TRENDING:

Spy Youtuber Jyoti: তাঁর মেয়ে পাকিস্তানের গুপ্তচর! জানতেন তিনি? কী বলছেন জ্যোতির বাবা? বাড়িতে কী অজুহাত দিতেন এই ইউটিউবার? জানুন

Last Updated:
Spy Youtuber Jyoti: হরিয়ানার হিসারের বাসিন্দা জ্যোতির ইউটিউব চ্যানেলের নাম ‘ট্র্যাভেল উইথ জো’৷ তাঁর সাবস্ক্রাইবারের সংখ্যা প্রায় চার লক্ষ৷ পাকিস্তানের হয়ে চরবৃত্তির করার অভিযোগে গত সপ্তাহে গ্রেফতার করা হয়েছে ৩৩ বছর বয়সি জ্যোতিকে৷
advertisement
1/9
তাঁর মেয়ে পাকিস্তানের গুপ্তচর! জানতেন জ্যোতির বাবা? বাড়িতে কী অজুহাত দিতেন? জানুন
তাঁর মেয়েকে নিয়ে তোলপাড় দেশ৷ অভিযোগ ইউটিউবার তথা ট্র্যাভেল ভ্লগার পরিচয়ের ছদ্মবেশে তিনি পাকিস্তানে পাচার করতেন ভারতের স্পর্শকাতর তথ্য৷ এহেন জ্যোতি মালহোত্রার এরকম কীর্তিকলাপ নিয়ে কিছু জানতেনই না তিনি৷ দাবি তাঁর বাবা হরিশের৷ মেয়ের ইউটিউব বা সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের হদিশ তাঁর কাছে ছিল অজ্ঞাত৷
advertisement
2/9
হরিয়ানার হিসারের বাসিন্দা জ্যোতির ইউটিউব চ্যানেলের নাম ‘ট্র্যাভেল উইথ জো’৷ তাঁর সাবস্ক্রাইবারের সংখ্যা প্রায় চার লক্ষ৷ পাকিস্তানের হয়ে চরবৃত্তির করার অভিযোগে গত সপ্তাহে গ্রেফতার করা হয়েছে ৩৩ বছর বয়সি জ্যোতিকে৷ পাকিস্তান হাই কমিশনের আধিকারিকের সঙ্গে তাঁর ঘনিষ্ঠ যোগাযোগের অভিযোগ উঠেছে৷ অন্তত দু’বার তিনি পাকিস্তানে গিয়েছেন৷
advertisement
3/9
জ্যোতির বাবা হরিশ রবিবার বলেছিলেন তাঁর মেয়ে পাকিস্তান গিয়েছিলেন ভিডিও শ্যুট করতে৷ কিন্তু তার পর পুরো উলটপুরাণ৷ তিনি সংবাদমাধ্যমে পরে জানিয়েছেন, মেয়ে তাঁকে বলেছিল দিল্লি যাওয়ার কথা৷ কোভিড মহামারির আগে জ্যোতি দিল্লিতে চাকরি করতেন৷ পরে সেই চাকরি ছেড়ে দেন৷
advertisement
4/9
জ্যোতির ইউটিউব চ্যানেলে ৪৫০ ভিডিও আছে৷ সেগুলির মধ্যে পাকিস্তান নিয়ে ভিডিওগুলি এক সময় বেশ জনপ্রিয় হয়েছিল৷ ‘ইন্ডিয়ান গার্ল ইন পাকিস্তান’, ‘ইন্ডিয়ান গার্ল এক্সপ্লোরিং লাহোর’, ‘ইন্ডিয়ান গার্ল অ্যাট কাটাস রাজ টেম্পল’, ‘ইন্ডিয়ান গার্ল রাইডস লাক্সারি বাস ইন পাকিস্তান’-এর মতো ভিডিও সেগুলির মধ্যে অন্যতম৷
advertisement
5/9
তদন্তকারীরা জানতে পেরেছেন গত ২২ এপ্রিল পহেলগাঁওয়ে জঙ্গি হামলার আগে সেখানে জ্যোতি গিয়েছিলেন৷ তার আগে পাকিস্তানেও ঘুরে এসেছেন৷ তাঁর এই সফরের মধ্যে যোগসূত্র খুঁজছেন গোয়েন্দারা৷ জানিয়েছেন হিসারের পুলিশ সুপার শশাঙ্ক কুমার সাওয়ান৷
advertisement
6/9
অপারেশন সিঁদুর-এর উত্তাল সময়েও দিল্লিতে পাকিস্তান হাই কমিশনের এক আধিকারিকের সঙ্গে জ্যোতির যোগাযোগ ছিল বলে জানতে পেরেছেন তদন্তকারীরা৷ পাকিস্তানের কিছু হাই প্রোফাইল মানুষের সঙ্গেও জ্যোতির যোগাযোগ ছিল বলে দাবি গোয়েন্দাদের৷
advertisement
7/9
দেশ জুড়ে তল্লাশি চালিয়ে অন্তত ১২ জনকে গ্রেফতার করা হয়েছে পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে৷ তাদের মধ্যে আছেন একাধিক বয়সি একাধিক পেশার মুখ৷
advertisement
8/9
গত ২২ এপ্রিল ভূস্বর্গের পহেলগাঁওয়ের বৈসরণ উপত্যকায় জঙ্গি হানায় প্রাণ হারান ২৬ জন নিরীহ পর্যটক৷ তার প্রত্যাঘাতে ৭ মে অপারেশন সিঁদুর-এ পাকিস্তানের মূল ভূখণ্ড এবং কাশ্মীর অধিকৃত পাকিস্তানে জঙ্গিঘাঁটি ধুলোয় মিশিয়ে দেয় ভারত৷
advertisement
9/9
ভারত-পাকিস্তানের মধ্যে উত্তপ্ত গোলাবর্ষণ, মিসাইলবৃষ্টি চলতে থাকে অপারেশন সিঁদুরের পরবর্তী সময়ে৷ গত ১০ মে ঘোষিত হয় সঙ্ঘর্ষ বিরতি৷
বাংলা খবর/ছবি/দেশ/
Spy Youtuber Jyoti: তাঁর মেয়ে পাকিস্তানের গুপ্তচর! জানতেন তিনি? কী বলছেন জ্যোতির বাবা? বাড়িতে কী অজুহাত দিতেন এই ইউটিউবার? জানুন
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল