Vande Bharat Express: সুখবর! হাওড়া থেকে ছুটবে আরও একটি বন্দে ভারত এক্সপ্রেস! যাবে কোথায়? রুট শুনলে চমকে যাবেন
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
- Written by:ABIR GHOSHAL
Last Updated:
Vande Bharat Express: বাংলায় আরও একটি বন্দে ভারত এক্সপ্রেস! গোটা দেশে আরও একগুচ্ছ! ছুটবে কোন কোন রুটে? জানুন বিস্তারিত
advertisement
1/9

বন্দে ভারত ট্রেন নিয়ে দারুন সুখবর। স্বাধীনতা দিবসের প্রাক্কালে দেশজুড়ে আরও একগুচ্ছ বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের অনুমোদন দিল ভারতীয় রেল মন্ত্রক।
advertisement
2/9
আগামী দিনে আরও ৭টি রুটে ছুটবে এই সেমি হাইস্পিড ট্রেন। এর মধ্যে রয়েছে, দিল্লি - বারাণসী, দিল্লি - আহমেদাবাদ, মুম্বই - নাগপুর, মুম্বই - হায়দ্রাবাদ, চেন্নাই - মহীশূর, দিল্লি - অমৃতসর এবং বারাণসী - হাওড়া। আজ লোকসভায় একটি প্রশ্নের লিখিত উত্তরে রেলমন্ত্রী শ্রী অশ্বিনী বৈষ্ণব এই তথ্য দিয়েছেন।
advertisement
3/9
ভারতীয় রেল নেটওয়ার্কে ইতিমধ্যেই মোট ৫০-টি বন্দে ভারত ট্রেন চালু হয়েছে। ৯৯১০ কিমি ট্র্যাক দৈর্ঘ্য ভিশন ২০২৪ এর অধীনে চালু করা হয়েছে এই দ্রুতগামী ট্রেনগুলি।
advertisement
4/9
এর মধ্যে রয়েছে, দিল্লি - বারাণসী, দিল্লি - আহমেদাবাদ, মুম্বই - নাগপুর, মুম্বই - হায়দ্রাবাদ, চেন্নাই - মহীশূর, দিল্লি - অমৃতসর এবং বারাণসী - হাওড়া। আজ লোকসভায় একটি প্রশ্নের লিখিত উত্তরে রেলমন্ত্রী শ্রী অশ্বিনী বৈষ্ণব এই তথ্য দিয়েছেন।
advertisement
5/9
ভিশন ২০২৪-এর অধীনে, পয়লা এপ্রিল ২০২৩ পর্যন্ত, মোট ২৫১টি রেল প্রকল্প সূচনা হয়েছে । যার মধ্যে মোট দৈর্ঘ্য ২৯,১৪৭ কিলোমিটার কভার করা হয়েছে, খরচ হয়েছে ৪.৯২ লক্ষ কোটি টাকা।
advertisement
6/9
উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ এবং মহারাষ্ট্রে বহু প্রকল্প পরিকল্পনা ও অনুমোদন বা নির্মাণের পর্যায়ে রয়েছে এই মুহূর্তে। যার মধ্যে ৯,৯১০ কিলোমিটার ট্র্যাক চালু করা হয়েছে এবং ২০২৩ সালের মার্চ মাস পর্যন্ত ২.৪৫ লক্ষ কোটি টাকা ব্যয় করা হয়েছে।
advertisement
7/9
ট্রেনের গতি বাড়িয়ে যাত্রীসাধারণকে গতিময় যাত্রা প্রদান করাই ভারতীয় রেলের লক্ষ্য। যাত্রীবাহী ট্রেনগুলিকে তাই এক্সপ্রেস পরিষেবা এবং এক্সপ্রেস পরিষেবাগুলিকে সুপারফাস্ট পরিষেবাতে রূপান্তর করে ট্রেন পরিষেবার গতি বাড়ানোর জন্য আইআইটি-বম্বে-এর সহায়তায় বৈজ্ঞানিক পদ্ধতিতে টাইম টেবিলের যৌক্তিকতাও গ্রহণ করেছে ভারতীয় রেল৷
advertisement
8/9
ট্রেন যাত্রা আরও গতিময় করে তুলতে বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন চালু করেছে রেল। ২১শে জুলাই, ২০২৩ পর্যন্ত, মোট ৫০টি বন্দে ভারত ট্রেন IR নেটওয়ার্কে চালু করা হয়েছে।
advertisement
9/9
বর্তমানে, জাপান সরকারের প্রযুক্তিগত সহযোগিতা এবং আর্থিক সহায়তায় মুম্বই - আহমেদাবাদ হাই স্পিড রেল (MAHSR) প্রকল্প নামে একটি হাই স্পিড রেল প্রকল্প হাতে নেওয়া হয়েছে।