TRENDING:

CBI-এর বড় সাফল্য! সুশান্ত মামলায় রাজসাক্ষী হতে চান ২ প্রত্যক্ষদর্শী সিদ্ধার্থ পিঠানি ও দীপেশ সাওয়ান্ত

Last Updated:
শুক্রবার একদিকে যখন প্রয়াত অভিনেতার চর্চিত বান্ধবী রিয়া চক্রবর্তীকে জেরা করছে সিবিআই, তখন অন্যদিকে সুশান্তের দুই ঘনিষ্ঠ, বন্ধু সিদ্ধার্থ পিঠানি এবং বাড়ির কেয়ারটেকার দীপেশ সাওয়ান্ত জানিয়ে দিলেন তাঁরা এই মামলায় রাজসাক্ষী হতে চান।
advertisement
1/5
CBI-এর বড় সাফল্য! সুশান্ত মামলায় রাজসাক্ষী হতে চান সিদ্ধার্থ পিঠানি ও দীপেশ
ক্রমেই জটিল হচ্ছে সুশান্ত সিং রাজপুতের মৃত্যু তদন্ত! পরতে পরতে উঠে আসছে নয়া তথ্য! শুক্রবার একদিকে যখন প্রয়াত অভিনেতার চর্চিত বান্ধবী রিয়া চক্রবর্তীকে জেরা করছে সিবিআই, তখন অন্যদিকে সুশান্তের দুই ঘনিষ্ঠ, বন্ধু সিদ্ধার্থ পিঠানি এবং বাড়ির কেয়ারটেকার দীপেশ সাওয়ান্ত জানিয়ে দিলেন তাঁরা এই মামলায় রাজসাক্ষী হতে চান।
advertisement
2/5
সুশান্ত সিং রাজপুত মৃত্যুতদন্তের মূল চার প্রত্যক্ষদর্শী হলেন অভিনেতার বন্ধু সিদ্ধার্থ পিঠানি, পরিচারক নীরজ ও দীপেশ সাওয়ান্ত এবং রাঁধুনি কেশব। গত শনিবার থেকেই এই চারজনকে দফায় দফায় জেরা করছে সিবিআই।
advertisement
3/5
আজ শুক্রবার, তাঁদের চারজনকে ফের একবার মুখোমুখি বসিয়ে জেরা করে সিবিআই। টাইমস নাও-এর রিপোর্টে জানা গিয়েছে এদিন বিকেলে সুশান্তের বন্ধু সিদ্ধার্থ পিঠানি ও বাড়ির কেয়ারটেকার দীপেশ সাওয়ান্ত কেন্দ্রীয় গোয়েন্দাদের জানান, তাঁরা রাজসাক্ষী হতে চান।
advertisement
4/5
সিবিআই সূত্রে জানা যায়, জেরায় এই চারজনই জানিয়েছেন, গত ১৪ জুন সকালে তাঁরাই প্রথম বান্দ্রার ফ্ল্যাটে নিজের ঘরে মৃত অবস্থায় সুশান্তকে দেখেন। বয়ানে চারজনেরি দাবি, মৃত্যুর আগের দিন অর্থাৎ ১৩ জুন রাতে বেশিরভাগ সময়টাই নিজের ঘরে ছিলেন সুশান্ত সিং রাজপুত।
advertisement
5/5
জেরায় দীপেশ ও সিদ্ধার্থ পিঠানি জানান, দরজা খুলে তাঁরা দুজনই প্রথম সুশান্তের ঘরে ঢোকেন। ঘরের আলো নেভানো ছিল। আলো জ্বালাতে দেখেন, সিলিং থেকে গলায় ফাঁস লাগিয়ে ঝুলছেন সুশান্ত।
বাংলা খবর/ছবি/দেশ/
CBI-এর বড় সাফল্য! সুশান্ত মামলায় রাজসাক্ষী হতে চান ২ প্রত্যক্ষদর্শী সিদ্ধার্থ পিঠানি ও দীপেশ সাওয়ান্ত
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল