Snowfall in Sikkim: পশ্চিমবঙ্গের পাশের রাজ্যে শুরু তুষারপাত! গরম থেকে রেহাই পেতে ঘুরে আসুন এই জায়গায়
- Reported by:SUROJIT DEY
- local18
- Published by:Ratnadeep Ray
Last Updated:
Snowfall in Sikkim: এই সময়টায় সিকিমে ছুটি কাটাতে গিয়ে তুষারপাত যেন বাড়তি পাওনা হয়ে উঠেছে ভ্রমণপিপাসুদের জন্য। অন্যদিকে, যখন কলকাতা, উত্তরবঙ্গ সহ সমতলের বহু জায়গায় তাপমাত্রা চড়চড়ে, তখন সিকিমের ঠান্ডা আর বরফ পর্যটকদের কাছে স্বস্তির অনুভূতি এনে দিয়েছে।
advertisement
1/5

নববর্ষের দিন বিশেষ চমক নিয়ে হাজির সিকিম। বছরের প্রথম দিনেই উত্তর সিকিমের বিভিন্ন অংশে হঠাৎ করে শুরু হয় তুষারপাত। বিশেষ করে ছাঙ্গু লেকের আশপাশে বরফে মোড়া প্রাকৃতিক দৃশ্য মুগ্ধ করেছে পর্যটকদের। অনেকেই এই দৃশ্যের ছবি ও ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে তা ভাইরাল করে দিয়েছেন।
advertisement
2/5
এই সময়টায় সিকিমে ছুটি কাটাতে গিয়ে তুষারপাত যেন বাড়তি পাওনা হয়ে উঠেছে ভ্রমণপিপাসুদের। যখন কলকাতা, উত্তরবঙ্গ-সহ সমতলের বহু জায়গার তাপমাত্রা বাড়ছে, তখন সিকিমের ঠান্ডা আর বরফ পর্যটকদের কাছে স্বস্তির অনুভূতি এনে দিয়েছে।
advertisement
3/5
তবে হঠাৎ এই আবহাওয়া পরিবর্তনের প্রভাব পড়েছে ছাঙ্গু লেকের রাস্তায়। পর্যটক বোঝাই গাড়ির লম্বা লাইন দেখা গেছে সেখানে।
advertisement
4/5
ডুয়ার্স অঞ্চলেও বিকেলের দিকে আকাশ মুখ ভার করে আছে, মেঘ গুড়গুড় করে উঠেছে বিভিন্ন জায়গায়। এর মধ্যেই সিকিমে তুষারপাত নতুন বছরের শুরুতে এক দারুণ অভিজ্ঞতা এনে দিয়েছে পর্যটকদের জন্য।
advertisement
5/5
তীব্র গরমে ক্লান্ত যারা, তারা এই নতুন বছরে সিকিম ঘুরে আসতে পারেন এক টুকরো শান্তির খোঁজে। বরফে মোড়া প্রকৃতির মাঝে কিছু মুহূর্ত কাটিয়ে মনের ক্লান্তি কাটানো যায় সহজেই।