ভারতের হেরিটেজ স্থাপত্যগুলির মধ্যে প্রথম, তাজমহলে এবার স্তন্যদানের জন্য আলাদা ঘর
Last Updated:
advertisement
1/6

বাচ্চার জন্ম দিতে গিয়ে মারা যাওয়া বেগমের স্মৃতিতে এক শাহজাদা গড়েছিলেন শ্বেতপাথরের এই সৌধ ৷ সেই হেরিটেজ মনুমেন্টই মায়েদের জন্য স্তন্যদানের আলাদা ঘরের ব্যবস্থা করে গড়ল নজির ৷
advertisement
2/6
ভারতের ঐতিহ্যবাহী স্থাপত্যগুলির মধ্যে প্রথম ৷ বাচ্চাকে খাওয়ানোর জন্য স্তন্যদাত্রী মহিলাদের জন্য ফিডিং রুমের ব্যবস্থা করল তাজমহল ৷ সদ্যজাত শিশুকে নিয়ে প্রেমসৌধে ঘুরতে যেতে আর কোনও বাধা রইল না ৷
advertisement
3/6
চলতি বছরের জুলাই মাস থেকে তাজমহলে বাচ্চাকে দুধ খাওয়ানোর জন্য আলাদা ঘরের সুবিধা পাবেন মায়েরা ৷
advertisement
4/6
ভারতের মতো রক্ষণশীল দেশে প্রকাশ্যে সদ্যজাতকে স্তন্যদান করতে আসে বাধা ৷ এই একবিংশ শতকে এসেও আমরা ঠিক কতটা এগিয়েছি? স্মার্টফোন, স্মার্ট ওয়ালেটে স্বচ্ছন্দ স্মার্টি নাগরিকরা এয়ারপোর্ট বা রেলওয়ে স্টেশনে টয়লেটের পাশাপাশি স্মোকিং জোনের দাবিতে গলা ফাটিয়েছি। পেয়েওছি। কিন্তু বেবি ফিডিং জোনের ব্যাপারে কতটা গুরুত্ব দিয়েছি? আদৌ এ নিয়ে ভেবেছি কি? Photo Collected
advertisement
5/6
সম্প্রতি কলকাতার সাউথ সিটি মলের এক ঘটনা নিয়ে দেশজোড়া বিতর্কের ঝড় উঠেছিল ৷ সাউথ সিটি মলে মহিলাকে স্তন্যদানে বাধা দেওয়ার ঘটনায় নেটিজেনদের কটাক্ষের মুখে পড়ে শপিংমল কর্তৃপক্ষ ৷ সন্তানকে স্তন্যদানে প্রথমে বাধা, হেনস্থা ও পরে ফেসবুকে কর্তৃপক্ষের তরফ থেকে এক মহিলাকে ‘অপ্রীতিকর’ আক্রমণ করার ঘটনাতেও অভিযোগের আঙুল ওঠে শপিং মলের দিকে ৷photo: collected
advertisement
6/6
রাস্তায় শিশুর খিদে পেলে কোথায় করানো যাবে স্তন্যপান ? এই প্রশ্ন নিয়ে হাইকোর্টের দ্বারস্থ হন ন মাসের অভিজ্ঞান রাস্তোগি ৷ নেহাত দুধের শিশু। কিছু বলতে পারে না। তাই বলে যা খুশি মেনে নেবে, তা হয় না। ন মাসের অভিজ্ঞান রাস্তোগি জানতে চায়, বড়দের রেস্তোরাঁ আছে। কিন্তু রাস্তায় বেড়িয়ে খিদে পেলে সে খাবে কোথায়? সদুত্তর না পেয়ে আইনজীবী মা বাবার মাধ্যমে দিল্লি হাইকোর্টে আবেদন করেছে অভিজ্ঞান। কিছুদিন আগে যখন তার বয়স মাস নয়েক, দিল্লি থেকে মা বাবার সঙ্গে বেঙ্গালুরু যাওয়ার কথা। না দিল্লি এয়ারপোর্ট, না প্লেন, অভিজ্ঞানের মা নেহা প্রায় ঘণ্টা তিনেক ঘুরেও সন্তানকে স্তন্যপান করানোর কোনও জায়গা পাননি। তারপরেই দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হন।