TRENDING:

Tauktae Cyclone Update: রাতেই বিপুল শক্তি নিয়ে আছড়ে পড়ে ঘূর্ণিঝড়, ৪ রাজ্যে বিপর্যস্ত বিদ্যুৎপরিষেবা

Last Updated:
স্কাইমেটের তরফে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় ভারতের মধ্য ও উত্তরপূর্বে প্রবল বৃষ্টি হয়েছে ৷ এজেন্সির তরফে জানানো হয়েছে, অন্ধ্রপ্রদেশের উপকূলবর্তী এলাকায়, মধ্যপ্রদেশ, মধ্য মহারাষ্ট্র, সিকিমে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ৷
advertisement
1/4
রাতেই বিপুল শক্তি নিয়ে আছড়ে পড়ে ঘূর্ণিঝড়, ৪ রাজ্যে বিপর্যস্ত বিদ্যুৎপরিষেবা
করোনা ও ভূমিকম্পের মধ্যেই ভয়াবহ ঘূর্ণিঝড়ের দাপট। সোমবার ভোরে শক্তিশালী ভূমিকম্প হয় গুজরাতের রাজকোটে। রাতেই বিপুল শক্তি নিয়ে গুজরাতে আছড়ে পড়ে ঘূর্ণিঝড় তাউকতাই। মৌসম বিভাগের তরফে জানানো হয়েছে, এখন অনেকটাই শক্তি কমেছে ঘূর্ণিঝড়ে ৷ তাউকতাই এর জেরে সোমবার দুপুর পর্যন্ত প্রায় ২ লক্ষ মানুষকে নিরাপদ স্থানে স্থানান্তরিত করা হয়েছে ৷ এর আগে মহারাষ্ট্রের কোঙ্কনে ঘূর্ণিঝড়ের কারণে প্রাণ হারিয়েছেন ৬ জন ৷
advertisement
2/4
রাত প্রায় ৯টার সময় গুজরাটে আছড়ে পড়ে ঘূর্ণিঝড় ৷ এবং ঝড়ের তাণ্ডব চলতে থাকে প্রায় রাত ১২টা পর্যন্ত ৷ তবে এই সময় কোনও হতাহতের খবর পাওয়া যায়নি বলে জানিয়েছেন আধিকারিকরা ৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সোমবার মহারাষ্ট্র, গুজরাট ও গোয়ার মুখ্যমন্ত্রীদের সঙ্গে ঘূর্ণিঝড় মোকাবিলায় সমস্ত ব্যবস্থা নেওয়ার বিষয়ে বৈঠক করেন ৷
advertisement
3/4
ঝড়ের দাপটে মহারাষ্ট্র ও গুজরাটের পাশাপাশি গোয়াতেও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে ৷ গোয়ায় একদিন পরে আসবে বিদ্যুৎ ৷ রবিবার উপকূলবর্তী এলাকার উপর দিয়ে ঝড় যাওয়ার সময় প্রায় ৭০০ লাইট পোস্ট পড়ে গিয়েছে এবং ২০০-৩০০ট্রান্সফরমার উপড়ে গিয়ে বিপর্যস্ত বিদ্যু‍‍‍‍‍ৎ সরবরাহ ব্যবস্থা।সরকারের তরফে জানানো হয়েছে, রাজ্যের বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক হতে প্রায় ১ দিন সময় লাগবে৷
advertisement
4/4
স্কাইমেটের তরফে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় ভারতের মধ্য ও উত্তরপূর্বে প্রবল বৃষ্টি হয়েছে ৷ এজেন্সির তরফে জানানো হয়েছে, অন্ধ্রপ্রদেশের উপকূলবর্তী এলাকায়, মধ্যপ্রদেশ, মধ্য মহারাষ্ট্র, সিকিমে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ৷ অন্যদিকে, জম্মু কাশ্মীর, মুজ্জাফরাবাদ, তামিলনাড়ু, তেলাঙ্গনা, রাজস্থানের দক্ষিণ পূর্ব এলাকায় ও কর্নাটকে হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে ৷ মঙ্গলবার গুজরাট ও মহারাষ্ট্রের উপকূলবর্তী এলাকার বেশ কিছু জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ৷
বাংলা খবর/ছবি/দেশ/
Tauktae Cyclone Update: রাতেই বিপুল শক্তি নিয়ে আছড়ে পড়ে ঘূর্ণিঝড়, ৪ রাজ্যে বিপর্যস্ত বিদ্যুৎপরিষেবা
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল