গরমের ছুটিতে দুর্দান্ত অফার দিচ্ছে IRCTC, লে-লাদাখ ঘুরে আসুন সস্তা এই প্যাকেজে
Last Updated:
advertisement
1/5

• সামনেই গরমের ছুটি ৷ এ সময় শীতের রাজ্যে ঘুরতে যাওয়া মতো আরাম আর কিসে আছে ? IRCTC দিচ্ছে দারুণ সস্তা প্যাকেজ ৷ ঘুরে আসতে পারেন আপনিও ৷
advertisement
2/5
• যাওয়ার দিন ১১, ১৬ এবং ২৯ মে ৷ আর ৮, ১৩, ১৯ এবং ৩০ জুন ৷ দিল্লি থেকে বিমান ছাড়বে সকাল ৮:৩০-এ ৷ লেহতে পৌঁছবে সকাল ৯টা ৫৫ মিনিটে ৷ আবার ফেরার সময় লেহ থেকে ফ্লাইট ছাড়বে ১১:২৫-এ ৷ দিল্লি পৌঁছবে বেলা ১টায় ৷
advertisement
3/5
• ৬ রাত, ৭ দিনের এই প্যাকেজে থাকছে লেহ, শাম ভ্যালি, নুবরা ভ্যালি ও প্যানগং লেক ৷
advertisement
4/5
• একজন গেলে ৫৭,৫০০ টাকা লাগবে ৷ ২ জনের জন্য লাগবে মাথা পিছু ৪৭,৬৪০ টাকা ৷ ৩ জন গেলে লাগবে ৪৬,৪৩০ টাকা ৷ ৫-১১ বছরের বাচ্চার জন্য লাগবে ৪৩,১০০ টাকা (অতিরিক্ত বিছানা), ৩৯৯৮০ টাকা (অতিরিক্ত বিছানা বাদে) ৷
advertisement
5/5
• যদি কোনও কারণে ট্রিপ ক্যান্সেল করেন, তাহলে ২১ দিন আগে জানালে ৩০ শতাংশ টাকা বাদ দিয়ে বাকিটা ফেরত দেওয়া হবে ৷ ২১-১৫ দিন আগে জানালে ৫৫ শতাংশ টাকা টাকা হবে ৷ ১৪-৮ দিনের মধ্যে জানালে ৮০ শতাংশ টাকা কাটা যাবে ৷ ৭ দিন আগে জানালে কোনও টাকাই ফেরত পাওয়া যাবে না ৷