স্বাধীনতা সংগ্রামীদের স্মরণে বিশেষ উদ্যোগ SFI-এর, ভগৎ সিংয়ের বাড়ি গিয়ে শ্রদ্ধা জানাল সৃজনরা
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
SFI paying tributes Bhagat Singh on 79th Independence Day: ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে বামপন্থীদের অবদান অনস্বীকার্য। দেশের ৭৯ তম স্বাধীনতা দিবসে স্বাধীনতা সংগ্রামীদের স্মরণ করতে বিশেষ উদ্যোগ স্টুডেন্টস ফেডারেশন অফ ইন্ডিয়া-র। স্বাধীনতা দিবসে শহিদ ভগৎ সিংয়ের বাড়ি গিয়ে শ্রদ্ধা জানিয়ে সভা করল এসএফআই।
advertisement
1/6

ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে বামপন্থীদের অবদান অনস্বীকার্য। দেশের ৭৯ তম স্বাধীনতা দিবসে স্বাধীনতা সংগ্রামীদের স্মরণ করতে বিশেষ উদ্যোগ স্টুডেন্টস ফেডারেশন অফ ইন্ডিয়া-র। স্বাধীনতা দিবসে শহিদ ভগৎ সিংয়ের বাড়ি গিয়ে শ্রদ্ধা জানিয়ে সভা করল এসএফআই।
advertisement
2/6
স্বাধীনতা সংগ্রামীদের স্মৃতি, ত্যাগ ও লড়াইকে সম্মান জানানো ও দেশের যুব সমাজকে সেই আদর্শে দীক্ষিত করতে এবং সংগ্রামের কথা স্মরণ করাতেই এসএফআইয়ের এই উদ্যোগ। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন এসএফআইযের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সৃজন ভট্টাচার্য সহ সিপিআইএম-এর পঞ্জাব রাজ্য সম্পাদক এবং ডিওয়াইএফআই নেতৃত্ব।
advertisement
3/6
ভগৎ সিং কেবল স্বাধীনতা সংগ্রামীই ছিলেন না, তিনি একজন সমাজতন্ত্রী বিপ্লবী ছিলেন। ভারতকে ব্রিটিশ শাসন থেকে মুক্ত করাই শুধু নয়, তাঁর স্বপ্ন ছিল ভারতের মাটিতে শ্রমিক-কৃষকের সরকার কায়েম করা। সেই লক্ষ্যে মৃত্যুবরণ করতেও দ্বিতীয়বার ভাবেননি ভগৎ সিং।
advertisement
4/6
মাত্র ২৩ বছর বয়সে শহিদ হওয়া ভগৎ সিং আগামী বহু প্রজন্মের জন্য অনুপ্রেরণার প্রতীক হয়ে থেকে গেছেন। এসএফআই নিজেদের ভগৎ সিংয়ের মতাদর্শের উত্তরাধিকারী বলে গণ্য করে। এবং তা আগামী প্রজন্মের মধ্যে প্রসার করতে চায়।
advertisement
5/6
শুক্রবার স্বাধীনতা দিবসে ভগৎ সিং-এর বাড়িতে গিয়ে তাঁর মূর্তিতে মাল্যদান করেন সৃজন ভট্টাচার্য সহ অন্যান্য নেতৃত্ব। ঘুরে দেখেন ভগৎ সিং-এর পুরো বাড়ি। ইতিহাসের স্মৃতি চারণা করেন সৃজন ভট্টাচার্যরা।
advertisement
6/6
এসএফআই-এর এই উদ্যোগ শুধু স্বাধীনতা দিবসেই সীমাবদ্ধ নয়, তারা সারাবছরই স্বাধীনতা সংগ্রামের নানা গুরুত্বপূর্ণ ঘটনা ও ব্যক্তিত্বকে স্মরণ ও উদযাপন করার উদ্যোগ নিয়ে থাকে। বিভিন্ন ‘Freedom Rally’ এবং আলোচনার মাধ্যমে তারা দেশজুড়ে স্বাধীনতার আদর্শের প্রসার ঘটানো।