Tomato Price: সরকারি হস্তক্ষেপে কিছুটা স্বস্তি, দেশের কোথায় কোথায় কমল টমেটোর দাম?
- Published by:Ankita Tripathi
- news18 bangla
Last Updated:
কেন্দ্র সরকরের হস্তক্ষেপে খানিকটা কমল টমোটোর দাম৷ ১৫০-২০০ থেকে কমিয়ে প্রতি কিলেগ্রাম ৯০ থেকে ৮০ টাকায় বিক্রি করা হবে টমোটো৷
advertisement
1/5

কোথাও ১৫০ তো কোথাও ২০০, এমনকী কোথাও ২৫০৷ গোটা দেশ জুড়ে আকাশছোঁয়া দামে বিক্রি হয়েছে টমোটো৷ মধ্যবিত্তের সাধ্যের বাইরে চলে গিয়েছিল রান্নাঘরের অতি প্রয়োজনীয় এই সবজি৷ তবে এবার স্বস্তি মিলবে৷ কারণ সরকারি হস্তক্ষেপে কিছুটা কমল টমেটোর দাম৷ দিল্লি এনসিআর, পটনা-সহ বেশ কিছু শহরে কেন্দ্র সরকরের হস্তক্ষেপে খানিকটা কমল টমোটোর দাম৷ ১৫০-২০০ থেকে কমিয়ে প্রতি কিলেগ্রাম ৯০ থেকে ৮০ টাকায় বিক্রি করা হবে টমোটো৷
advertisement
2/5
উপভোক্তা বিষয়ক সচিব রোহিত কুমার সিং রবিবার টমোটোর দাম কমানোর বিষয়ে বলেন৷ মাত্রাছাড়া টমেটোর দামে লাগাম টানতে কেন্দ্রীয় সরকার শুক্রবার থেকে দিল্লি-এনসিআর, পটনা এবং লখনউয়ের মতো নির্বাচিত শহরগুলিতে প্রতি কেজি ৯০ টাকা ছাড়ে টমেটো বিক্রি শুরু করেছিল৷ যা এখন আরও ১০ টাকা কমানো হয়েছে।
advertisement
3/5
ভারতের ন্যাশনাল কো-অপারেটিভ কনজিউমার ফেডারেশন (NCCF) এবং ন্যাশনাল এগ্রিকালচারাল কো-অপারেটিভ মার্কেটিং ফেডারেশন অফ ইন্ডিয়া (Nafed) কেন্দ্রের পক্ষ থেকে মোবাইল ভ্যানের মাধ্যমে ভর্তুকি মূল্যে টমেটো বিক্রি করা হচ্ছে।
advertisement
4/5
উপভোক্তা মামলার সচিব বলেন, "নাফেড এবং এনসিসিএফ-এর মাধ্যমে দিল্লি, নয়ডা, লখনউ, কানপুর, বারাণসী, পাটনা, মুজাফফরপুর এবং আরাহ-এর অনেক পয়েন্টে আজ বিক্রি শুরু হয়েছে।"
advertisement
5/5
এই ধরনের জায়গায় বর্তমান বাজার মূল্যের ভিত্তিতে সোমবার থেকে এটি আরও শহরে বাড়ানো হবে। তিনি এও বলেন যে, ভারত সরকার উপভোক্তাদের স্বস্তি দিতে প্রতিশ্রুতিবদ্ধ।