এবারের লোকসভায় সাংসদদের গড় বয়স কমে ৫৬, সংখ্যা বাড়ল মহিলা সাংসদদের
Last Updated:
advertisement
1/19

• সপ্তদশ লোকসভার ফলাফল ঘোষণা হয়ে গিয়েছে গতকাল ৷ হাতে এসে গিয়েছে পরিপূর্ণ রেজাল্ট ৷ এবারের লোকসভা বেশ কয়েকটি বৈশিষ্ট্যে অন্যান্য বারের তুলনায় আলাদা ৷ এক নজরে দেখে নেওয়া যাক সেই বিশেষত্বগুলি ৷
advertisement
2/19
• ৩০৩টি আসন পেয়ে একক সংখ্যাগরিষ্ঠতা পেল বিজেপি ৷
advertisement
3/19
• এই নির্বাচনে ৩৯৭ জন সাংসদ জাতীয় দল থেকে নির্বাচিত হয়েছেন ৷ তার মধ্যে ৩০৩ জন বিজেপির সাংসদ, কংগ্রেস থেকে ৫২ জন এবং তৃণমূল কংগ্রেস থেকে ২২ জন সাংসদ নির্বাচিত হয়েছেন ৷
advertisement
4/19
• আঞ্চলিক দলগুলির মধ্যে ডিএমকের ২৩ এবং ওয়াইএসআরসিপির ২২ জন সাংসদ নির্বাচিত হয়েছেন ৷
advertisement
5/19
• সপ্তদশ লোকসভায় ৩০০ জন সাংসদ প্রথমবারের জন্য লোকসভায় যাচ্ছেন ৷
advertisement
6/19
• সপ্তদশ লোকসভা নির্বাচনে ১৯৭ জন দ্বিতীয়বারের জন্য সাংসদ নির্বাচিত হয়েছেন ৷
advertisement
7/19
• এর মধ্যে ৪৫ জন সাংসদ এই নিয়ে টানা তিনবার জয়ী হয়েছেন ৷
advertisement
8/19
• এর মধ্যে কিছু সাংসদ ৭০ বছর বয়সী, বেশিরভাগেরই বয়স ৪০-এর নীচে ৷
advertisement
9/19
• লোকসভায় ৪০ বছরের কম বয়সের সাংসদের অনুপাত প্রথম লোকসভার তুলনায় অনেকটাই কমেছে ৷ প্রথম লোকসভায় ৪০-এর কম বয়সের সাংসদ ছিলেন ২৬% ৷
advertisement
10/19
• সাংসদের গড় বয়স ৫৪ বছর ৷
advertisement
11/19
• সপ্তদশ লোকসভায় ১২% সাংসদের বয়স ৪০-এর নীচে ৷ এর আগে ষষ্ঠদশ লোকসভায় ৮% সাংসদের বয়স ছিল ৪০-এর নীচে ৷
advertisement
12/19
• গড়ে মহিলা সাংসদের বয়স পুরুষ সাংসদের তুলনায় ৬ বছর কম ৷
advertisement
13/19
• ৩৯৪ জন সাংসদ ন্যূনতম স্নাতক স্তরের যোগ্যতা সম্পন্ন ৷
advertisement
14/19
• সপ্তদশ লোকসভায় ২৭% সাংসদ দ্বাদশ শ্রেণি পাশ ৷ তুলনামূলক হিসাবে ষষ্ঠদশ লোকসভায় ২০% সাংসদ দ্বাদশ শ্রেণির গণ্ডি পেরিয়েছিলেন ৷
advertisement
15/19
• ১৯৯৬ থেকে প্রতিটি লোকসভায় ৭৫% সাংসদ স্নাতক স্তর পর্যন্ত পড়াশোনা করেছেন ৷
advertisement
16/19
• মোট ৭৮ জন মহিলা সাংসদ রয়েছেন এই লোকসভায় ৷
advertisement
17/19
• মোট ৭১৬ জন মহিলা সাংসদ এই লোকসভায় লড়াই করেছিলেন ৷ এর মধ্যে জিতেছেন ৭৮ জন ৷ ২০১৪-তে এই সংখ্যাটা ছিল ৬২ ৷
advertisement
18/19
• লোকসভায় মহিলা সাংসদদের প্রতিনিধিত্ব করার প্রবণতা ক্রমেই বাড়ছে ৷ প্রথমবারের লোকসভা থেকে সপ্তদশ লোকসভা পর্যন্ত এই প্রবণতা বেড়ে ৫% থেকে ১৪% হয়েছে ৷
advertisement
19/19
• যদিও ক্রমাগত মহিলা প্রার্থীর সংখ্যা বাড়ছে, তবে এক্ষেত্রে বিশ্বের বহু দেশের থেকেই পিছিয়ে রয়েছে আমাদের দেশ ৷ যার মধ্যে উল্লেখযোগ্য হল রাওয়ান্ডা (৬১%), দক্ষিণ আফ্রিকা (৪৩%), ব্রিটেনে (৩২%), আমেরিকা যুক্তরাষ্ট্রে (২৪%) এবং প্রতিবেশী বাংলাদেশে (২১%) ৷