TRENDING:

গুজরাতে একসঙ্গে যোগব্যায়াম প্রদর্শন করলেন ২,০০০ গর্ভবতী মহিলা, দেখুন ছবি

Last Updated:
মঙ্গলবার গুজরাতের ৪০ হাজার জায়গায় পালন করা হয়েছে আন্তর্জাতিক যোগা দিবস ৷ গুজরাতে আন্তর্জাতিক যোগা দিবসের অনুষ্ঠানে সামিল হয়ে রেকর্ড করলেন প্রায় দু’হাজার গর্ভবতী মহিলা ৷
advertisement
1/8
গুজরাতে একসঙ্গে যোগব্যায়াম প্রদর্শন করলেন ২,০০০ গর্ভবতী মহিলা, দেখুন ছবি
মঙ্গলবার গুজরাতের ৪০ হাজার জায়গায় পালন করা হয়েছে আন্তর্জাতিক যোগা দিবস ৷ গুজরাতে আন্তর্জাতিক যোগা দিবসের অনুষ্ঠানে সামিল হয়ে রেকর্ড করলেন প্রায় দু’হাজার গর্ভবতী মহিলা ৷
advertisement
2/8
এদিন GMDC ময়দানে আয়োজিত যোগা দিবসের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী আনন্দীবেন পটেল, রাজ্যপাল ও পি কোহলি ও আরও বিশিষ্ট ধর্মীয় ও আধ্যাত্মিক নেতারা ৷
advertisement
3/8
‘এদিন আন্তর্জাতিক যোগা দিবসে প্রায় ১.২৩ কোটি মানুষ অংশগ্রহণ করেছেন ৷ রাজকোটে প্রায় ২০০০ গর্ভবতী মহিলা একসঙ্গে যোগব্যায়াম প্রদর্শন করে নতুন রেকর্ড গড়লেন ৷ অন্যদিকে ওই একই জায়গায় ৮ হাজার বাচ্চারা মানব বন্ধন তৈরি করেও রেকর্ড করেছে ’, অনুষ্ঠানের পর সংবাদমাধ্যমকে জানালেন আনন্দীবেন পটেল ৷
advertisement
4/8
অনুষ্ঠানে অংশগ্রহণ করার আগে গর্ভবতী মহিলাদের বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়েছে ৷
advertisement
5/8
এদিন তিরিশ হাজার মানুষের সঙ্গে প্রায় ৪০ মিনিট যোগাসন করেন মুখ্যমন্ত্রী আনন্দীবেন পটেল ৷ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকরা, বিধায়ক, বিজেপি নেতা নেত্রী ও বিশিষ্ট ব্যক্তিত্বরা ৷
advertisement
6/8
এই সময় কোনওরকম অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে উপস্থিত ছিলেন চিকিৎসকেরা ৷ পাশাপাশি ১০৮ টি অ্যাম্বুলেন্সেরও ব্যবস্থাও রাখা হয়েছিল ৷
advertisement
7/8
গুজরাত হাই কোর্টের প্রধান বিচারপতি আর সুভাষ রেড্ডি ও বিচারপতি কেএস জাভেরি অন্য অতিথিদের সঙ্গে যোগব্যায়াম করেন ৷ মন্ত্রী ও বিধায়করা নিজেদের কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে যোগ দেন ৷ কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রী জে পি নাড্ডা নিকোল এলাকায় যোগা দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ৷
advertisement
8/8
এর আগে আন্তর্জাতিক যোগ দিবসের দ্বিতীয় বছর পূর্তির অনুষ্ঠান মঞ্চ থেকে দেশবাসীকে বার্তা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। যোগ কোনও ধর্মীয় কর্মকাণ্ড নয়। যোগকে জীবনের অংশ হিসেবে গ্রহণ করুন। আন্তর্জাতিক যোগ দিবসের দ্বিতীয় বছর পূর্তির অনুষ্ঠান মঞ্চ থেকে দেশবাসীকে বার্তা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। যোগ নিয়ে ভালো কাজ করার জন্য পরের বছর থেকে জোড়া পুরস্কারের ঘোষণা করেন প্রধানমন্ত্রী। এদিন রাষ্ট্রপতি ভবনে ড্রাম বাজিয়ে যোগ দিবস অনুষ্ঠানের সূচনা করেন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়।
বাংলা খবর/ছবি/দেশ/
গুজরাতে একসঙ্গে যোগব্যায়াম প্রদর্শন করলেন ২,০০০ গর্ভবতী মহিলা, দেখুন ছবি
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল