TRENDING:

Assam Rail Accident :ছুটন্ত রাজধানীর চাকায় ছিন্নভিন্ন ৮ হাতি! অসমের নওগাঁও-তে ভয়াবহ দুর্ঘটনা, লাইনচ্যুত ট্রেনের ৫ কামরা

Last Updated:
নয়াদিল্লিগামী রাজধানী এক্সপ্রেসের ধাক্কায় মৃত্যু হল সাতটি হাতির। দুর্ঘটনার অভিঘাতে মোট সাতটি কামরাও লাইনচ্যুত হয়। তবে এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।
advertisement
1/7
ছুটন্ত রাজধানীর ধাক্কায় ছিন্নভিন্ন হয়ে গেল ৮ হাতি! ৫ বগি লাইনচ্যুত, অসমে ভয়াবহ দুর্ঘটনা
ট্রেনের ধাক্কায় মর্মান্তিক দুর্ঘটনা ঘটল অসমের নওগাঁওতে। নয়াদিল্লিগামী রাজধানী এক্সপ্রেসের ধাক্কায় মৃত্যু হল সাতটি হাতির। দুর্ঘটনার অভিঘাতে মোট সাতটি কামরাও লাইনচ্যুত হয়। তবে এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।
advertisement
2/7
জানা গিয়েছে গতকাল রাত দুটো ১৭ মিনিটে উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের লামডিং  ডিভিশনের অধীনে যমুনামুখ-কামপুর সেকশনে এই দুর্ভাগ্যজনক ঘটনাটি ঘটে।
advertisement
3/7
২০৫০৭ ডাউন সাইরাং-নয়াদিল্লি রাজধানী এক্সপ্রেস ট্রেনটি হাতির পালের সঙ্গে সংঘর্ষ হয়। এর ফলে ট্রেনের ইঞ্জিন এবং পাঁচটি কোচ লাইনচ্যুত হয়। তবে, কোনো যাত্রী হতাহত বা আহত হননি। এলাকাটি গুয়াহাটি থেকে প্রায় ১২৬ কিলোমিটার দূরে অবস্থিত।
advertisement
4/7
এই ঘটনার পরেই বিভাগীয় সদর দফতরের কর্মকর্তাদের সঙ্গে অ্যাক্সিডেন্ট রিলিফ ট্রেন ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছে। গুয়াহাটি রেলওয়ে স্টেশনে হেল্পলাইন নম্বরগুলো চালু করা হয়েছে, যেগুলো হলো ০৩৬১-২৭৩১৬২১ / ২৭৩১৬২২ / ২৭৩১৬২৩।
advertisement
5/7
উত্তর-পূর্ব সীমান্ত রেলের  জেনারেল ম্যানেজার এবং লামডিং-এর বিভাগীয় রেলওয়ে ম্যানেজারসহ ঊর্ধ্বতন রেল কর্মকর্তারাও ঘটনাস্থলে ছুটে যান। ক্ষতিগ্রস্ত কোচগুলো বিচ্ছিন্ন করার পর লাইনচ্যুত ট্রেনটি আজ সকাল ৬টা ১১ মিনিটে গুয়াহাটির উদ্দেশ্যে ঘটনাস্থল থেকে রওনা করানো হয় । ট্রেনটি গুয়াহাটি পৌঁছানোর পর ক্ষতিগ্রস্ত কোচগুলোর যাত্রীদের জন্য অতিরিক্ত কোচ যুক্ত করা হবে এবং ট্রেনটি তার যাত্রা পুনরায় শুরু করবে।
advertisement
6/7
ঘটনাটি এমন একটি স্থানে ঘটেছে যা কোনো নির্দিষ্ট হাতি করিডোর নয়। লোকো পাইলট হাতির পাল দেখতে পেয়ে জরুরি ব্রেক প্রয়োগ করেন। কিন্তু, শেষরক্ষা হয়নি। হাতিগুলি ট্রেনের সঙ্গে সংঘর্ষ হয়।
advertisement
7/7
ওই সেকশন দিয়ে যাওয়ার জন্য নির্ধারিত ট্রেনগুলোকে আপ লাইন দিয়ে ঘুরিয়ে দেওয়া হচ্ছে। পুনরুদ্ধারের কাজ চলছে।প্রসঙ্গত, উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ের জন্য হাতির লাইন পারাপার একটি বড় সমস্যা। যা প্রায়শই ট্রেন চলাচলে বাধা দেয় এবং দুর্ঘটনার কারণ হয়ে দাঁড়ায়, কারণ হাতিরা খাবারের খোঁজে বা করিডোর হিসেবে ব্যবহৃত পথে যাতায়াত করে। যদিও রেল কর্তৃপক্ষ 'ইন্ট্রুশন ডিটেকশন সিস্টেম', আন্ডারপাস নির্মাণ, এবং চালকদের সতর্কতা ও প্রশিক্ষণের মাধ্যমে এই সমস্যা মোকাবিলা করার চেষ্টা করছে, তবুও প্রায়শই দুর্ঘটনা ঘটে ফলে এতে মানুষ এবং বন্যপ্রাণ দুইই ক্ষতিগ্রস্ত হয়
বাংলা খবর/ছবি/দেশ/
Assam Rail Accident :ছুটন্ত রাজধানীর চাকায় ছিন্নভিন্ন ৮ হাতি! অসমের নওগাঁও-তে ভয়াবহ দুর্ঘটনা, লাইনচ্যুত ট্রেনের ৫ কামরা
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল