Train Cancellation: জন শতাব্দী-সহ ১১ ট্রেন বাতিল, বদলাচ্ছে একাধিক ট্রেনের যাত্রাপথ, রইল সম্পূর্ণ তালিকা
- Published by:Shubhagata Dey
- Reported by:ABIR GHOSHAL
Last Updated:
Train Cancellation: একাধিক ট্রেন বাতিল করা হয়েছে। কিছু ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে। বাতিল হয়েছে খড়গপুর-টাটানগর প্যাসেঞ্জার, টাটানগর-খড়গপুর প্যাসেঞ্জার, ঝাড়গ্রাম-পুরুলিয়া-ঝাড়গ্রাম মেমু, খড়গপুর-টাটানগর-খড়গপুর মেমু, খড়গপুর-টাটানগর মেমু, টাটানগর-খড়গপুর মেমু।
advertisement
1/6

*শুধু দেরিতে চলাচল নয়, পরিস্থিতি এমন পর্যায়ে গিয়ে পৌঁছয় যে অসুস্থ যাত্রীরা যথা সময়ে হাসপাতালে চিকিৎসকের কাছে যেতে পারেননি। আবার দক্ষিণ ভারতে যাবেন কাজের জন্য এমন ব্যক্তিদের অসুবিধা এতটাই হয় যে তাদের কর্মস্থলে অসুবিধার মধ্যে পড়তে হয়। এই অবস্থার রেশ কাটতে না কাটতেই, ফের দক্ষিণ পূর্ব রেলে সংষ্কারের কাজ শুরু হচ্ছে। ফাইল ছবি।
advertisement
2/6
*এবার আদ্রা ডিভিশনে কাজের জন্য একাধিক ট্রেন বাতিল করা হয়েছে। কিছু ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে। বাতিল হয়েছে খড়গপুর-টাটানগর প্যাসেঞ্জার (১৯ জুন-২৩ জুন) টাটানগর-খড়গপুর প্যাসেঞ্জার, (২০ জুন-২৪ জুন) ঝাড়গ্রাম-পুরুলিয়া-ঝাড়গ্রাম মেমু (১৬ জুন-২৪ জুন)। খড়গপুর-টাটানগর-খড়গপুর মেমু (২০ জুন-২৪ জুন)। খড়গপুর-টাটানগর মেমু (১৬ জুন-২৪ জুন), টাটানগর-খড়গপুর মেমু (১৬ জুন-২৪ জুন)। ফাইল ছবি।
advertisement
3/6
*হাওড়া-বারবিল-হাওড়া জনশতাব্দী এক্সপ্রেস (২০, ২১,২৩,২৪ জুন)। ঝাড়গ্রাম-ধানবাদ-ঝাড়গ্রাম এক্সপ্রেস (২২ জুন, ২৪ জুন)। ফাইল ছবি।
advertisement
4/6
*ঘুরিয়ে দেওয়া হবে সিলঘাট টাউন-তামবরম এক্সপ্রেস, জয়চণ্ডী পাহাড়-আদ্রা-মেদিনীপুর-হিজলি দিয়ে (২০ জুন), আহমেদাবাদ-হাওড়া এক্সপ্রেস যাবে সিনি-কেন্দ্রা-আদ্রা-মেদিনীপুর-খড়গপুর হয়ে (২০ ও ২৩ জুন)। রাঁচি-হাওড়া ইন্টারসিটি এক্সপ্রেস যাবে কোটশিলা-রাজাবেরা-জামুনিাতন্ড-আদ্রা-মেদিনীপুর-খড়গপুর হয়ে (২১ জুন)। ফাইল ছবি।
advertisement
5/6
*নিউ তিনসুকিয়া-তামবরম এক্সপ্রেস যাবে জয়চণ্ডী পাহাড়-আদ্রা-মেদিনীপুর-হিজলি হয়ে (২৩ জুন) দক্ষিণ-পূর্ব রেলের বেশ কয়েকটি ট্রেন বাতিল ও ঘুরিয়ে দেওয়ার জন্য সমস্যার পড়তে চলেছেন যাত্রীরা। চক্রধরপুর ডিভিশনে লাইনের সংস্কারের কাজের জন্য একগুচ্ছ ট্রেন বাতিল করা হয়েছে। ফাইল ছবি।
advertisement
6/6
*আগামী ১৯ জুন থেকে ট্রেন বাতিল শুরু হবে। কোনও ট্রেন বাতিল করা হয়েছে ১৬ জুন। ঘুরিয়ে দেওয়া হয়েছে বেশ কয়েকটি ট্রেনের যাত্রাপথ। দক্ষিণ-পূর্ব রেলের তরফে এক বিজ্ঞপ্তিতে ওই কথা জানানো হয়েছে। যাত্রীদের অভিযোগ তাদের ফের হয়রানির শিকার হতে হবে। ফাইল ছবি।