স্বামী-স্ত্রী বিছানায় ঘুমোচ্ছিলেন...! মাঝরাতে হঠাৎ খসখস শব্দ, দরজা খুলতেই কেঁপে উঠল বুক! গায়ে কাঁটা দেবে শুনলেই
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
Last Updated:
Thane News: মহারাষ্ট্রের থানে জেলার ভিওয়ান্ডিতে হঠাৎ একটি চমকে দেওয়া ঘটনা সামনে এসেছে। এক দম্পতির জীবনে আচমকা যা ঘটল শুনলে মাথা ঘুরে যাবে আপনারও।
advertisement
1/12

মহারাষ্ট্রের থানে জেলার ভিওয়ান্ডিতে হঠাৎ একটি চমকে দেওয়া ঘটনা সামনে এসেছে। এক দম্পতির জীবনে আচমকা যা ঘটল শুনলে মাথা ঘুরে যাবে আপনারও। স্বামী ও স্ত্রী দু'জনেই সেদিন রাতের খাবারের পর নিশ্চিন্তে ঘুমানোর জন্য যার যার রুমে চলে যান। প্রতীকী ছবি
advertisement
2/12
কিন্তু কী যে ভয়ঙ্কর ঘটনা তাঁদের জীবনে ঘটতে চলেছে তা তাঁরা জানতও না। সেদিন ভোর ৩টের দিকে আচমকা ঘুম ভেঙে যায় স্ত্রীর। বাড়ির বাইরে হঠাৎ খসখস শব্দ। কিছু যেন একটা নড়াচড়া করছিল। এমনই মনে হাওয়ায় উঠে বসেন মহিলা।প্রতীকী ছবি
advertisement
3/12
জেগে উঠে স্ত্রী তাড়াহুড়ো করে তাঁর স্বামীকেও জাগান। স্বামী দরজা খুলতেই চোখ কপালে উঠে যায় তাঁর। ঘরের বাইরেই কাল হয়ে দাঁড়িয়ে আগুনের লেলিহান শিখা। সঙ্গে সঙ্গে দুজনেই গেট খুলে বেরনোর চেষ্টা করেন।প্রতীকী ছবি
advertisement
4/12
কিন্তু ভগবানের অদৃশ্য পরিহাস যেন! বাড়ির গেটটি বাইরে থেকে বন্ধ ছিল। তা দেখে বলাই যায় যে কেউ ইচ্ছাকৃতভাবে তাঁদের জীবন কেড়ে নেওয়ার চেষ্টা করেছে। সব বুঝে আগুনের মধ্যেই বেরোনোর আপ্রাণ চেষ্টা শুরু করেন ওই দম্পতি। প্রতীকী ছবি
advertisement
5/12
এই হৃদয়বিদারক ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের ভিওয়ান্ডির নিজামপুরা থানা এলাকায়। দম্পতির নাম আসিফ কুরেশি ও ফারিন কুরেশি। পুলিশ সূত্রে জানা যায় দম্পতিকে আগুনে পুড়িয়ে হত্যার পরিকল্পনা করেছিল খুনিরা। প্রতীকী ছবি
advertisement
6/12
মাঝরাতে বাড়িতে আগুন দিয়ে দম্পতিকে জীবন্ত পুড়িয়ে মারার চেষ্টা করা হয়। ঘরের বাইরের দরজাও বন্ধ ছিল। বাড়িতে আগুন লেগেছে বুঝতে পেরেই ওই দম্পতি তাদের দুজনের প্রাণ বাঁচাতে পাগলের মতো চিৎকার শুরু করেন।প্রতীকী ছবি
advertisement
7/12
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত করে। পুলিশও এই মামলার বিস্তারিত তথ্য দিয়েছে। পুলিশ জানিয়েছে, ওই দম্পতি থানে এলাকায় একটি বস্তিতে থাকতেন। শুক্রবার ও শনিবারের মাঝের রাতে কোরেশি তাঁর স্ত্রীকে নিয়ে ঘরে ঘুমাচ্ছিলেন।প্রতীকী ছবি
advertisement
8/12
পুলিশ তদন্ত সূত্রে জানা যায়, ওইদিন রাত আড়াইটার দিকে কয়েকজন লোক তাদের বাড়িতে বাইরে থেকে তালা দিয়ে দেয়। শুধু তাই নয়, এরপর তারা রীতিমতো পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয় বাড়িতে।প্রতীকী ছবি
advertisement
9/12
আচমকা কিছু খসখস শব্দে স্ত্রী ফারিনের ঘুম ভাঙলে তিনি বুঝতে পারেন কিছু একটা অঘটন ঘটছে। আচমকা আবিষ্কার করেন ঘরে আগুন লেগে গিয়েছে। ভয়ে-আতঙ্কে দিশাহারা ফারিন তৎক্ষণাৎ তাঁর স্বামীকে ঘুম থেকে জাগায়। দুজনেই তৎক্ষণাৎ বাড়ি থেকে পালানোর চেষ্টা করেন। কিন্তু আগুন চারিদিক থেকে ঘিরে ধরে তাঁদের।
advertisement
10/12
কোরেশি দম্পতি এরপরেই সাহায্যের জন্য জোরে জোরে চিৎকার করতে থাকেন, এরপর আশেপাশের লোকজন এসে তাঁদের উদ্ধার করেন। এই ঘটনায় ফারিনের হাত পুড়ে যায়। স্বামী আসিফও সামান্য আহত হন।প্রতীকী ছবি
advertisement
11/12
আসিফ কুরেশি পুলিশের কাছে অভিযোগ করেছেন, তিন মাস আগের এক বিবাদের জেরেই এই হামলা হয়েছে বলে তাঁদের ধারণা। ওই দম্পতি পুলিশকে জানিয়েছেন, তিন মাস আগে তাদের শ্যালক তৌকিরের সঙ্গে তাঁদের ঝগড়া হয়। প্রতীকী ছবি
advertisement
12/12
আসিফের স্ত্রীর বাবাকে বেধড়ক মারধর করেছে তার জামাই। এর পরিপ্রেক্ষিতে আসিফ ওই ব্যক্তিদের বিরুদ্ধে মামলাও করেন। তাতে অভিযুক্ত শ্যালক মামলা তুলে নেওয়ার হুমকি দিয়ে আসছিলেন। দু'দিন আগে নির্যাতিতার পরিবারকে, 'মামলা ফিরিয়ে নাও নইলে পুড়িয়ে মেরে ফেলব' বলে হুমকিও দেয় অভিযুক্তরা। প্রতীকী ছবি