Weather Update: দেশের একাধিক জায়গায় আজকেও প্রবল Rain-র সম্ভবনা, জারি অরেঞ্জ অ্যালার্ট
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
Weather Forecast: মৌসম ভবন জারি করল বৃষ্টির (rain) কমলা সতর্কতা (orange alert)৷
advertisement
1/6

#নয়াদিল্লি: মৌসম বিভাগ (IMD)বুধবারের আবহাওয়ার পূর্বাভাসে (Weather Update) দিল্লিতে জারি করল কমলা সতর্কতা (Orange Alert)৷ বৃষ্টি এতটাই বেশি হবে যে একাধিক জায়গা জলমগ্ন হবে পাশাপাশি যান চলাচলেও প্রভাব পড়বে৷ দিল্লিতে আবহাওয়ার পূর্বাভাসে (Weather Forecast) খুবই খারাপ থাকার পূর্বাভাস জারি করেছে আইএমডি৷ Photo-File
advertisement
2/6
এদিকে কলকাতা সহ দক্ষিণবঙ্গে আবহাওয়ার পূর্বাভাসে (Weather Update) আজও মেঘলা আকাশ বিক্ষিপ্ত বৃষ্টির (Rain) দক্ষিণবঙ্গে। পশ্চিমের জেলাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস। আগামীকাল থেকে পরিস্থিতির উন্নতি। শনিবার ফের ঘূর্ণাবর্ত বঙ্গোপসাগরে। জোড়া ঘূর্ণাবর্তের আশঙ্কা। রবিবার থেকে মঙ্গলবার পর্যন্ত দুর্যোগপূর্ণ আবহাওয়ার ইঙ্গিত।
advertisement
3/6
দিল্লিতে মঙ্গলবার খুবই গরম ছিল৷ যদিও বিভিন্ন এলাকায় বিকেলের দিকে বৃষ্টি হয়েছিল৷ এর জেরে কিছু এলাকায় জল দাঁড়িয়ে যায়৷ কিছু কিছু জায়গায় কম হলেও বেশ কিছু জায়গায় বেশ ভালো বৃষ্টি হয় , তারমধ্যে রিজ ক্ষেত্রে সবচেয়ে বেশি ১৭.৬ মিমি বৃষ্টি হয়েছে৷ অন্যদিকে লোধি রোডে মাত্র ১ মিমি বৃষ্টি হয়েছে৷
advertisement
4/6
আইএমডি-র জারি করা সূচি অনুযায়ি আজ হরিয়াণা-র কর্ণাল , রাজৌদ, অসংধ, সফিদো, জিন্দ, পানিপথ, হিসার, গোহানা, হাংসি, হোডল, উত্তরপ্রদেশের শামলী, কান্ধালা, খতৌলি, সকোটি টান্ডা, হস্তিনাপুর, চাঁদপুর, বড়ৌত দৌরালা, বাগপত, মেরঠ, মোদিনগর, কিঠৌর, গড়মুক্তেশ্বর, জাহাঙ্গিরাবাদ, অনুপশহর, শিকারপুর, খুর্জা, পহাসু, দৈবাই , গভানা, জট্টারি, খের, আলিগর, বরসানা, মথুরায় দু ঘণ্টার মধ্যে হালকা থেকে মধ্যম বৃষ্টি (Rain) হবে৷
advertisement
5/6
এছাড়া দিল্লি-এনসিআর -র রোহিণী, পীতমপুরা, নয়ডা. গ্রেটার নয়ডা. ফরিদাবাদ, বল্লভগড়, পলবল, ওরঙ্গাবাদ বৃষ্টির সম্ভবনা রয়েছে৷
advertisement
6/6
আইএমডি ওয়েদার আপডেটে ((Weather Update)) উত্তরাখণ্ড, পূর্ব উত্তরপ্রদেশ, পশ্চিম রাজস্থান, মধ্যপ্রদেশ, ঝাড়খণ্ড, ওড়িশা, ছত্তিশগড়, মধ্য মহারাষ্ট্র, মারাঠবাড়া. বিদর্ভ, তামিলনাড়ু, পুদুচেরি. কেরলে হলুদ সতর্কতা জারি করেছে৷ এখানে মাঝারি থেকে ভারি বৃষ্টিপাত হবে৷ ফলে এখনই মৌসুমী বায়ুর প্রভাবে বৃষ্টি (Rain) হতেই থাকবে দেশের বিভিন্ন প্রান্তে৷ কোথাও ভারি, কোথাও মাঝারি আবার কোথাও হালকা৷ সব মিলিয়ে সাধারণ মানুষকে দুর্যোগ মাথায় নিয়েই রোজকার মতো কাজে বেরোতে হবে৷