TRENDING:

Vande bharat: অপেক্ষার শেষ! বারাণসীকে বন্দে ভারত উপহার নরেন্দ্র মোদির, আরও ৩ রুটে উদ্বোধন পরিষেবার

Last Updated:
ফিরোজপুর-দিল্লি বন্দে ভারত ফিরোজপুর-দিল্লি বন্দে ভারত এই রুটের দ্রুততম ট্রেন হবে, মাত্র ছয় ঘন্টা ৪০ মিনিটে যাত্রা শেষ করবে। বিবৃতিতে বলা হয়েছে, এটি দেশের রাজধানী এবং পঞ্জাবের গুরুত্বপূর্ণ শহরগুলির মধ্যে সংযোগ জোরদার করবে।
advertisement
1/6
অপেক্ষার শেষ! বারাণসীকে বন্দে ভারত উপহার নরেন্দ্র মোদির, আরও ৩ রুটে উদ্বোধন পরিষেবার
বারাণসী: আজ, শনিবার নিজের সংসদীয় কেন্দ্র উত্তরপ্রদেশের বারাণসী থেকে ৪টি নতুন রুটে বন্দে ভারত এক্সপ্রেস পরিষেবার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ বারাণসী-খাজুরাহো, লখনউ-সাহারানপুর, ফিরোজপুর-দিল্লি এবং এর্নাকুলাম-বেঙ্গালুরু রুটে চালু হল নতুন বন্দে ভারত৷ এদিন অনুষ্ঠানে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী মোদি বলেন, বন্দে ভারত এক্সপ্রেস দেশের গুরুত্বপূর্ণ অংশের মধ্যে যোগাযোগ ব্যবস্থাকে আরও দ্রুত এবং আরও উন্নত করে৷ সাধারণ মানুষ অনেক বেশি আরামে তাঁদের যাত্রা সম্পূর্ণ করে৷
advertisement
2/6
বারাণসী-খাজুরাহো বন্দে ভারতপর্যটন কেন্দ্র হিসাবে এই দু’টি গুরুত্বপূর্ণ শহরকে যুক্ত করবে বারাণসী-বন্দে ভারত এক্সপ্রেস৷ অন্যান্য ট্রেনের তুলনায় ২ ঘণ্টা ৪০ মিনিট কম সময়ে সম্পূর্ণ করবে এই যাত্রাপথ৷ সরকারি বিবৃতিতে জানানো হয়েছে, এই ট্রেন, ‘‘ভারতের সবচেয়ে সম্মানিত ধর্মীয় ও সাংস্কৃতিক স্থানগুলির মধ্যে সংযোগ স্থাপন করবে, যার মধ্যে রয়েছে বারাণসী, প্রয়াগরাজ, চিত্রকূট এবং খাজুরাহো।’’
advertisement
3/6
বিবৃতি বলছে, ‘‘এই সংযোগ কেবল ধর্মীয় ও সাংস্কৃতিক পর্যটনকেই শক্তিশালী করবে না বরং তীর্থযাত্রী ও ভ্রমণকারীদের ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যবাহী স্থান খাজুরাহোতে দ্রুত, আধুনিক এবং আরামদায়ক ভ্রমণের সুযোগ করে দেবে৷"
advertisement
4/6
লখনউ-সাহারানপুর বন্দে ভারতকেন্দ্র জানিয়েছে, লখনউ-সাহারানপুর বন্দে ভারত ট্রেনটি প্রায় ৭ ঘন্টা ৪৫ মিনিটে যাত্রা সম্পন্ন করবে, যার ফলে ভ্রমণের সময় প্রায় এক ঘণ্টা সাশ্রয় হবে।
advertisement
5/6
ফিরোজপুর-দিল্লি বন্দে ভারতফিরোজপুর-দিল্লি বন্দে ভারত এই রুটের দ্রুততম ট্রেন হবে, মাত্র ছয় ঘন্টা ৪০ মিনিটে যাত্রা শেষ করবে। বিবৃতিতে বলা হয়েছে, এটি দেশের রাজধানী এবং পঞ্জাবের গুরুত্বপূর্ণ শহরগুলির মধ্যে সংযোগ জোরদার করবে।
advertisement
6/6
এর্নাকুলাম-বেঙ্গালুরু বন্দে ভারতএর্নাকুলাম-বেঙ্গালুরু বন্দে ভারত ট্রেনটি ভ্রমণের সময় দুই ঘণ্টারও বেশি কমিয়ে দেবে৷ যাত্রা শেষ করবে ৮ ঘণ্টা ৪০ মিনিটে। এটি প্রধান তথ্যপ্রযুক্তি এবং বাণিজ্যিক কেন্দ্রগুলিকে সংযুক্ত করবে, যা পেশাদার, শিক্ষার্থী এবং পর্যটকদের দ্রুত এবং আরও আরামদায়ক ভ্রমণের বিকল্প প্রদান করবে।
বাংলা খবর/ছবি/দেশ/
Vande bharat: অপেক্ষার শেষ! বারাণসীকে বন্দে ভারত উপহার নরেন্দ্র মোদির, আরও ৩ রুটে উদ্বোধন পরিষেবার
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল