Train derailed news: ফের ট্রেন দুর্ঘটনা! লাইনচ্যুত যাত্রীবাহী ট্রেনের দুটি কামরা, ব্যস্ত সময়ে যাত্রীদের ভোগান্তি
- Published by:Ratnadeep Ray
- news18 bangla
Last Updated:
Train accident: ফের ট্রেন দুর্ঘটনা! ফের বেলাইন হল যাত্রীবাহী ট্রেন। এবার ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের মা বেলহা দেবী ধাম স্টেশনের কাছে। প্রতীকী ছবি।
advertisement
1/5

ফের ট্রেন দুর্ঘটনা! ফের বেলাইন হল যাত্রীবাহী ট্রেন। এবার ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের মা বেলহা দেবী ধাম স্টেশনের কাছে। প্রতীকী ছবি।
advertisement
2/5
জানা গিয়েছে শান্টিং অপারেশনের সময়ে লাইনচ্যুত হয়ে যায় ট্রেনটি। ১২ কোচের এই ট্রেনটির মধ্যে ২টো কোচ দুর্ঘটনার কবলে পড়ে। প্রতীকী ছবি।
advertisement
3/5
মঙ্গলবার দুর্ঘটনাটি ঘটেছে ভোর সাড়ে ৫টা নাগাদ। এর জেরে দীর্ঘ ৬ ঘণ্টার জন্য রেল পরিষেবায় সমস্যা তৈরি হয়। রেলগেট বন্ধ থাকে প্রায় ৬ ঘণ্টা ধরে। প্রতীকী ছবি।
advertisement
4/5
যদিও দুর্ঘটনার সময়ে ট্রেনটিতে কোনও যাত্রী না থাকায় বড় ক্ষয়ক্ষতি এড়ানো গিয়েছে বলে মত বিশেষজ্ঞদের। প্রতীকী ছবি।
advertisement
5/5
দুর্ঘটনা প্রসঙ্গে স্টেশন সুপারিনটেনডেন্ট শামিম আহমেদ বলেন, “বিকল্প লাইন ধরে ট্রেন চলছিল, তবে ক্রসিং প্রায় ৬ ঘণ্টা বন্ধ ছিল”। রেলকর্মীদের প্রচেষ্টায় ১১টা ১৫ নাগাদ বেলাইন কামরা দুটিকে লাইনে স্থানান্তরিত করে ট্রেন পরিষেবা স্বাভাবিক করা হয়”। প্রতীকী ছবি।