কোভিড পরিস্থিতিতে মাত্র ১৭ মিনিটেই বিয়ে উত্তরপ্রদেশে! শ্বশুরের থেকে অভিনব পণ নিলেন পাত্র
- Published by:Simli Raha
- news18 bangla
Last Updated:
করোনার ভয়ে বিয়ে পিছিয়ে নয়, বরং অতি সাধারণ ভাবেও যে দু’জনে এক হওয়া যায় তারই উদাহরণ তৈরি করলেন পুষ্পেন্দু ও প্রীতি ।
advertisement
1/5

• মাত্র ১৭ মিনিটেই বিয়ে পর্ব শেষ । চিরাচরিত রীতি, আচার, নিয়ম কোনওটাই বড় নয় মানুষের জীবন আর এই অতিমারী পরিস্থিতির থেকে । আর সে কারণেই করোনা আবহে মাত্র ১৭ মিনিটে বিয়ে সারলেন উত্তর প্রদেশের এক দম্পতি । প্রতীকী চিত্র ।
advertisement
2/5
• যে উত্তরপ্রদেশ বেশিরভাগ সময়ই খুন, ধর্ষণ, নারী অত্যাচার, বধূ নির্যাতন, পণপ্রথার মতো সমাজের অভিশপ্ত দিকগুলির জন্যই সংবাদের শিরোনামে আসে, এ বার সেই যোগী রাজ্যেই ছক ভাঙা ঘটনা । জাঁকজমক, আড়ম্বর ত্যাগ করে পণ ছাড়াই বিয়ে সম্পন্ন হল এক যুগলের । প্রতীকী চিত্র ।
advertisement
3/5
• পাত্রের নাম পুষ্পেন্দু দুবে ও পাত্রীর নাম প্রীতি তিওয়ারি । করোনার ভয়ে বিয়ে পিছিয়ে নয়, বরং অতি সাধারণ ভাবেও যে দু’জনে এক হওয়া যায় তারই উদাহরণ তৈরি করলেন পুষ্পেন্দু ও প্রীতি । প্রতীকী চিত্র ।
advertisement
4/5
• এই করোনা অতিমারীতে যেন অপ্রয়োজনীয় আড়ম্বরে, অতিরিক্ত খরচ না হয় সে বিষয়ে আগেই সিদ্ধান্ত নিয়েছিলেন এই দম্পতি । এমনকি পণ নেওয়াকেও ‘যুক্তিহীন’ বলে মনে করেন তাঁরা । ফলে বিয়ের জন্য কোনও পণই নিতে রাজি ছিলেন না পুষ্পেন্দু । প্রতীকী চিত্র ।
advertisement
5/5
• তবে তাঁর শ্বশুর মশাই খুব জোর জবরদোস্তি করায় শেষ পর্যন্ত তিনি রাজি হন । পণ হিসাবে রামায়ণের একটি খণ্ড শ্বশুরমশাইয়ের থেকে গ্রহণ করেন তিনি । প্রতীকী চিত্র ।