এই 'রুটে' বিরাট সুখবর....! এবার ২০ কোচ নিয়ে ছুটবে 'বন্দে ভারত এক্সপ্রেস', টিকিট নিয়ে এল জরুরি 'আপডেট'
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
Last Updated:
Vande Bharat Express: গরমের ছুটির মধ্যেই বড় সুখবর রেলযাত্রীদের জন্য। পুরী-হাওড়া বন্দে ভারত এক্সপ্রেসে কোচের সংখ্যা ১৬ থেকে বাড়িয়ে ২০ করেছে কেন্দ্রীয় সরকার। এর ফলে বাংলা থেকে জগন্নাথ পুরীগামী যাত্রীরা সহজেই পাবেন টিকিট।
advertisement
1/5

গরমের ছুটির মধ্যেই বড় সুখবর রেলযাত্রীদের জন্য। পুরী-হাওড়া বন্দে ভারত এক্সপ্রেসে কোচের সংখ্যা ১৬ থেকে বাড়িয়ে ২০ করেছে কেন্দ্রীয় সরকার। এর ফলে বাংলা থেকে জগন্নাথ পুরীগামী যাত্রীরা সহজেই পাবেন টিকিট। Representative Image
advertisement
2/5
পুরী-হাওড়া বন্দে ভারত এক্সপ্রেসে কোচ সংখ্যা বৃদ্ধির সিদ্ধান্তে, কেন্দ্রীয় উত্তর-পূর্ব অঞ্চলের শিক্ষা ও উন্নয়ন প্রতিমন্ত্রী তথা বাংলায় বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার রেলের এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন এবং রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবকে ধন্যবাদ জানিয়েছেন। Representative Image
advertisement
3/5
তিনি সোশ্যাল মিডিয়া পোস্টে আরও লিখেছেন, "হাওড়া-পুরী বন্দে ভারত এক্সপ্রেসে কোচের ২৫ শতাংশ বৃদ্ধির ঘোষণা করা হয়েছে, এটি দ্রুত এবং আরও আরামদায়ক ভ্রমণের দিকে একটি বড় পদক্ষেপ।"
advertisement
4/5
যাঁদের ওয়েটিং টিকিট আছে এখনও তাঁদের জন্য বড় স্বস্তি:হাওড়া-পুরী রুটে বন্দে ভারত এক্সপ্রেসে ৪টি নতুন এসি চেয়ার কার কোচ যুক্ত করা হয়েছে। এটি সপ্তাহান্তে, ছুটির দিন এবং উৎসবগুলিতে ভিড় এবং দীর্ঘ অপেক্ষা তালিকা কমাতে সাহায্য করবে।
advertisement
5/5
পুরী-হাওড়া বন্দে ভারত এক্সপ্রেসের যাত্রী সংখ্যা ১১০ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পেয়েছেপ্রতিবেদন অনুসারে, পুরী-হাওড়া বন্দে ভারত এক্সপ্রেস চালু হওয়ার পর থেকেই অত্যন্ত সফল একটি ট্রেন পরিষেবার দৃষ্টান্ত হয়ে উঠেছে। বিপুল সংখ্যক যাত্রী জগন্নাথ ধাম পুরীতে ভ্রমণের জন্য এই ট্রেনটি বেছে নেন, যার ফলে ট্রেনের যাত্রী সংখ্যার হার বাড়তে বাড়তে ১১০ শতাংশে পৌঁছেছে।