Weather Forecast | প্রবল ঠান্ডায় কাঁপছে কোন কোন স্থান? শৈত্যপ্রবাহই বা কোথায়? জানুন আবহাওয়ার পূর্বাভাস
- Published by:Rachana Majumder
Last Updated:
শৈত্যপ্রবাহের মধ্যে পড়েছে মধ্যপ্রদেশের দুই জেলা। চার জেলায় প্রবল ঠান্ডা আবহাওয়ার সতর্কতা জারি করা হয়েছে। ভোপাল,ইনদওর-সহ ১২ জেলায় ঘোষিত হয়েছে কোল্ড ডে।
advertisement
1/5

পূর্ব উত্তরপ্রদেশের বেশিরভাগ অংশ, পশ্চিম উত্তরপ্রদেশ, হরিয়ানা এবং বিহারের কিছু অংশে প্রায় শৈত্যপ্রবাহের পরিস্থিতি৷ পঞ্জাব এবং উত্তর-পশ্চিম রাজস্থানে ক্রমেই বাড়ছে ঠান্ডা৷
advertisement
2/5
শৈত্যপ্রবাহের মধ্যে পড়েছে মধ্যপ্রদেশের দুই জেলা। চার জেলায় প্রবল ঠান্ডা আবহাওয়ার সতর্কতা জারি করা হয়েছে। ভোপাল,ইনদওর-সহ ১২ জেলায় ঘোষিত হয়েছে কোল্ড ডে।
advertisement
3/5
হরিয়ানা এবং পঞ্জাবের অব্যাহত শৈত্যপ্রবাহ। বরফ ঠান্ডা হাওয়ার স্রোত কাঁপিয়ে দিচ্ছে হাড়মজ্জা। সর্বনিম্ন তাপমাত্রা কোথাও কোথাও নেমে এসেছে ১.৪ ডিগ্রি সেলসিয়াসে।
advertisement
4/5
আগামীকালও উত্তর-পশ্চিম ভারতে শৈত্য প্রবাহের সর্তকতা। মঙ্গলবার পশ্চিমী ঝঞ্ঝা ঢোকার পরই আবহাওয়া বদলে যাবে। উত্তর পশ্চিম ভারতের রাজ্যগুলিতেও তাপমাত্রা বাড়তে থাকবে। দুই থেকে চার ডিগ্রি তাপমাত্রা বাড়বে ১০ থেকে ১৩ জানুয়ারির মধ্যে। পূর্ব ভারতের রাজ্যের তাপমাত্রা বাড়বে আগামী ২৪ ঘণ্টা পর থেকে। পরবর্তী দু-তিন দিনে অন্তত তিন ডিগ্রি তাপমাত্রা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা।
advertisement
5/5
সঞ্জীব বন্দ্যোপাধ্যায়, আবহাওয়া দফতরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা এদিন বলেন, পরপর দু’টি পশ্চিমী ঝঞ্ঝা ঢুকছে উত্তর-পশ্চিম ভারতে। এর প্রভাবে উত্তর-পশ্চিম ও উত্তরের শীতল হাওয়া কিছুটা বাধা ভাবে। তবে বঙ্গোপসাগরে কোনও সিস্টেম হবার সম্ভাবনা নেই। তাই মকর সংক্রান্তিতে শুষ্ক আবহাওয়ায় থাকবে। শীতের আমেজ থাকবে। বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। তবে চরম আবহাওয়ার কোনও সম্ভাবনা নেই মকর সংক্রান্তিতে।