COVID19| বিপজ্জনক! এই রাজ্যে সাড়ে ৪০০-র বেশি পুলিশের শরীরে করোনা পজিটিভ
- Published by:Arindam Gupta
- news18 bangla
Last Updated:
সম্প্রতি দক্ষিণ মুম্বইয়ের জেজে পুলিশ স্টেশনে ১২ জন পুলিশকর্মীর দেহে করোনা পজিটিভ পাওয়া যায়৷ এর মধ্যে ৬ জন অফিসার ও ৬ জন কনস্টেবল৷ তার আগে ধারাভি ও শাহুনগরে দুটি থানায় একাধিক পুলিশকর্মীর শরীরে করোনা পজিটিভ পাওয়া গিয়েছে৷
advertisement
1/4

করোনা আক্রান্ত রোগী ও মৃত্যুতে দেশের মধ্যে প্রথম স্থানেই মহারাষ্ট্র৷ লকডাউন কার্যকর করতে ও রাজ্যের আইনশৃঙ্খলা বজায় রাখতে পুলিশের উপরেই নির্ভরশীল গোটা রাজ্য৷ পুলিশরাও করোনা-যোদ্ধা৷ মহারাষ্ট্রে সেই পুলিশ কর্মীদের শরীরেই এ বার মিলছে করোনা ভাইরাস৷ একের পর এক৷
advertisement
2/4
আরও আতঙ্কের বিষয় হল. মুম্বই শহরে একজন আইপিএস অফিসারেরও করোনা পজিটিভ৷ কিন্তু ওই অফিসার অ্যাসিম্পটোম্যাটিক৷ শুধু মুম্বইয়েই ১০০ পুলিশকর্মীর শরীরে করোনা মিলেছে৷ আরও আইপিএস ও পুলিশকর্মীর নমুনা পরীক্ষা চলছে৷
advertisement
3/4
সম্প্রতি দক্ষিণ মুম্বইয়ের জেজে পুলিশ স্টেশনে ১২ জন পুলিশকর্মীর দেহে করোনা পজিটিভ পাওয়া যায়৷ এর মধ্যে ৬ জন অফিসার ও ৬ জন কনস্টেবল৷ তার আগে ধারাভি ও শাহুনগরে দুটি থানায় একাধিক পুলিশকর্মীর শরীরে করোনা পজিটিভ পাওয়া গিয়েছে৷
advertisement
4/4
মহারাষ্ট্রে করোনা আক্রান্ত হয়ে ৪ পুলিশকর্মীর এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে৷ তিন জন মুম্বইয়ের ও একজন পুনের৷