্টা ৩৫ মিনিট। একই সময়ে, হাওড়া থেকে ছেড়ে যাওয়া ট্রেনটি ৬ ঘণ্টা 50 মিনিটে পটনা পৌঁছবে।
বাংলা খবর/ছবি/দেশ/
Vande Bharat Express: মাত্র ৩৮০ টাকাতেই শখ পূরণ! বন্দে ভারত এক্সপ্রেসে ভ্রমণ! দেখুন ট্রেনের রুট, ভাড়া, সময়সূচি
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল