TRENDING:

Serial Killer: প্রথমে খুন, তারপর ফ্রুট স্যালাড খেয়ে মৃতদেহকে ধর্ষণ! হাওড়ার তবলাবাদক খুনের সিরিয়াল কিলারের ভয়ঙ্কর রূপ প্রকাশ্যে

Last Updated:
Serial Killer: প্রথমে শ্বাসরোধ করে খুন। তার পর রেললাইনের পাশে দেহ ফেলে রেখে স্টেশনে বসে 'ফ্রুট স্যালাড' খাওয়া। পরে মৃতদেহকে ধর্ষণ।
advertisement
1/10
প্রথমে খুন, তারপর ফ্রুট স্যালাড খেয়ে মৃতদেহকে ধর্ষণ! তবলাবাদক খুনির ভয়ঙ্কর রূপ
হাওড়াগামী কাটিহার এক্সপ্রেস। তারই কামরা থেকে উদ্ধার করা হয়েছিল এক তবলাবাদকের দেহ। একেবারে বাঙ্কারের উপর রাখা ছিল বিশেষভাবে সক্ষম ওই তবলা বাদকের দেহ। গোটা ঘটনায় রহস্য দানা বাঁধে।
advertisement
2/10
এদিকে ওই তবলাবাদক শিক্ষক সৌমিত্র চট্টোপাধ্য়ায়ের মোবাইলটি খোয়া গিয়েছিল। ১৯ তারিখ সকালে কাটিহার এক্সপ্রেস হাওড়ায় আসার পরে প্রতিবন্ধী কামরা থেকে তাঁর দেহ মেলে। কিন্তু খুন করল কে?
advertisement
3/10
সেই খুনির খোঁজে তদন্তে নেমেই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে পুলিশের হাতে।
advertisement
4/10
প্রথমে শ্বাসরোধ করে খুন। তার পর রেললাইনের পাশে দেহ ফেলে রেখে স্টেশনে বসে 'ফ্রুট স্যালাড' খাওয়া। তার পর আবার রেললাইনের ধারে যেখানে তরুণীকে খুন করে ফেলে রেখেছিলেন সেখানে এসে মৃতদেহ ধর্ষণ।
advertisement
5/10
গুজরাতে এক কলেজপড়ুয়ার খুন এবং ধর্ষণে চাঞ্চল্যকর তথ্য উঠে এল। আর এই খুন এবং ধর্ষণের ঘটনায় যাঁকে গ্রেফতার করা হয়েছে, সেই যুবক আরও একাধিক খুনে জড়িত বলেও জানিয়েছে পুলিশ।
advertisement
6/10
একা মহিলা বা তরুণীদের খুঁজে তাঁদের খুন করতেন বলে অভিযোগ। সেই ‘সিরিয়াল কিলার’কেই সম্প্রতি গ্রেফতার করেছে গুজরাত পুলিশ।
advertisement
7/10
ধৃতের নাম ভোলু কর্মবীর জাট। তাঁর শেষ শিকার ছিলেন গুজরাতের উদওয়াড়ার কলেজপড়ুয়া তরুণী।
advertisement
8/10
তদন্তে নেমে পুলিশ জানতে পারে অভিযুক্ত এক জন 'সিরিয়াল কিলার'। ৫০০০ সিসিটিভি ফুটজে, ১০টি বিশেষ দল গঠন করে অভিযুক্তের খোঁজ শুরু হয়। চার রাজ্যের পুলিশের সাহায্যও নেয় গুজরাত পুলিশ।
advertisement
9/10
তদন্তে পুলিশ জানতে পারে, মূলত চলন্ত ট্রেনে একা মহিলাদের শিকার বানাতেন ভোলু। পায়ে কোনও ত্রুটি না থাকলেও সুযোগ নিতে খুঁড়িয়ে চলতেন। আর ট্রেনের প্রতিবন্ধী কামরায় উঠতেন। সেখানে কোনও মহিলাকে একা পেলেই ধর্ষণ করে খুন করতেন বলে অভিযোগ। ট্রেনে চার জনকে খুনের অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে।
advertisement
10/10
১৪ নভেম্বর গুজরাতের উদওয়াড়াতে খুন এবং যৌন নির্যাতন করেন এক তরুণীকে। সেখান থেকে পালিয়ে ১৯ নভেম্বর তিনি হাওড়ায় তবলাবাদককে খুন করেন।
বাংলা খবর/ছবি/দেশ/
Serial Killer: প্রথমে খুন, তারপর ফ্রুট স্যালাড খেয়ে মৃতদেহকে ধর্ষণ! হাওড়ার তবলাবাদক খুনের সিরিয়াল কিলারের ভয়ঙ্কর রূপ প্রকাশ্যে
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল