TRENDING:

বিছানায় ঘুমাচ্ছিল লোকটি..., অজান্তে অন্ধকারে ঢুকেছিল দুই 'বিষধর'! সকালে যা দেখা গেল, গায়ে কাঁটা দেবে শুনলেই!

Last Updated:
Snake: এই ঘটনা শুনলে গায়ে কাঁটা দেবে। ঘটনাটি ইতিমধ্যেই সাড়া ফেলে দিয়েছে সোশ্যাল মিডিয়ায়। এককথায় এই ঘটনা যেমন অদ্ভুত, তেমনই মর্মান্তিক। ঠিক কী ঘটেছিল লোচন রাম মাঞ্জির ঘরে?
advertisement
1/9
বিছানায় ঘুমাচ্ছিল লোকটি..., অজান্তে অন্ধকারে ঢুকেছিল দুই 'বিষধর'! সকালে যা দেখা গেল...!
মানুষের ঘরদোরে সাপ ঢুকে আসার ঘটনা নতুন কিছু নয়। গরমে তারা শীতল জায়গার খোঁজে আসে। বর্ষায় চারপাশ জলে ভরে গেলে শুকনো ডাঙার খোঁজে আসে। এছাড়া, মানুষের ঘর থেকে ইঁদুর ধরে খাওয়ার জন্যও সাপ আনাগোনা করে থাকে।
advertisement
2/9
তবে, ছত্তিশগড়ের এই ঘটনা শুনলে গায়ে কাঁটা দেবে। ঘটনাটি ইতিমধ্যেই সাড়া ফেলে দিয়েছে সোশ্যাল মিডিয়ায়। এককথায় এই ঘটনা যেমন অদ্ভুত, তেমনই মর্মান্তিক। ঠিক কী ঘটেছিল লোচন রাম মাঞ্জির ঘরে? AI Generated Representative Image
advertisement
3/9
সোশ্যাল মিডিয়ায় ঝড় তোলার পর জানা গিয়েছে ছত্তিশগড়ের সুরগুজায় এই অদ্ভুত ঘটনা ঘটেছে। এখানে এক সাপের পিছু পিছু আরেকটা সাপ ঢুকে এসেছিল আরও এক বিষধর। আর সেই দুই সাপের লড়াইয়ে যা ঘটেছিল সেই দৃশ্য দেখে সকালে চোখ কপালে উঠেছিল সবার। এই ঘটনা যে কেউ শুনলেই তাঁর গা শিউরে উঠতে বাধ্য। AI Generated Representative Image
advertisement
4/9
ঘটনাটি সুরগুজা বিভাগের পাথালগাঁওয়ের দেওয়ানপুরের। এটি একটি বনাঞ্চল এবং বর্ষার দিনে এখানে সাপের আনাগোনা আরও বেড়ে যায়। জানা গিয়েছে যে, ৪০ বছর বয়সি লোচন রাম মাঞ্জি মাটিতে বিছানা করে ঘুমোচ্ছিলেন। তখনই অন্ধকারের মধ্যে অজান্তে দুটি সাপ ঘরের ভেতরে ঢুকে পড়ে। AI Generated Representative Image
advertisement
5/9
বিছানায় তাদের মধ্যে লড়াই শুরু হয়। জানা গিয়েছে এর মধ্যে একটি ছিল খুবই বিষাক্ত ইন্ডিয়ান ক্রেট সাপ, অন্যটি ছিল নির্বিষ উলফ স্নেক। জানা যায় দুই সাপের লড়াইয়ের সময়, ইন্ডিয়ান ক্রেট ওই উলফ স্নেকটিকে খেতে চেষ্টা করছিল। কিন্তু সহজে হার মানার পাত্র নয় উলফ স্নেকটিও। এরা খুবই তেজি সাপ ও সাধারণত এরা রাতে শিকার ধরে। তাই তাড়া খেয়ে উলফ স্নেক ঘুমন্ত লোচন রাম মাঞ্জির বিছানার তলায় চলে যায়। Representative Image
advertisement
6/9
ইন্ডিয়ান ক্রেটটিও তাকে তাড়া করে বিছানার তলায় গিয়ে ঢোকে। সেই সময়েই লোচন রাম মাঞ্জির গায়ে ইন্ডিয়ান ক্রেট কামড় বসায়। পরিবারের সদস্যরা লোচন রাম মাঞ্জির অবস্থা আশঙ্কাজনক দেখে সঙ্গে সঙ্গে তাঁকে হাসপাতালে নিয়ে যান। Representative Image
advertisement
7/9
তবে, পরিবার যুবককে হাসপাতালে নিয়ে গেলেও ইন্ডিয়ান ক্রেটের মতো অত্যন্ত বিপজ্জনক সাপের বিষ থেকে তাঁকে বাঁচাতে পারেনি। চিকিৎসার সময় তাঁর মৃত্যু হয়। দুর্ঘটনার পর, বিছানাটি সরিয়ে ফেলা হলে, তার নীচে দুটি সাপই পাওয়া যায়। এরপর পরিবারের সদস্যরা সেই সাপগুলোকে মেরে ফেলেন। Representative Image
advertisement
8/9
এলাকার সর্পমিত্র বাবলু তিওয়ারি বলেন যে, সম্ভবত এই ঘটনাটি ঘটেছিল যখন একটি সাপ অন্য সাপটিকে খেতে চেষ্টা করেছিল। তিনি বলেন, এই ঘটনাটি আমাদের শিক্ষা দেয় যে, বর্ষা বা গ্রীষ্মকালে যখন সাপের আনাগোনা বৃদ্ধি পায়, তখন মাটিতে ঘুমানো বিপজ্জনক হতে পারে। Representative Image
advertisement
9/9
রাতে ঘুমানোর আগে ঘর পরিষ্কার করা, বিছানা পরীক্ষা করা এবং আশেপাশের পরিবেশের দিকে মনোযোগ দেওয়া খুবই গুরুত্বপূর্ণ। Representative Image
বাংলা খবর/ছবি/দেশ/
বিছানায় ঘুমাচ্ছিল লোকটি..., অজান্তে অন্ধকারে ঢুকেছিল দুই 'বিষধর'! সকালে যা দেখা গেল, গায়ে কাঁটা দেবে শুনলেই!
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল