TRENDING:

Indian Railway: চলছে সংস্কারের কাজ, বাতিল অসংখ্য ট্রেন, কোনওটা চলছে ভিন্ন রুটে, দেখুন তালিকা

Last Updated:
Indian Railway: অসংখ্য ট্রেন বাতিল থাকতে চলেছে৷ কোনওটার পথ ঘুরিয়ে দেওয়া হয়েছে৷
advertisement
1/5
চলছে সংস্কারের কাজ, বাতিল অসংখ্য ট্রেন, কোনওটা চলছে ভিন্ন রুটে, দেখুন তালিকা
রেলপথের উন্নতি, আরও বেশি সংখ্যায় ট্রেন চালানো, দ্রুত যাত্রাপথ অতিক্রম করা, এমনই নানারকম কারণে ভারতীয় রেলে চলছে সংস্কারের কাজ৷ আর সেই কারণেই কয়েকদিন অসংখ্য ট্রেন বাতিল থাকতে চলেছে৷ কোনওটার পথ ঘুরিয়ে দেওয়া হয়েছে৷ (প্রতীকী ছবি)
advertisement
2/5
সমস্তিপুর ডিভিশনের বাপুধাম মোতিহারি স্টেশনে সংস্কারের কাজ চলছে৷ এর ফলে যে ট্রেনগুলি বাতিল করা হয়েছে, একবার তার তালিকা দেখে নিতে পারেন৷ ট্রেন নম্বর ১৫২৬৯ জন সাধারণ এক্সপ্রেস নির্দিষ্ট কয়েকটি দিনে বাতিল করা হয়েছে৷ এই দিনগুলি হল ডিসেম্বরের ১৪ ও ২১ এবং ২০২৪ সালের জানুয়ারি মাসের ৪ ও ১১ তারিখ৷ (প্রতীকী ছবি)
advertisement
3/5
মুজফ্ফরপুর জনসাধারণ এক্সপ্রেস বাতিল রয়েছে ডিসেম্বরের ১৬,২৩,৩০ তারিখে ও জানুয়ারির ৬ ও ১৩ তারিখে৷ বাতিল রয়েছে ১৫০৪৬ গোরক্ষপুর এক্সপ্রেস৷ তারিখগুলি হল ডিসেম্বরের ১৭,২৪ ও ৩১ তারিখ ও জানুয়ারির ৭ ও ১৪ তারিখ৷ (প্রতীকী ছবি)
advertisement
4/5
১৫০৪৫ ওখা এক্সপ্রেস, গোরক্ষপুর থেকে যেটি ছাড়ে, সেটি ডিসেম্বরের ১৪,২১ ও ২৮ তারিখ এবং জানুয়ারির ৪ ও ১১ তারিখে বাতিল করা হয়েছে৷ এ ছাড়া ১৯৬১৫ কবিগুরু এক্সপ্রেস উদয়পুর থেকে যেটি ছাড়ে, সেটি ডিসেম্বরের ১১,১৮ ও ২৫ তারিখে চলবে না এবং জানুয়ারির ১ ও ৮ তারিখে চলবে না৷ (প্রতীকী ছবি)
advertisement
5/5
এ ছাড়া ২২৯২২ বান্দ্রা টার্মিনাস অন্ত্যোদয় এক্সপ্রেস, বাতিল করা হয়েছে ১২,১৯, ২৬ ডিসেম্বর ও জানুয়ারির ৯ ও ১৬ তারিখে৷ এ ছাড়া বারাউনি অবধ এক্সপ্রেস, অবধ এক্সপ্রেস ও বান্দ্রা টার্মিনাস সাপ্তাহিক এক্সপ্রেসের রুট বদল করা হয়েছে৷ তবে সকল যাত্রীকে অনুরোধ করা হচ্ছে,তাঁরা যেন ট্রেনে যাওয়ার সিদ্ধান্ত ট্রেনের বর্তমান স্টেটাস দেখেই গ্রণ করেন৷ আইআরসিটিসির ওয়েবসাইটে এই বিষয়ে বিস্তারিত তথ্য মিলবে৷ (প্রতীকী ছবি)
বাংলা খবর/ছবি/দেশ/
Indian Railway: চলছে সংস্কারের কাজ, বাতিল অসংখ্য ট্রেন, কোনওটা চলছে ভিন্ন রুটে, দেখুন তালিকা
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল