Today Weather News: কনকনে হাড় কাঁপানো ঠান্ডা, হুড়হুড় করে নামছে পারদ, কমলা সতর্কতা জারি, আরও কত কমবে তাপমাত্রা? লেটেস্ট আবহাওয়ার রিপোর্ট
- Published by:Pooja Basu
- news18 bangla
Last Updated:
Weather Report Today: আগামী ৫ থেকে ৬ দিন কমবেশি এ অবস্থাই থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। দুপুরের দিকে রোদও রয়েছে, কিন্তু ঠান্ডা কনকনে হাওয়ার ফলে কোনও স্বস্তি নেই৷
advertisement
1/5

রবিবার একটি কমলা সতর্কতা জারি করেছে মৌসম ভবন। ১২ জানুয়ারি, দিল্লিতে সর্বনিম্ন তাপমাত্রা ৩.৯ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছিল, যা ছিল এই মরশুমের শীতলতম দিন৷ দিল্লি এবং আশেপাশের অঞ্চলে শৈত্যপ্রবাহ অব্যাহত৷
advertisement
2/5
ঘন কুয়াশা এবং কম দৃশ্যমানতার কারণে দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক (IGI) বিমানবন্দরে ফ্লাইট অপারেশন বিমানবন্দরের রানওয়েতে ব্যাহত রয়েছে। ১৬ জানুয়ারি পর্যন্ত পরবর্তী ৩-৪ দিনের মধ্যে উত্তর-পশ্চিম ভারতের কিছু অংশে ঘন কুয়াশা এবং শৈত্যপ্রবাহের কোনও ভাবে কমার সম্ভাবনা নেই৷
advertisement
3/5
তীব্র ঠান্ডা অব্যাহত রয়েছে রাজধানী দিল্লি সহ উত্তর ভারত জুড়ে। রবিবার সকালেও ঘন কুয়াশায় ঢাকা ছিল গোটা এলাকা৷ শূন্য দৃশ্যমানতা রেকর্ড করা হয়েছিল। ঘন কুয়াশার ফলে মানুষের যাতায়াত ব্যাহত হচ্ছে। পঞ্জাব, হরিয়ানা, দিল্লি, উত্তর রাজস্থান এবং উত্তর প্রদেশে খুব ঘন কুয়াশার মুড়ে রয়েছে।
advertisement
4/5
আগামী ৫ থেকে ৬ দিন কমবেশি এ অবস্থাই থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। দুপুরের দিকে রোদও রয়েছে, কিন্তু ঠান্ডা কনকনে হাওয়ার ফলে কোনও স্বস্তি নেই৷
advertisement
5/5
যাত্রীদের সর্বোচ্চ সতর্কতার সঙ্গে গাড়ি চালানোর কথা বলা হয়েছে এবং হাইওয়েতে ফগ লাইট দিয়ে গাড়ি চালাতে হবে বলে নির্দেশ জারি করেছে ট্রাফিক অ্যাডভাইজরি। বিশেষ করে এক্সপ্রেসওয়েতে, সকালের কুয়াশা না কমা পর্যন্ত যাতায়াত বন্ধ রাখতে হবে। অমৃতসর, চণ্ডীগড়, পাতিয়ালা, আম্বালা, গঙ্গানগর, পালাম, সফদরজং, লখনউতে খুব ঘন কুয়াশা দেখা যায় এবং কোথাও কোথাও দৃশ্যমানতা ০ হয়ে যায়৷