Uttarkashi Tunnel Rescue Update: 'ইঁদুরের গর্ত' খোঁড়া চালু...! উত্তরকাশীর সুড়ঙ্গে ঠিক কী চলছে এই মুহূর্তে? জানুন আপডেট
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
Last Updated:
Uttarkashi Tunnel Rescue Update: উত্তরকাশীতে সুড়ঙ্গ থেকে আটকে পড়া ৪১ জন শ্রমিকের উদ্ধারের কাজ এগোচ্ছে দ্রুত। এই মুহূর্তে উদ্ধার করতে নতুন কৌশল অবলম্বন করা হচ্ছে। এই ‘ইঁদুরের গর্ত খনন’ পদ্ধতিতে বাকি ১০-১২ মিটার সহজে খুঁড়ে ফেলা যাবে বলে দাবি করছেন এই পদ্ধতির বিশেষজ্ঞ উদ্ধারকারীরা।
advertisement
1/6

কবে দেখা পাবেন আলোর? উত্তরকাশীতে সুড়ঙ্গ থেকে আটকে পড়া ৪১ জন শ্রমিকের উদ্ধারের কাজ এগোচ্ছে দ্রুত। এই মুহূর্তে উদ্ধার করতে নতুন কৌশল অবলম্বন করা হচ্ছে। এই ‘ইঁদুরের গর্ত খনন’ পদ্ধতিতে বাকি ১০-১২ মিটার সহজে খুঁড়ে ফেলা যাবে বলে দাবি করছেন এই পদ্ধতির বিশেষজ্ঞ উদ্ধারকারীরা।
advertisement
2/6
জানা যাচ্ছে, সিলকিয়ারা সুড়ঙ্গে শুরু হয়েছে ম্যানুয়াল ড্রিলিং। এখনও পর্যন্ত দু মিটার খনন হয়েছে। দফায় দফায় কাজ করবেন বেসরকারি কোম্পানির মোট ১২ জন র্যাট -মাইনিং এক্সপার্ট।
advertisement
3/6
খননযন্ত্র খারাপ হয়ে যাওয়ার কারণে সেখানে নতুন পদ্ধতি অবলম্বন করে এগোতে হচ্ছে উদ্ধারকারীদের। সেই জন্যই বিশেষজ্ঞ খনিশ্রমিকদের ডাকা হয়েছে উত্তরকাশীতে। তাঁরা ‘ইঁদুরের গর্তের’ মতো খুঁড়ে খুঁড়ে শ্রমিকদের সঙ্গে ব্যবধান কমানোর চেষ্টা করছেন।
advertisement
4/6
ওগার মেশিনের আটকে থাকা অংশ বের করে আনতে গিয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে দেড় মিটার রেসকিউ পাইপ। সেই পাইপ ঝালাইয়ের কাজ শেষ হয়েছে।
advertisement
5/6
পাশাপাশি ভার্টিক্যাল ড্রিলিংও চলছে। সুরঙ্গের মাথা থেকে এখনও পর্যন্ত ৩৬ মিটার ড্রিলিং হয়েছে।
advertisement
6/6
এদিকে উদ্ধারকারীদের ভাবাচ্ছে বৃষ্টির পূর্বাভাস। এক ধাক্কায় উত্তরকাশীতে অনেকটাই বেড়েছে শীতের কামড়।