Rath Yatra 2022 : আজ ফের টান রশিতে, উল্টোরথ উপলক্ষে পুরীতে অগণিত ভক্ত সমাগম, দেখুন ছবি
- Published by:Arpita Roy Chowdhury
- news18 bangla
Last Updated:
Rath Yatra 2022 : পুরীতে রথযাত্রাকে সুষ্ঠু ও স্বাভাবিক রাখতে তৎপর পুলিশ প্রশাসন ও রাজ্য সরকার
advertisement
1/10

আজ উল্টোরথ। সোজা রথ থেকে নয় দিনের মাথায় আয়োজন করা হয় উল্টো রথের। উল্টোরথ উপলক্ষে শ্রীক্ষেত্র পুরীতে প্রায় ২০ লক্ষ ভক্ত সমাগম হয়েছে। একবার প্রভুকে দর্শন করে রথের দড়ি স্পর্শ করতে হাজির হয়েছেন। পুরীতে রথযাত্রাকে সুষ্ঠু ও স্বাভাবিক রাখতে তৎপর পুলিশ প্রশাসন ও রাজ্য সরকার ।
advertisement
2/10
উল্টো রথের আগে শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে জোর কদমে । গুন্ডিচা মন্দিরের বাইরে রথের পাশে ঘোরা থেকে আরম্ভ করে বিভিন্ন দেব দেবীর মূর্তি নতুন করে সাজানোর কাজ চলছে।
advertisement
3/10
কোভিড মহামারি পরিস্থিতির পর দীর্ঘ দুই বছর পরে এবছর রথযাত্রা উৎসব আয়োজিত হচ্ছে । রথযাত্রা উৎসব উপলক্ষে ছোট ছোট ব্যাবসায়ীরাও আশার আলো দেখছেন।
advertisement
4/10
জানা গিয়েছে, ভক্তদের জন্য প্রভু জগন্নাথ দেব গুন্ডিচা মন্দির থেকে দুপুরে আগে বের হবেন। রথে চাপবেন। তারপরে ধীরে ধীরে মূল মন্দিরের উদ্দেশে রওনা দেবেন বলভদ্র ও সুভদ্রাকে নিয়ে।
advertisement
5/10
উল্টো রথ পুরীতে পরিচিত বহুড়া যাত্রা বা জগন্নাথদেবের রথের প্রত্যাবর্তন যাত্রা হিসেবে। এটি জগন্নাথ রথযাত্রার সমাপ্তি চিহ্নিত করে।
advertisement
6/10
সুভদ্রার দর্পদলন রথটি মাঝখানে থাকে ৷ তার পর পশ্চিমে বলভদ্রের তালধ্বজ রথ এবং পূর্বে জগন্নাথের নন্দীঘোষ রথ। রথভোগ হল একটি বিশেষ শুকনো খাবার যা অনুষ্ঠানের সমাপ্তিতে পরিবেশন করা হয়।
advertisement
7/10
উল্টো রথযাত্রার সময় ভগবান জগন্নাথ, বলভদ্র এবং সুভদ্রার রথ মৌসিমা মন্দিরে থামে । রথযাত্রা পতিতপাবনযাত্রা, নবযাত্রা, গুন্ডিচাযাত্রা নামেও পরিচিত।
advertisement
8/10
ভগবান জগন্নাথের মাসিকে উৎসর্গ করা মৌসিমা মন্দিরে তিন দেবতাকে ‘পোড়া পিঠা’ পরিবেশন করা হয়, যা ভাত, নারকেল, মসুর এবং গুড় সমন্বিত একটি অনন্য সুস্বাদু খাবার । এর পরে, জগন্নাথের রথ গজপতির প্রাসাদের সামনে লক্ষীনারায়ণ ভেতা বা লক্ষ্মীর সমাবেশের জন্য থামে ।
advertisement
9/10
তার পর রথের রশিতে ফের টান পড়ে এবং গন্তব্যে চূড়ান্ত গন্তব্যে পৌঁছায়। ফাসি, ভাউনরা, আসানা মূলত এই তিন ধরনে কাঠের প্রয়োজন হয় রথ নির্মাণে। যা ১২ ধরনের কাঠ থেকে আসে এবং সেখান থেকেই ৮ ফুটের বিশেষ ৮৬৫ টি গুঁড়ি বেছে নেওয়া হয়।
advertisement
10/10
প্রচলিত বিশ্বাস, পুরীর রথে জগন্নাথ মহাপ্রভুর দর্শন হওয়া অত্যন্ত শুভ । রথ দেখার জন্য ফি বছর সমবেত হন লক্ষ লক্ষ ভক্ত ও দর্শনার্থী।