Indian Railway: ট্রেনের প্রতিবন্ধী কোচে উঠলেন দুই মহিলা, শালে ঢাকা মুখ! সঙ্গে থাকা বস্তা খুলতেই চোখ ছানাবড়া পুলিশের...কোটি কোটি টাকার কী রাখা?
- Published by:Ankita Tripathi
- news18 bangla
Last Updated:
Indian Railway: ট্রেনের প্রতিবন্ধী কোচে ওঠেন দুই মাঝবয়সী মহিলা। শীতকাল। শালে দিয়ে ঢাকা মাথা, মুখ। সঙ্গে বোঝাই বস্তা। আরপিএফ (রেলওয়ে পুলিশ ফোর্স)-এর একটি দলও ট্রেনে ওঠে। দুই মহিলার আচরণ দেখে সন্দেহ হয়। ব্যাগ খুলতেই চক্ষু চড়কগাছ পুলিশের।
advertisement
1/11

ট্রেনের প্রতিবন্ধী কোচে ওঠেন দুই মাঝবয়সী মহিলা। শীতকাল। শালে দিয়ে ঢাকা মাথা, মুখ। সঙ্গে বোঝাই বস্তা। আরপিএফ (রেলওয়ে পুলিশ ফোর্স)-এর একটি দলও ট্রেনে ওঠে। দুই মহিলার আচরণ দেখে সন্দেহ হয়। ব‍্যাগ খুলতেই চক্ষু চড়কগাছ পুলিশের।
advertisement
2/11
উত্তরপ্রদেশের গোমতীনগর রেলস্টেশনের ঘটনায় চাঞ্চল‍্য দেশজুড়ে। ট্রেনে সারক্ষণ শালে মুখ ঢেকে বসেছিলেন দুই নারী। সঙ্গে অনেকগুলি ব‍্যাগ। নিজেদের কাছেই ব‍্যাগগুলি রেখেছিলেন তারা।
advertisement
3/11
এরপরেই দুই মহিলার আচরণে সন্দেহ হয় আরপিএফের। চেকিংয়ের জন্য ব্যাগটি খোলা হলে দলটি হতবাক হয়ে যায়। দুই মহিলার কাছ উদ্ধার হয়েছে কোটি কোটি টাকার নিষিদ্ধ দ্রব‍্য।
advertisement
4/11
এরপরেই দুই মহিলার আচরণে সন্দেহ হয় আরপিএফের। চেকিংয়ের জন্য ব্যাগটি খোলা হলে দলটি হতবাক হয়ে যায়। দুই মহিলার কাছ উদ্ধার হয়েছে কোটি কোটি টাকার নিষিদ্ধ দ্রব‍্য।
advertisement
5/11
শুধু দু-একটি নয়, ব‍্যাগে ২২ প্যাকেট নিষিদ্ধ মাদক দ্রব‍্য (হাশিশ) রাখা হয়েছিল। বাজারে যার দাম সাড়ে ৫ কোটি টাকা। দুই মহিলাকে ইতিমধ‍্যেই আটক করা হয়েছে।
advertisement
6/11
নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি) এবং রেলওয়ে পুলিশ ফোর্স (আরপিএফ) লখনউয়ের গোমতীনগর রেলওয়ে স্টেশনে ১১ কেজি হাসিস উদ্ধার করেছে। এই চরসের দাম প্রায় সাড়ে পাঁচ কোটি টাকা বলে জানা গেছে। কিন্তু কীভাবে পুলিশ পাকড়াও করল দুই মহিলাকে?
advertisement
7/11
সূত্রের খবর, গোয়েন্দাদের তথ্যের ভিত্তিতে, এনসিবি (নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরো) এবং আরপিএফ ক্রাইম ব্রাঞ্চের দল অবধ এক্সপ্রেসে তল্লাশি চালায়।
advertisement
8/11
এনসিবি দলের কাছে খবর ছিল, যে ট্রেন নম্বর ১৯০৩৮ অবধ এক্সপ্রেসে রয়েছে মহিলা পাচারকারী। এরপর সন্দেহভাজন নারীদের খোঁজে তল্লাশি শুরু করে দলটি। রাত ১১টা ১০ মিনিটে ট্রেন বুড়ওয়াল স্টেশনে পৌঁছায়।
advertisement
9/11
এখানে প্রতিবন্ধী কোচের কাছে লেডিস কোচে তল্লাশি চালানো হয়। এনসিবি দল বৃহস্পতিবার-শুক্রবার মধ্য রাতে ১২:৩৮ নাগাদ লখনউয়ের গোমতী নগর স্টেশনে ব্যবস্থা নেয়। ধৃত দুই মহিলাই বিহারের পশ্চিম চম্পারন জেলার মাঝৌলিয়া থানা এলাকার বাসিন্দা।
advertisement
10/11
এরপরেই RPF এবং NCB-এর একটি যৌথ দল গোমতীনগর রেলওয়ে স্টেশনে একটি ট্রেন থেকে ওই দুই মহিলাকে পাকড়াও করে, যারা ২২ প‍্যাকেট হাশিশ নিয়ে যাচ্ছিল।
advertisement
11/11
এনসিবি দল দুই মহিলাকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে মহিলারা জানিয়েছেন যে তারা এই চালানটি কোটায় পৌঁছে দিতে যাচ্ছিলেন। তার কাছে অন্য একজন চোরাকারবারীর নম্বর আছে, যার কাছে সে অবৈধ মাদক হস্তান্তর করবে এবং টাকা নিয়ে ফিরে আসবে। তদন্ত চালাচ্ছে পুলিশ।