এআই-ডিপফেকের ফাঁদে পড়ে শেষ ১৯ বছরের ছাত্র! নিজের বোনেদেরও বানানো হয় ভিডিও! — ব্ল্যাকমেলে হার মানল কিশোর!
- Published by:Soumendu Chakraborty
- news18 bangla
Last Updated:
ফরিদাবাদের পুরনো এলাকার বাসেলওয়া কলোনির ১৯ বছর বয়সী এক কলেজ ছাত্র এআই-তৈরি ডিপফেক ভিডিও ও ছবি তুলে তাঁকে ব্ল্যাকমেল করার পর তিনি আত্মহত্যা করেছেন বলে জানিয়েছে পুলিশ।
advertisement
1/8

ফরিদাবাদের পুরনো এলাকার বাসেলওয়া কলোনির ১৯ বছর বয়সী এক কলেজ ছাত্র এআই-তৈরি ডিপফেক ভিডিও ও ছবি তুলে তাঁকে ব্ল্যাকমেল করার পর তিনি আত্মহত্যা করেছেন বলে জানিয়েছে পুলিশ।
advertisement
2/8
এই ঘটনাটি ঘটে শনিবার সন্ধ্যায়। অভিযোগ, দুই অজ্ঞাতপরিচয় ব্যক্তি ওই ছাত্রের কাছ থেকে ২০,০০০ টাকা দাবি করেছিল, ওই টাকা না দিলে তাঁর ও তার বোনেদের ডিপফেক ভিডিও ও ছবি অনলাইনে ছড়িয়ে দেবে বলে হুমকি দেয়।
advertisement
3/8
পুলিশ সূত্রে জানা গেছে, মৃত ছাত্রটি স্থানীয় এক কলেজে বি.কম পড়ত এবং গত দশ দিন ধরে ক্রমাগত মানসিক নির্যাতন ও মানসিক চাপে ভুগছিল।
advertisement
4/8
এনআইটি থানার এক কর্মকর্তা জানান, অভিযুক্তরা ছেলেটির ফোন হ্যাক করে তাকে এক মেসেজিং অ্যাপে ব্ল্যাকমেল করা শুরু করে। “তারা ওই ছাত্র ও তার দুই বোনের মর্ফ করা ছবি ও ভিডিও বানিয়ে পাঠাত,” তিনি বলেন। ইতিমধ্যেই একটি মামলা রুজু করা হয়েছে এবং অভিযুক্তদের খোঁজে তল্লাশি চলছে।
advertisement
5/8
প্রাথমিক তদন্তে জানা গেছে, অভিযুক্তরা ছেলেটিকে বারবার হুমকি দিচ্ছিল, যার ফলে সে মানসিকভাবে ভেঙে পড়ে এবং শনিবার সন্ধ্যা ৭টার দিকে বিষ খেয়ে আত্মহত্যা করে।পাবলিক রিলেশনস অফিসার যশপাল যাদব জানান, “পরিবারের সদস্যরা সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে গেলেও চিকিৎসার সময় তার মৃত্যু হয়।”পুলিশ জানিয়েছে, ভারতীয় ন্যায় সংহিতা (BNS)-এর প্রাসঙ্গিক ধারায় দুটি অজ্ঞাতপরিচয় ব্যক্তির বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। যাদব বলেন, “আমরা অভিযুক্তদের পরিচয় শনাক্ত করার চেষ্টা করছি, খুব শীঘ্রই গ্রেফতার করা হবে।”
advertisement
6/8
রাহুলের বাবা জানান, সাহিল নামের ওই ব্যক্তি রাহুলকে হুমকি দিয়েছিল ২০,০০০ টাকা না দিলে তার ও তার বোনদের মর্ফ করা ভিডিও অনলাইনে ছড়িয়ে দেবে। এমনকি আত্মহত্যারও প্ররোচনা দিয়েছিল।
advertisement
7/8
পরিবার আরও সন্দেহ করছে যে, নীরজ নামের আরেকজনও এতে জড়িত থাকতে পারে। ঘটনার আগে রাহুলের শেষ ফোনালাপ ছিল তার সঙ্গেই।রাহুলের পরিবার মূলত বিহারের সিওয়ান জেলার বাসিন্দা, বহু বছর ধরে ফরিদাবাদে বসবাস করছে। বাবা মনোজ একজন গাড়িচালক, রাহুল ছিল পরিবারের একমাত্র ছেলে।
advertisement
8/8
(DISCLAIMER:This news piece may be triggering. If you or someone you know needs help, call any of these helplines: Aasra (Mumbai) 022-27546669, Sneha (Chennai) 044-24640050, Sumaitri (Delhi) 011-23389090, Cooj (Goa) 0832- 2252525, Jeevan (Jamshedpur) 065-76453841, Pratheeksha (Kochi) 048-42448830, Maithri (Kochi) 0484-2540530, Roshni (Hyderabad) 040-66202000, Lifeline 033-64643267 (Kolkata))