দাপিয়ে বেড়াচ্ছে 'পাহাড়ি ভূত'! অবিশ্বাস্য! এমন ছবি রোজ রোজ দেখা যায় না
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
snow leopard: ক্যামেরায় ধরা পড়ল বিরল ছবি। দেখা গেল পাহাড়ি ভূত।
advertisement
1/6

'পাহাড়ি ভূত'। না না অশরীরী বা ভূত বলে ভুল করবেন না। আসলে পাহাড়ি চিতাকে অনেকেই পাহাড়ি ভূত বলে থাকেন।
advertisement
2/6
জম্মু কাশ্মীরে দেখা গেল বিরল ছবি। জম্মু কাশ্মীরের কিশতওয়ার জাতীয় উদ্যানে দেখা গেল স্নো লেপার্ড।
advertisement
3/6
স্নো লেপার্ড সচরাচর দেখাই যায় না। এরা পাহাড়ে গা ঢাকা দিয়ে থাকে। ফলে স্নো লেপার্ডের ছবি মানে বিরল বটে।
advertisement
4/6
কিশতওয়ার ন্যাশনাল পার্কের ২ হাজার ১৯৫ বর্গ কিমি এলাকাজুড়ে ট্র্যাপ ক্যামেরা লাগানো হয়েছিল। তাতেই ধরা পড়েছে বিরল ছবি।
advertisement
5/6
সাদা চোখে প্রায় দেখা যায় না বলেই তুষার চিতাকে অনেকে বলেন পাহাড়ি ভূত।
advertisement
6/6
স্নো লেপার্ডরা কোথায় থাকে, কীভাবে বংশবিস্তার করে, এসব জানার জন্য সরকার ২০২১ সালে একটি প্রোজেক্ট শুরু করেছিল।