advertisement
1/11

বর্তমানে বিয়েবাড়ির সরশুম চলছে ৷ ১ টাকার নোটকে জুড়েই চলছে অনেক বিয়েবাড়ির স্মৃতির ৷ খামে করে ১ টাকার নোট দিয়েও পরিবারের লোকেদের পাত্র ও পাত্রীকে আশীর্বাদ করার রীতি ছিল ৷ ১০১ বছরের গৌরবোজ্জ্বল ইতিহাসে ১ টাকার নোট ৷ ১৯১৭ সালের ৩০ নভেম্বর এই ১ টাকার নোটের আনুষ্ঠানিক সূচনা হয়েছিল ৷ এই একশো বছরে ২৮ বার পরিবর্তিত হয়েছে ১ টাকার নোটে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
2/11
১০০ বছর আগে প্রবর্তন হয়েছিল ১০০ টাকার নোটের ৷ এই টাকায় কিং অফ জর্জের সই করা রয়েছে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
3/11
এই নোটে লেখা ছিল ম্যায় ধারক কো কিসি ভি কার্যালয়ী করলে কেলিয়ে এক রূপয়া অদা করনে কা ওয়াদা করতা হুঁ অর্থাৎ এই টাকা প্রতিটি প্ররশ্রমী মানুষের হাতে থাকবে যিনি পরিশ্রমের মাধ্যমে অর্জন করবে এই টাকা ৷ তবেপরে সব টাকায় এই কথা আর লেখা ছিলনা ৷ প্রতীকী ছবি ৷
advertisement
4/11
ইস্ট ইন্ডিয়া কম্পানি পশ্চিমবঙ্গে কাগজের নোট ছাপার সূচনা করেছিল ১৯১৭ সালে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
5/11
দেশের বেশ কিছু রাজবাড়িতে নিজেরেদের মুদ্রা প্রচলিত ছিল ৷ হায়দরাবাদ ও কাশ্মীরের নিজস্ব নোট ছাপানোর ছাপানোর অধিকার ছিল ৷ প্রতীকী ছবি ৷
advertisement
6/11
দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ে বার্মায় (মায়ানমার) ব্যবহারের জন্য বিশেষ ১ টাকার নোটের প্রচলন হয়েছিল ৷ প্রতীকী ছবি ৷
advertisement
7/11
স্বাধীনতার পরে ভারতীয় ১ টাকার নোটে ব্রিটিনের রাজার স্থানে ভারতীয় রাষ্ট্রের চিহ্ন সঙ্গে তিনটি সিংহ ও অশোকচক্র রাখা হয়েছে ৷ প্রতীকী ছিল ৷ প্রতীকী ছবি ৷
advertisement
8/11
১ টাকার নোট মুদ্রণের ভার কেন্দ্রীয় অর্থমন্ত্রকের ৷ এই নোটে অর্থসচিবের সইও রয়েছে ৷ প্রতীকী ছবি ৷ প্রতীকী ছবি ৷
advertisement
9/11
ভারতীয় মুদ্রায় ১ টাকার নোট সব থেকে ছোট কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণও বটে ৷ সরকার সরাসরি অনুমোদনের মাধ্যমে বাজারে নিয়ে আসে ১ টাকার নোট ৷ বাকি নোট রিজার্ভ ব্যাঙ্কের মাধ্যমে মুদ্রিত হয় ৷ অর্থমন্ত্রীর সই থাকে এই টাকায় ৷ বাকি কারুকার্য রিজার্ভ ব্যাঙ্কই করে থাকে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
10/11
মাত্র ১ টাকা অর্থমূল্য হওয়া সত্ত্বেও এই নোট ছাপাতে অনেক খরচই হয়ে থাকে ৷ এই জন্যই ১৯৯৫ সালেই কেন্দ্রীয় সরকার ১ টাকার নোট ছাপা বন্ধ করেছে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
11/11
দীর্ঘদিন পরে ২০১৫ সালে আবার একবার ১ টাকার নোট ছাপা শুরু হয়েছে ৷ প্রতীকী ছবি ৷