TRENDING:

ব্যাগ কাঁধে বেরোতেন 'পোস্টম্যান', কয়েক ঘণ্টায় হয়ে উঠতেন ‘ধনী’! আচমকা সন্দেহ হল পুলিশের...ব্যাগ খুলতেই এ কী!

Last Updated:
India Post News: প্রতিদিন ব্যাগ কাঁধে বেরিয়ে যেতেন তিনি। কয়েক ঘণ্টার মধ্যেই হয়ে উঠতেন ‘ধনী’। আচমকা সন্দেহ হল পুলিশের। একদিন ব্যাগ খুলতেই হতবাক সবাই! যা দেখা গেল...!
advertisement
1/7
ব্যাগ কাঁধে বেরোতেন 'পোস্টম্যান', কয়েক ঘণ্টায় হয়ে উঠতেন ‘ধনী’! আচমকা সন্দেহ হল পুলিশের...
প্রতিদিন সকালে ব্যাগ কাঁধে বেরোতেন। চেহারায় সরকারি কর্মীর ছাপ, গায়ে ইউনিফর্ম। ঘণ্টা কয়েকের মধ্যেই ফিরে আসতেন ‘ধনকুবের’ হয়ে! আচমকা এই আচরণে সন্দেহ হয় পুলিশের। (Representative Image: AI)
advertisement
2/7
বেশভূষার আড়ালে আসল খেলা ছিল অন্য। India Post-এর ব্যাগে লুকিয়ে থাকত চিঠি নয়! অন্য কিছু। অভিনব সেই পাচারকাণ্ডে গ্রেফতার দুই পোস্টমাস্টার, ঘটনায় এলাকায় আতঙ্ক। (Representative Image: AI)
advertisement
3/7
মদ নিষিদ্ধ হলেও নানা অভিনব কায়দায় মদ পাচারের ঘটনা নতুন কিছু নয়। অ্যাম্বুল্যান্স, নৌকা কিংবা গাড়ি—সবেতেই মদের বোতল লুকিয়ে পুলিশের চোখ এড়িয়ে পাচারের চেষ্টা চালিয়েছে দুষ্কৃতীরা। কিন্তু এবার যা ঘটেছে, তা একেবারে নজিরবিহীন। (Representative Image: AI)
advertisement
4/7
ভারতীয় ডাক বিভাগের অফিসিয়াল ব্যাগেই চলে আসছিল মদের বোতল, তাও আবার সরকারি স্ট্যাম্প লাগিয়ে। সম্প্রতি গির-সোমনাথ জেলার উনা থানার পুলিশ দিউ থেকে মদ পাচারের একটি অভিনব কৌশল ফাঁস করে। দিউয়ের সীমান্ত ঘেঁষা উনা শহরে পুলিশ এক ব্যাগবাহককে থামিয়ে চেকিং করে। (Representative Image: AI)
advertisement
5/7
নয়ন জেঠওয়া নামে ওই ব্যক্তির ব্যাগ খুলতেই বেরিয়ে আসে ১৯টি দামী মদের বোতল, তাতে ভারতীয় ডাক বিভাগের অফিসিয়াল স্ট্যাম্প। পোস্টম্যানের ব্যাগ খুলতেই শুধু মদের বোতল পেয়েছিল পুলিশ। (Representative Image: AI)
advertisement
6/7
তদন্তে উঠে আসে, নয়ন মদ কিনত দিউ-এর বার থেকে এবং তা পোস্টাল ব্যাগে ভরে দিত তার বন্ধু ময়ূর গোহিল—যিনি দিউ পোস্ট অফিসের পোস্টমাস্টার। গোহিল সরকারি স্ট্যাম্প লাগিয়ে ব্যাগটি তুলে দিত India Post-এর গাড়িতে। চালক ভেবে নিত, এটি কোনও সাধারণ পার্সেল। তারপর সেই পার্সেল পৌঁছে যেত গুজরাতের উনার বিদ্যানগরে, সেখান থেকে তুলে নিত নয়ন। (Representative Image: AI)
advertisement
7/7
তবে শেষরক্ষা হয়নি। পুলিশের কাছে আগে থেকেই ছিল নির্দিষ্ট 'হিউম্যান ইন্টেলিজেন্স'। সেই সূত্র ধরেই ব্যাগসহ নয়নকে আটক করে উনা থানার পুলিশ। গ্রেফতার হয় গোহিলও। দুজনের বিরুদ্ধে মদ পাচার ও সরকারি প্রতিষ্ঠানের অপব্যবহারের অভিযোগে মামলা রুজু হয়েছে। (Representative Image: AI)
বাংলা খবর/ছবি/দেশ/
ব্যাগ কাঁধে বেরোতেন 'পোস্টম্যান', কয়েক ঘণ্টায় হয়ে উঠতেন ‘ধনী’! আচমকা সন্দেহ হল পুলিশের...ব্যাগ খুলতেই এ কী!
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল